দুর্গাপুজোর ট্রেন্ডিং জুয়েলারি 

South Dinajpur News : সোনা রুপো এখন অতীত! পুজোর দিনে পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে ট্রেন্ডিং কোন জুয়েলারি পড়বেন জানুন

দক্ষিণ দিনাজপুর : পুজোর দিনগুলিতে শাড়ি কিংবা পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে জুয়েলারি না হলে সাজগোজ একটু অসম্পূর্ণ হয়ে যায় আপামর বাঙালির কাছে। তাই সাধারণ মধ্যবিত্তদের কথা চিন্তা ভাবনা করেই পতিরাম এলাকার এক জুয়েলারি ব্যবসায়ী মৃন্ময় সাহা ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।

ন্যায্য দামে রকমারি জুয়েলারি কিনতে হলে আপনাকে আসতেই হবে পতিরামে সোমা স্টোরে। জানা গেছে, এবার পুজোয় ট্রেডিং জুয়েলারি হিসেবে তাঁর দোকানে থাকছে রকমারি সম্ভার। যার মধ্যে অন্যতম ব্ল্যাক পলিশ রেফ্লিকা, জার্মান সিলভার। যা পুজোয় সপ্তমী থেকে দশমী যেকোনও দিন পড়লেই লুক পাল্টে যাবে। দাম থাকছে সকলের সাধ্যের মধ্যেই।

আরও পড়ুন: হাজার হাজার টাকা দিয়ে কেশর কিনছেন? ঠকে যাচ্ছেন না তো? শিখুন কেশর চেনার উপায়

প্রসঙ্গত, বছরের অন্যান্য সময় এই সমস্ত অলঙ্কারের তেমন চাহিদা না থাকলেও পুজো শুরু হবার আগে থেকেই এই সমস্ত অলঙ্কারের চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। তাই রাত দিন এক করে বরাত নিতে শুরু করেছেন মৃন্ময় বাবু। সঠিক সময়ের মধ্যে ক্রেতাদের হাতেও তুলে দিচ্ছেন।

আরও পড়ুন: প্রেশার কুকারে ডাল সেদ্ধ করলেই গলগল করে বেরিয়ে যাচ্ছে? ৪টে ঘরোয়া পদ্ধতিতেই কামাল

বর্তমানে ব্ল্যাক পলিস, জার্মান সিলভার, রেফ্লিকা দিন দিন এই সমস্ত জুয়েলারির চাহিদা বেড়ে যাওয়ার ফলে যোগান দিতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে। সেই কারণে মৃন্ময় বাবুর বরাত পাওয়া অলংকার গুলো সঠিক সময়ে দেবার জন্য ইতিমধ্যেই হোম ডেলিভারির সুবিধা রেখেছেন।

শহরজুড়ে একাধিক বিভিন্ন ধরনের অত্যাধুনিক মানের অলংকারের দোকান থাকলেও দুর্গাপুজোতে এই ধরণের অলংকারের এর চাহিদা কেন বাড়লো এই বিষয়ে শহরের একাধিক মহিলারা জানান, ‘‘প্রতি বছরই দোকান থেকে নানা রকমারি ধরনের অলঙ্কারের পাশাপাশি সোনা রুপো পড়ে এই পুজোর পাঁচটি দিন কাটাই। সারাবছর ভারী ভারী গয়না পড়লেও পুজোর সময় পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সমস্ত হালকা ওজনের গয়না পরতেই ভাল লাগে।’’

যার মধ্যে ফুটে উঠছে বিভিন্ন দেবদেবীর মুখ থেকে বিভিন্ন রঙের পাথরের কাজ। যা যে কোনো পোশাকের সঙ্গে মানানসই।

তবে শুধুমাত্র দোকানে নয়, অনলাইন প্ল্যাটফর্মকে বেছে নিয়ে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিপণনের ব্যবস্থাও করেন মৃন্ময় বাবু। আর তাতেই চমক দিচ্ছেন তিনি।

নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে যেন সোনায় সোহাগা। যা এবছর বেশ নজর কাড়ছে নেটিজেনদের কাছে। গুণগত মানের উপর নির্ভর করে রকমারি দামের বিভিন্ন ডিজাইনের জুয়েলারি অনলাইনের মাধ্যমে কিনে স্বাচ্ছন্দ্যবোধ করছেন ক্রেতারা।

সুস্মিতা গোস্বামী