বিধানসভায় দিলীপের জন্মদিন পালন শুভেন্দুর, নেপথ্যে কোন অঙ্ক?

Dilip Ghosh Birthday: বিধানসভায় শুভেন্দুর ঘরে দিলীপ, উত্তরীয় পরিয়ে মিষ্টিমুখ, জন্মদিন পালন দিলীপ ঘোষের

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: শুভেন্দুর উদ্যোগে রাজ্য বিধানসভায় আজ, বৃহস্পতিবার জন্মদিন পালন হল দিলীপ ঘোষের। বৃহস্পতিবার বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে আচমকা উপস্থিত হন দিলীপ ঘোষ। জন্মদিন উপলক্ষে শুভেন্দু অধিকারী এদিন দিলীপ ঘোষকে বিধানসভায় আমন্ত্রণ জানান বলে বিজেপি সূত্রের খবর।

আরও পড়ুন– ছাত্র সমাবেশের পোস্টার লঞ্চ তৃণমূলের, এবারের সমাবেশে থাকবে বিশেষ গান ও পুস্তিকা

শুভেন্দু- দিলীপের মধ্যে সৌজন্য বিনিময়, মিষ্টিমুখ এবং দিলীপ ঘোষকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে দিলীপ ঘোষকে সংবর্ধনা জানালেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার ঘরে তখন উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য বিধায়করাও। এদিন দিলীপ ঘোষ যখন বিধানসভায় আসেন তখন বিধানসভার অধিবেশন চলছে। শুভেন্দু অধিকারী থেকে অন্যান্য বিজেপি বিধায়করা তখন অধিবেশন কক্ষে। তবে শুভেন্দু অধিকারীর ঘরে দিলীপ ঘোষ প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু ও অন্যান্য বিজেপি বিধায়করা দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাৎ করে শুভেন্দু অধিকারীর ঘরে দিলীপ ঘোষের জন্মদিন পালন করেন।

আরও পড়ুন– ছাত্র সমাবেশের পোস্টার লঞ্চ তৃণমূলের, এবারের সমাবেশে থাকবে বিশেষ গান ও পুস্তিকা

প্রসঙ্গত, লোকসভা ভোটের ফলাফলের পর থেকেই দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে তাঁর পরাজয়ের নেপথ্যে দলেরই একটা অংশকে কার্যত দায়ী করে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছিলেন। পরবর্তীকালে অবশ্য সংবাদমাধ্যমে কার্যত ‘চুপ’ রয়েছেন দিলীপ ঘোষ। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, লোকসভা ভোটের ফলাফলের পর থেকেই দিলীপ- শুভেন্দুর মধ্যে দূরত্ব তৈরি হয়। বিধানসভায় বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে দিলীপ ঘোষের জন্মদিন পালনের মাধ্যমে সেই দূরত্ব অনেকটাই কমল। দীর্ঘদিন পর শুভেন্দু – দিলীপ মুখোমুখি হওয়া বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের।‌ তবে অনেকেই এদিন বিধানসভায় শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের সাক্ষাতে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিতও পাচ্ছেন।