প্রযুক্তি Diwali 2024: দীপাবলিতে প্রিয়জনদের কী দেবেন বুঝতে পারছেন না! দেখুন তো এই পাঁচ উপহার পছন্দ হয় কিনা Gallery October 25, 2024 Bangla Digital Desk সামনেই দীপাবলি। উপহার দেওয়ানেওয়ার মরশুম। প্রিয়জনের জন্য কেনাকাটা শুরু করতে হবে আগেভাগে। আর প্রিয়জন যদি গ্যাজেট-প্রেমী হন, তাহলে খোঁজ চালাতে হবে এখন থেকেই। তবে চিন্তার কিছু নেই। উৎসবের মরশুমে ৪ হাজার টাকার কমে কিছু সেরা গ্যাজেটের সুলুকসন্ধান দেওয়া হল, যা উপহারে উত্তেজনার অন্য মাত্রা যোগ করবে। Honeywell Trueno U300 Bluetooth Speaker: এই পোর্টেবল স্পিকার সঙ্গীতপ্রেমীদের আদর্শ সঙ্গী হতে পারে। ২০ ওয়াটের শক্তিশালী সাউন্ড, ৪,৫০০এমএএইচ ব্যাটারির সঙ্গে টানা ১৩ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম, এককথায় অতুলনীয়। দাম ২,২৮৮ টাকা। এতে রয়েছে IPX6 ওয়াটারপ্রুফ ফিচার। ঘরে-বাইরে ব্যবহারের জন্য উপযুক্ত। Bluetooth V5.3-এর মাধ্যমে ১৫ মিটার পর্যন্ত স্থিতিশীল সংযোগ নিশ্চিন্তে পাওয়া যায়। শুধু তাই নয়, এতে TWS পেয়ারিং অপশনও রয়েছে, এর মাধ্যমে দুটি স্পিকার যোগ করে স্টেরিও অভিজ্ঞতা উপভোগ করতে পারেন গ্রাহক। Spigen 20,000mAh Power Bank: iPhone 14 Pro- কে পাঁচবার চার্জ করা যায় এই পাওয়ার ব্যাঙ্কে। প্রিমিয়াম অ্যালয় দিয়ে তৈরি হওয়ায় টেকসই। একইসঙ্গে স্টাইলিশও। এতে ফাস্ট পিপিএস চার্জিংও সাপোর্ট করে। ফলে মাত্র এক ঘণ্টায় ৯৪ শতাংশ চার্জ দেওয়া যায় ডিভাইসে। দাম ২,৩৪৮ টাকা। CrossBeats Nexus ChatGPT-Powered Smartwatch: ২.০১ ইঞ্চির AMOLED ডিসপ্লে এবং ChatGPT চালিত স্মার্টওয়াচটিকে বৈপ্লবিক প্রোডাক্ট বললে কম বলা হয়। এতে রয়েছে ভয়েস রিকগনিশন এবং উন্নত “ডায়নামিক আইল্যান্ড” ফিচার। ই-বুক পড়তেও পারবেন ইউজাররা। এই ফিচার ভারতের মধ্যে Nexus স্মার্টওয়াচেই প্রথম দেওয়া হয়েছে। ১০০টিরও বেশি স্পোর্টস মোড, জিপিএস ন্যাভিগেশন, ঘুম এবং রক্তচাপ ট্র্যাক করার ফিচারও রয়েছে এতে। ৬ দিনের ব্যাটারি লাইফ এবং ব্লুটুথ কলিং সহ স্টাইল এবং পারফরম্যান্সের যুগলবন্দী এই স্মার্টওয়াচ। দাম ৩,৫৯৯ টাকা। Frontech Dragon Warrior Gaming Combo: গেমারদের জন্য স্বপ্নের প্যাকেজ। এতে রয়েছে RGB LED কীবোর্ড, ১০০০-ডিপিআই গেমিং মাউস এবং টেকসই মাউসপ্যাড। হেডসেটের ৪০ মিমি ড্রাইভার ইউনিট স্পষ্ট অডিওর মাধ্যমে একটি চমৎকার গেমিং অভিজ্ঞতা দেয় ইউজারকে। শখের গেমার হোক বা সিরিয়াস গেমার, এই কম্বো হাতে থাকলে সোনায় সোহাগা। দাম ১,৪৫১ টাকা। Welko Drone With 4K Camera: এরিয়্যাল শটের জন্য Welko Drone-এর 4K অ্যাডজাস্টেবল ক্যামেরা আদর্শ। এতে রয়েছে জেশ্চার কন্ট্রোল এবং ৩৬০ ডিগ্রি ফ্লিপের মতো ফিচার। কমপ্যাক্ট ড্রোনের ওজন ১৮৮ গ্রামের কম। ফলে সহজে নিয়ে ঘোরা যায়। ২৫ মিনিট পর্যন্ত ব্যাটারি লাইফ। নতুন এবং অভিজ্ঞ ড্রোন ইউজারদের জন্য দূর্দান্ত বিকল্প।