দিঘা: দিঘা উপকূলে চাঞ্চল্য। সমুদ্রে ভেসে আসা অজানা ধাতব বস্তুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সমুদ্র স্নানে ভীতি তৈরি হয় পর্যটকদের মধ্যে। কিন্তু কী ভেসে এসেছিল সমুদ্রে? অজানা বস্তু সম্পর্কে কী জানাল পুলিশ?
সূত্রের খবর অনুযায়ী, ভেসে আসা ধাতব বস্তুটিকে জাহাজের ভাসমান বয়া বলে জানিয়েছে পুলিশ। যদিও প্রাথমিক ভাবে ওই দূর থেকে সমুদ্রে ওই বস্তু ভেসে আসতে দেখেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
আরও পড়ুন: বলুন তো হাওড়া ব্রিজের বাংলা নাম কী? উত্তর দিতে কালঘাম ছুটেছে ৯৯% বাঙালির, আপনি জানেন তো
প্রসঙ্গত, দানা বিপর্যয় কেটে যেতেই আবারও স্বাভাবিক ছন্দে ফিরছে দিঘা। দীপাবলি এবং ভাইফোঁটার ছুটিতে পর্যটকে ঠাসা উপকূল চত্ত্বর। একটা সময় দিঘায় সারা বছরে পর্যটকের ভিড় থাকলেও কালীপুজো বা দীপাবলীর উৎসবের সময় পর্যটক এর ভিড় কম থাকত দিঘায়। কিন্তু শেষ কয়েক বছর এই চিত্রটা বদলেছে। বর্তমানে দিঘা পর্যটকের জনজোয়ার সারা বছরই। এর পাশাপাশি বিভিন্ন উৎসব ও ছুটির দিনগুলিতে দিঘা সমুদ্র সৈকত পর্যটকের ভিড় তিল ধারনের স্থান থাকে না।
চলতি বছরও সেই রেশ বজায় ছিল পুজোর ছুটিতে। লক্ষ্মীপুজোর পর দিঘায় পর্যটকের ভিড় লক্ষ্য করা যায়। কিন্তু হঠাৎই দানা নামক দুর্যোগ চিত্রটা বদলে দেয়। দানা দুর্যোগের কারণে হোটেল বুকিং এ নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। উঠেছে সেই নিষেধাজ্ঞা। রবিবার কালীপুজো উপলক্ষে দিঘায় হোটেল বুকিং হয়েছে ভাল পরিমাণ।
তথ্য: পঙ্কজ দাশ রথী