দিঘা স্পেশাল: এবার আরও কম সময়ে দিঘা। এই রুটে দিঘা সফরে দারুন উদাহিত একাংশের মানুষ । সৈকত সুন্দরী দিঘার সৌন্দর্য উপভোগ করতে দ্রুত টিকিট নিশ্চিত করুন। কলকাতা - দিঘা স্পেশালে দ্রুত টিকিট কাটুন, রেল সূত্রে জানা যাচ্ছে, টিকিটের চাহিদাও বেশ ভাল। তাই দেরি করলেই হতে পারে ওয়েটিং লিস্ট।

Kolkata Digha Special Train: সময় লাগছে আরও কম, পছন্দের ক্লাসের টিকিট ঝটপট কাটুন, এখান থেকে ছাড়ছে দিঘা যাওয়ার নতুন ট্রেন

দিঘা স্পেশাল: এবার আরও কম সময়ে দিঘা। এই রুটে দিঘা সফরে দারুন উদাহিত একাংশের মানুষ । সৈকত সুন্দরী দিঘার সৌন্দর্য উপভোগ করতে দ্রুত টিকিট নিশ্চিত করুন। কলকাতা - দিঘা স্পেশালে দ্রুত টিকিট কাটুন, রেল সূত্রে জানা যাচ্ছে, টিকিটের চাহিদাও বেশ ভাল। তাই দেরি করলেই হতে পারে ওয়েটিং লিস্ট।
দিঘা স্পেশাল: এবার আরও কম সময়ে দিঘা। এই রুটে দিঘা সফরে দারুন উদাহিত একাংশের মানুষ । সৈকত সুন্দরী দিঘার সৌন্দর্য উপভোগ করতে দ্রুত টিকিট নিশ্চিত করুন। কলকাতা – দিঘা স্পেশালে দ্রুত টিকিট কাটুন, রেল সূত্রে জানা যাচ্ছে, টিকিটের চাহিদাও বেশ ভাল। তাই দেরি করলেই হতে পারে ওয়েটিং লিস্ট।
এই ভরা বর্ষায় টাটকা ইলিশের স্বাদ পেতে দীঘা সমুদ্র সৈকত ভ্রমণের জন্য এখন আর হাওড়া দৌড়নোর প্রয়োজন নেই যাত্রীদের। কলকাতা স্টেশন থেকেই সপ্তাহান্তে অর্থাৎ শনিবার ও রবিবার দিঘার ট্রেন চলছে।
এই ভরা বর্ষায় টাটকা ইলিশের স্বাদ পেতে দীঘা সমুদ্র সৈকত ভ্রমণের জন্য এখন আর হাওড়া দৌড়নোর প্রয়োজন নেই যাত্রীদের। কলকাতা স্টেশন থেকেই সপ্তাহান্তে অর্থাৎ শনিবার ও রবিবার দিঘার ট্রেন চলছে।
এই ট্রেন পরিষেবা ৭ জুলাই রথের দিন চালু হয়। কলকাতা স্টেশন থেকে দীঘা যাওয়ার প্রথম সরাসরি ট্রেন। এই ট্রেনে চেয়ারকার, স্লিপার ক্লাস এবং এসি সবরকম শ্রেণিরই বন্দোবস্ত আছে। ইতিমধ্যেই বহু যাত্রী এই ট্রেনে চেপে ঘুরেও এসেছেন দিঘা।
এই ট্রেন পরিষেবা ৭ জুলাই রথের দিন চালু হয়। কলকাতা স্টেশন থেকে দীঘা যাওয়ার প্রথম সরাসরি ট্রেন। এই ট্রেনে চেয়ারকার, স্লিপার ক্লাস এবং এসি সবরকম শ্রেণিরই বন্দোবস্ত আছে। ইতিমধ্যেই বহু যাত্রী এই ট্রেনে চেপে ঘুরেও এসেছেন দিঘা।
রেল সূত্রে জানা যাচ্ছে , এই ট্রেনের জনপ্রিয়তা এতো বেশি যে এরমধ্যেই আগামী শনিবার ১৩ জুলাই রিজার্ভেশনের অবস্থান RAC।  যাঁরা ১৪ জুলাই রবিবার উল্টোরথের দিন যাবেন ভাবছেন, সেদিনও ওয়েটিং লিস্ট। এই শনি রবিবারও যাঁরা টিকিট কাটেননি, তাঁরা সুযোগ হাতছাড়া না করে সত্বর টিকিট কাটুন পরের শনি-রবিবার দিঘার সমুদ্র সৈকতে ছুটি কাটানোর জন্য। প্রিয় বাঙালির জন্য এটাই বর্ষার মরশুমে পূর্বরেলের নতুন আকর্ষণীয় উপহার বলেই মনে করছে।
রেল সূত্রে জানা যাচ্ছে , এই ট্রেনের জনপ্রিয়তা এতো বেশি যে এরমধ্যেই আগামী শনিবার ১৩ জুলাই রিজার্ভেশনের অবস্থান RAC।  যাঁরা ১৪ জুলাই রবিবার উল্টোরথের দিন যাবেন ভাবছেন, সেদিনও ওয়েটিং লিস্ট। এই শনি রবিবারও যাঁরা টিকিট কাটেননি, তাঁরা সুযোগ হাতছাড়া না করে সত্বর টিকিট কাটুন পরের শনি-রবিবার দিঘার সমুদ্র সৈকতে ছুটি কাটানোর জন্য। প্রিয় বাঙালির জন্য এটাই বর্ষার মরশুমে পূর্বরেলের নতুন আকর্ষণীয় উপহার বলেই মনে করছে।
শনি-রবিবার কলকাতা - দিঘা স্পেশাল ট্রেনটি দুপুর ২টে তে ছেড়ে সন্ধ্যা ৬:৫০ এ আপনাদের দিঘায় পৌঁছে দেবে। উল্টোদিকে দিঘা - কলকাতা স্পেশাল ট্রেনটি দিঘা থেকে সন্ধ্যে ৭:১০ এ ছেড়ে কলকাতা পৌঁছে দেবে রাত ১১:৫৫ মিনিটে।
শনি-রবিবার কলকাতা – দিঘা স্পেশাল ট্রেনটি দুপুর ২টে তে ছেড়ে সন্ধ্যা ৬:৫০ এ আপনাদের দিঘায় পৌঁছে দেবে। উল্টোদিকে দিঘা – কলকাতা স্পেশাল ট্রেনটি দিঘা থেকে সন্ধ্যে ৭:১০ এ ছেড়ে কলকাতা পৌঁছে দেবে রাত ১১:৫৫ মিনিটে।
এই ট্রেনটিতে যারা কলকাতা থেকে দক্ষিণ - পূর্ব রেলের বিভিন্ন স্টেশন যেমন বাগনান, তমলুক, মেচেদা, কাঁথি ইত্যাদি সরাসরি যেতে চান, তাঁরাও এই ট্রেনে চড়ে পড়তে পারেন, যাতে সহজেই ওই স্টেশনগুলোতে পৌঁছানো যায়। Input- Rakesh Maity
এই ট্রেনটিতে যারা কলকাতা থেকে দক্ষিণ – পূর্ব রেলের বিভিন্ন স্টেশন যেমন বাগনান, তমলুক, মেচেদা, কাঁথি ইত্যাদি সরাসরি যেতে চান, তাঁরাও এই ট্রেনে চড়ে পড়তে পারেন, যাতে সহজেই ওই স্টেশনগুলোতে পৌঁছানো যায়। Input- Rakesh Maity