Weakest Currency: চলতি বছর বিশ্বের সবথেকে দুর্বল মুদ্রা কোনটি? একনজরে দেখে নিন সেই তালিকা

নয়াদিল্লি:  বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে মুদ্রার মূল্য বিভিন্ন বিষয়ের কারণে ওঠা-নামা করে। এর মধ্যে অন্যতম হল অর্থনৈতিক অস্থিতিশীলতা, মুদ্রাস্ফীতির হার এবং রাজনৈতিক পরিস্থিতি।

এমতাবস্থায় যদি ২০২৪ সালের দিকে তাকানো যায়, তাহলে বেশ কিছু মুদ্রার মূল্যের পতন হয়েছে তাৎপর্যপূর্ণ ভাবে। যার জেরে সেই মুদ্রাগুলি বিশ্বের মধ্যে সবথেকে দুর্বল হয়ে গিয়েছে। তাহলে দেখে নেওয়া যাক, ২০২৪ সালের নিরিখে বিশ্বের সবথেকে দুর্বলতম মুদ্রার বিষয়ে।

আরও পড়ুন: মাত্র ১০ হাজার টাকা খরচ করেই লক্ষাধিক টাকার লাভ, এই সামান্য জিনিস থেকে আপনিও হতে পারেন মালামাল

দুর্বলতম মুদ্রার অর্থ কী?
দুর্বলতম মুদ্রা বলতে একটি জাতীয় মুদ্রাকে বোঝানো হয়। যে মুদ্রার মূল্য বিশ্ববাজারের অন্যান্য মুদ্রার তুলনায় অনেকটাই কম। অনেক সময় উচ্চ মুদ্রাস্ফীতি, আর্থিক অস্থিতিশীলতা, রাজনৈতিক অস্থিরতা এবং দুর্বল অর্থনৈতিক নীতির মতো কিছু বিষয়ের জেরে এই দুর্বল অবস্থা হতে পারে। দুর্বল মুদ্রার অর্থ হল আন্তর্জাতিক ভাবে এর ক্রয় ক্ষমতা কমে যাওয়া। ফলে আমদানি হয় মূল্যবান এবং মুদ্রার আকর্ষণীয়তাও বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কমে যায়।

২০২৪ সালে বিশ্বের সবথেকে দুর্বল মুদ্রা:
২০২৪ সালে বিশ্বের সবথেকে দুর্বল মুদ্রা হল ইরানিয়ান রিয়াল। ভারতীয় ১ রুপির সমান হল ৫০৬.৭৬ আইআরআর। মূলত চলমান রাজনৈতিক অস্থিরতা এবং ইরান-ইরাক যুদ্ধের মতো অতীতের অশান্তি-উত্তেজনাই প্রাথমিক ভাবে এই অবক্ষয়ের জন্য দায়ী। শুধু তা-ই নয়, ওই দেশের নিউক্লিয়ার প্রোগ্রামও যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে। এই সমস্ত কিছু মিলে তাৎপর্যপূর্ণ ভাবে রিয়ালের মূল্য কমেছে। যার ফলে সারা বিশ্বে সবথেকে সস্তা হয়ে গিয়েছে এই মুদ্রা।

আরও পড়ুন: গয়না কেনার আজই সেরা সুযোগ ? কত টাকায় বিক্রি হচ্ছে ১০ গ্রাম সোনা

২০২৪ সালে বিশ্বের সবথেকে দুর্বল মুদ্রার তালিকা:
ইরানিয়ান রিয়াল (আইআরআর): ১ ভারতীয় রুপিতে ৫০৬.৭৬ আইআরআর এবং ১ মার্কিন ডলারে ৪২০৩৭.৫০ আইআরআর
ভিয়েতনামীজ ডং (ভিএনডি): ১ ভারতীয় রুপিতে ২৯৫.৭৭ ভিএনডি এবং ১ মার্কিন ডলারে ২৪৫৩৫.০০ ভিএনডি

লোয়া/ লাওশিয়ান কিপ (এলএকে): ১ ভারতীয় রুপিতে ২৫১.২২ এলএকে এবং ১ মার্কিন ডলারে ২০৮৩৯.৫২ এলএকে
সিয়েরা লিওনিয়ান লিওন (এসএলএল): ১ ভারতীয় রুপিতে ২৩৮.০৯ এসএলএল এবং ১ মার্কিন ডলারে ১৯৭৫০ এসএলএল
ইন্দোনেশিয়ান রুপিয়াহ (আইডিআর): ১ ভারতীয় রুপিতে ১৮৮.৪৮ আইডিআর এবং ১ মার্কিন ডলারে ১৫৬৩৫ আইডিআর

উজবেকিস্তান সম (ইউজেডএস): ১ ভারতীয় রুপিতে ১৫০.৩৭ ইউজেডএস এবং ১ মার্কিন ডলারে ১২৪৭৩.৯৯ ইউজেডএস
গিনিয়ান ফ্রাঙ্ক (জিএনএফ): ১ ভারতীয় রুপিতে ১০৩.৪৯ জিএনএফ এবং ১ মার্কিন ডলারে ৮৫৮৪.৭৫ জিএনএফ
প্যারাগুয়ান গুয়ারানি (পিওয়াইজি): ১ ভারতীয় রুপিতে ৮৭.৯২ পিওয়াইজি এবং ১ মার্কিন ডলারে ৭২৯৩.৬৮ পিওয়াইজি
উগান্ডান শিলিং (ইউএসএইচ): ১ ভারতীয় রুপিতে ৪৬.৭৫ ইউএসএইচ এবং ১ মার্কিন ডলারে ৩৮৭৮.০৫ ইউএসএইচ
ইরাকি দিনার (আইকিউডি): ১ ভারতীয় রুপিতে ১৫.৭৭ আইকিউডি এবং ১ মার্কিন ডলারে ১৩০৮.৩৫ আইকিউডি