সেলফি পয়েন্ট

Alipurduar News: নষ্ট হয়ে গেছে সেলফি পয়েন্ট! খারাপ রাস্তা! ক্ষতির মুখে জয়গাঁর পর্যটন

আলিপুরদুয়ার: জয়গাঁর সেলফি পয়েন্টে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়ছেন পর্যটকেরা। আই লাভ জয়গাঁ লেখা স্থানেই যত গন্ডগোল। জয়গাঁর জে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সেলফি পয়েন্টে দাঁড়িয়ে সেলফি নিতে স্বাভাবিকভাবে ইতস্ততবোধ করছেন পর্যটকেরা। অনেকে শুধু লাভ সাইনের সামনে দাঁড়িয়ে ফটো তুলে চলে যাচ্ছেন। জয়গাঁর গেরিগাঁও এলাকায় অবস্থিত এই সেলফি জোনটি। গেরিগাঁও এলাকাটি আগের থেকেই জনপ্রিয়।

পাহাড়ের কোলে অবস্থিত গেরিগাঁও এলাকাটির উন্নয়নে সদা সচেষ্ট ভূমিকায় দেখা গিয়েছে জেডিএ-কে। এই এলাকায় সবুজায়নের পাশাপাশি সেলফি জোন ও বুদ্ধদেব এবং শিবের মূর্তি স্থাপিত হয়েছে। পর্যটকেরা এসে যাতে ভাল কিছু দৃশ‍্য মুঠোফোনে নিয়ে যেতে পারে তার চেষ্টা জেডিএ-র তরফে চলে সবসময়। এরপর এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় চিন্তিত এলাকার বাসিন্দারা। এককথায় এলাকার সৌন্দর্য নষ্ট হচ্ছে বলে অভিযোগ।

আরও পড়ুন:টিকলি রুটি, নাম শুনেছেন কখনও? মাংস দিয়ে খেলে জাস্ট জমে যায়… শিখে ফেলুন মেচ জনজাতির এই অনবদ্য রেসিপি

এলাকার বাসিন্দারা জানান,”এলাকাটি পর্যটনক্ষেত্র হয়েছে দেখে আমাদের সুবিধা বেড়েছে। আমরা দোকান বসিয়ে কিছু রোজগার করছি। আমাদের গ্রাম ছোট কিন্তু সৌন্দর্যে ভরপুর।” জয়গাঁ সেলফি পয়েন্টে বেড়াতে আসা পর্যটকরা জানান,”এলাকার পরিবেশ এক কথায় মনমুগ্ধকর। পাহাড় দেখা যায়,হাওয়া যেন কথা বলে কানে এসে। কিন্তু সেলফি পয়েন্টের অবস্থা দেখে খারাপ লাগছে। জয়গাঁয় এসে এই স্মৃতিটির ছবি আর তুলতে পারলাম না।” নির্বাচনে পর সেলফি জোন মেরামতির কাজ করা হবে বলে জানা গিয়েছে জেডিএ-র তরফে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Annanya Dey