রঙিন গামছা দিয়ে তৈরি কালী ঠাকুর 

Kali Puja 2024: রঙিন গামছা দিয়ে তৈরি কালী প্রতিমা! অভিনব ভাবনা এই প্রান্তিক শিল্পীর

হাওড়া: শিল্পী শ্যাম জানার হাতে তৈরি প্রতিমা মানেই অভিনবত্ব। এবার দুর্গাপুজোয় সুপারির তৈরি প্রতিমা, তারপর লক্ষীপুজোয় কয়েন-এর তৈরি প্রতিমার পর আসন্ন কালী পুজোয় নানা রঙের গামছা দিয়ে তৈরি প্রতিমা গড়ে নজির সৃষ্টি করলেন শিল্পী শ্যাম জানা ।

আরও পড়ুনঃ অমিতাভের সঙ্গে কাজেই রাতারাতি হিট! ২ ছবির পরই উধাও! কোটিপতি বাবার মেয়ের এ কীভাবে দিন কাটছে

উচ্চতায় ১৪ ফুট এবং চওড়ায় প্রায় ৯ ফুট এই কালী ঠাকুর তৈরিতে ব্যবহৃত হয়েছে লাল, নীল, সাদা, মেরুন, সবুজ থেকে শুরু করে নানা রং -এর গামছা। শুধু কালী প্রতিমাই নয় শিব থেকে শুরু করে প্রতিমার সম্পূর্ণ সজ্জায় ব্যবহৃত হয়েছে এই গামছা । এই প্রতিমাটি পাড়ি দেবে পার্শ্ববর্তী জেলায় |

শিল্পী শ্যাম জানা হাওড়ার এক বিখ্যাত নাম, গত ১২ বছর ধরে নানা জিনিস দিয়ে থিমের প্রতিমা তৈরি করে হাওড়া সহ গোটা রাজ্যবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন শিল্পী। পেশায় তিনি কারখানার শ্রমিক। ২০১২ সালে প্রথম নিজের ইচ্ছেতে নারকেলের প্রতিমা তৈরি করেন।

তারপর একের পর এক প্রতিমা কখনও সাবু, চিপস, ম্যাগির তৈরি প্রতিমা, কখনও কাঠ কয়লা, সুপারি, সন্দেশ, পাট-সহ বিভিন্ন জিনিস দিয়ে তৈরি প্রতিমা  করেছেন তিনি। সারাদিন অন্যান্য কাজে মধ্যে ব্যস্ত থাকলেও আরও নতুন কোন জিনিসে কীভাবে প্রতিমা তৈরি করা যায় তা নিয়ে অনবরত ভাবতে থাকেন শিল্পী।

দুর্গাপুজোর সময় থেকেই দুর্গাপুজোর পাশাপাশি এই কালি প্রতিমা তৈরিতে হাত লাগিয়েছেন শিল্পী শ্যাম জানা | কয়েক বছর ধরে তাঁর প্রতিমা তৈরিতে মেয়ে সাহায্য করছে |ঠাকুরের চোখ আঁকা থেকে প্রতিমা তৈরিতে বাবাকে সাহায্য করে বলে জানাল মেয়ে স্বস্তিকা জানা | প্রতিমা তৈরীতে তাঁর অভিনব চিন্তাভাবনা মানুষকে মুগ্ধ করে, আর তাতেই শিল্পীর তৃপ্তি বলেই জানালেন শ্যাম জানা |

রাকেশ মাইতি