তায়কোন্ডো প্রতিযোগিতা

South Dinajpur News: তায়কোন্ডো প্রতিযোগিতায় ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি! আগ্রহ বাড়ছে সেল্ফ ডিফেন্সে

দক্ষিণ দিনাজপুর: মহিলাদের আত্মরক্ষার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে স্কুলস্তর থেকেই তায়কোন্ডো প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়। এর ফলে তায়কোন্ডো প্রশিক্ষণে মেয়েদের আগ্রহ বেড়েছে অনেকাংশেই। শুধুমাত্র বিদ্যালয়ের ভেতরে ও বাইরে নিজেদের সুরক্ষিত রাখতে এবং যে কোনোরকম পরিস্থিতি মোকাবিলায় মেয়েদের আত্মবিশ্বাস বজায় রাখতে এই ধরণের প্রশিক্ষণ অত্যন্ত জরুরী।

নবম উত্তরবঙ্গ তায়কোন্ডো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে তারই প্রতিফলন লক্ষ্য করা গেল। এই দিনের প্রতিযোগিতায় প্রায় ৬০ শতাংশেও বেশি প্রতিযোগিনী। যাদের অধিকাংশই এসেছেন বিভিন্ন স্কুল থেকে। পাশাপাশি তায়কোন্ডো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগিনীদের বক্তব্য নিজেদের আত্মরক্ষার জন্য প্রতিটি মেয়েকেই এই প্রশিক্ষণ নেওয়া উচিৎ।

আরও পড়ুন:ডায়াবেটিস ও ব্লাড প্রেশার একসঙ্গে থাকবে বশে! বুড়ো বয়সে সুস্থ থাকতে খান সস্তার এই সুপারফুড

দক্ষিণ দিনাজপুর তায়কোন্ডো অ্যাসোসিয়েশনের সম্পাদক দিবাকর মণ্ডল বলেন,”বিভিন্ন জেলা থেকে বহু প্রতিযোগী অংশ নিয়েছে। মেয়েদের মধ্যে সেলফ ডিফেন্স শেখার আগ্রহ বাড়ছে। তাই প্রতিযোগিতাতে মেয়ের সংখ্যা বেশি।” মূলত, দক্ষিণ কোরিয়ায় এই তায়কোন্ডো প্রথম উৎপত্তি হয়। তায়কোন্ডো কথার অর্থই হল খালি হাত ও পায়ের কলাকৌশল বা শিল্প। আত্মরক্ষার পাশাপাশি শরীর চর্চার ক্ষেত্রে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুস্মিতা গোস্বামী