পরিত্যক্ত দোতলা বাড়ি যা ভেঙে পড়ে

Cyclone Remal Update: ঘূর্ণিঝড় রিমলের ভয়ঙ্কর তাণ্ডব! ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, গুরুতর আহত এক মহিলা

হুগলি: ঘূর্ণিঝড় রিমলের দাপট শুরু হয়েছে রবিবার রাত সাড়ে ১১ টা থেকে। হুগলি জেলায় ঝোড়ো হাওয়ার কারণে একাধিক জায়গায় দেখা দিয়েছে বিপর্যয়। গতকালের রাত তিনটে নাগাদ ঝড়ের মধ্যে ভেঙে পড়ে পরিতক্ত বাড়ির এক বড় অংশ। ঘটনায় গুরুতর আহত হন এক মহিলা। ঘটনাটি ঘটেছে হুগলির ভদ্রেশ্বর তেলিনিপাড়া এলাকায়।

আহত পরিবার প্রশাসনের কাছে দাবি জানাচ্ছে ক্ষতিপূরণের জন্য। ভদ্রেশ্বর তেলিনিপাড়ার বাবুরবাজারে ৭ নং ফেরিঘাট ষ্ট্রীটের পরিবার নিয়ে বসবাস করেন তরুন পাড়ুই। তাদের বাড়ির পাশেই ছিল এক পুরাতন পরিত্যক্ত বাড়ি। গতকাল রাত্রে ওই পরিতক্ত বাড়ির দোতলা বাড়ির একাংশ হুড়মুড়িয়ে এসে ভেঙে পড়ে । সেই সময় পাশের বাড়িতেই ছিলেন তরুণের পরিবার।

আরও পড়ুন-    চরম আর্থিক অনটন! দিনে মাত্র ৫০ টাকা আয়, খরচ বাঁচাতে যা করতেন নায়িকা…! বিখ্যাত পরিচালকের মেয়ের রোজগার শুনলে আঁতকে উঠবেন

বাড়ির একাংশ ভেঙে পড়ে তরুণের বাড়িতে। ইটের টুকরো ছিটকে এসে ঘটনায় আহত হয় তরুণের স্ত্রী শুকতারা পারুই। সংঙ্গাহীন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। বাড়ির নিচে থাকা তিনটি সাইকেল, ও একটি বাইক দেওয়াল চাপা পড়ে যায়। পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকে। তরুণের বাড়িতে ফাটল দেখা দিয়েছে । যদিও পরিত্যক্ত বাড়িটি বেশ পুরনো। খবর পেয়ে আজ সকালে যায় ভদ্রেশ্বর পুরসভার কর্মীরা , তারা গিয়ে উদ্ধার কাজে হাত লাগায়।

আরও পড়ুন-  শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে সাইক্লোন রিমল! ভয়ঙ্কর দুর্যোগের আশঙ্কা বাড়ছে দক্ষিণবঙ্গে, উত্তরেও কি চলবে তাণ্ডব? আবহাওয়ার বিরাট আপডেট

তরুণ পাড়ুই জানান, গতকাল রাতে বাড়িতে ঘুমোচ্ছিলাম সে সময় হঠাৎ একটি বিকট শব্দ শুনে দেখি পাশের বাড়ির একাংশ ভেঙে আমাদের বাড়ির উপর পড়ে। একাধিকবার তাদের জানিও কোনওরকম ব্যবস্থা করেনি। আমার নিজের ঘরেও ফাটল ধরেছে। স্ত্রীর মাথায় আঘাত লেগেছে ।আমার ক্ষতিপূরণের ব্যবস্থা করুন।

রাহী হালদার