বন্যা পরিস্থিতির অবনতি

Malda Flood: হলুদ সতর্কতা! ভয়াবহ বন্যা পরিস্থিতি মালদহে! আর্তদের সরাতে উদ্যোগ প্রশাসনের

মালদহ: ক্রমশ অবনতি হচ্ছে ভুতনির বন্যা পরিস্থিতি।‌ মাঝে কিছুদিন গঙ্গার জলস্তর কমছিল। কিন্তু আবার গত কয়েকদিন ধরে গঙ্গার জলস্তর বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে আবারও ভুতনির জলমগ্ন এলাকায় জল বাড়তে শুরু করেছে। বন্যার জলে আটকে পড়েছে প্রায় লক্ষাধিক মানুষ।

ইতিমধ্যে তাদের নিরাপদ আশ্রয়ের জন্য উদ্যোগ নিচ্ছে জেলা প্রশাসন।‌ মানিকচকের একাধিক স্কুল সহ মানিকচক কলেজে বন্যা দুর্গতদের থাকার ব্যবস্থা ইতিমধ্যে করা হচ্ছে। মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিংকি মন্ডল বলেন, গঙ্গার জল বৃদ্ধি পাচ্ছে। আগামীতে আরও জল বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:রেলের বিরাট উদ্যোগ! লক্ষ লক্ষ যাত্রীদের জন্য দারুণ খবর, নয়া এই ব্যবস্থায় বেজায় খুশি সবাই

দুর্গতদের সকলকে অনুরোধ করা হচ্ছে নিরাপদ আশ্রয়এ আসার জন্য। একদিনে গঙ্গার জল স্তর বৃদ্ধি পেয়েছে প্রায় ৬ সেন্টিমিটার। বর্তমানে গঙ্গার জলস্তর ২৫.২০ মিটার। ফের গঙ্গার জলস্তর বৃদ্ধি পেতে থাকায় ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে গঙ্গা তীরবর্তী অঞ্চলে। জল বাড়তে শুরু করায় ভুতনির বন্যা পরিস্থিতি আরও অবনতি হচ্ছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

হরষিত সিংহ