সাগর দত্তে বড় ঘটনা

Doctor: ১৫ জন জুনিয়র চিকিৎসক-ছাত্র সাসপেন্ড! বড় পদক্ষেপ সাগর দত্ত হাসপাতাল কর্তৃপক্ষের

সুবীর দে,কামারহাটি: সাগরদত্ত মেডিক্যাল কলেজে ভাঙচুরের ঘটনায় ১৫ জন জুনিয়র চিকিৎসক ও ছাত্রকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করল হাসপাতাল কর্তৃপক্ষ।

গত ৫ সেপ্টেম্বর সাগর দত্ত হাসপাতালে কাউন্সিলিং মিটিং চলাকালীন সেখানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগের আঙুল ওঠে ‘উত্তরবঙ্গ লবির’ জুনিয়র চিকিৎসকদের দিকে। এবার সাগর দত্ত মেডিক্যাল কলেজে ভাঙচুরের ঘটনায় বড়সড় সিদ্ধান্ত নিল হাসপাতাল কর্তৃপক্ষ। জুনিয়র চিকিৎসক ও ছাত্র সহ মোট ১৫ জনকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করল সাগর দত্ত হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: আরজি করের ঘটনার দিন কাকভোরে ড্রাইভারকে ফোন সন্দীপের! তারপর কী ঘটে? মোড় ঘুরিয়ে দেওয়া তথ্য CBI-এর হাতে

যতদিন না পর্যন্ত বিভাগীয় তদন্ত শেষ হবে, ততদিন এই ছাত্ররা সাসপেন্ড থাকবে। নিউজ ১৮ বাংলা-কে ফোনে এমনটাই জানালেন হাসপাতালের প্রিন্সিপাল পার্থপ্রতিম প্রধান। সাসপেন্ড হওয়া বিরুপাক্ষ ঘনিষ্ঠ চিকিৎসক নেতা সৌমিত্র প্রামাণিক বলেন, ”ঘটনার সময় আমরা সেখানে ছিলাম না। হাসপাতাল কর্তৃপক্ষ সাসপেন্ড করেছে। আমরা তদন্তের দিকে তাকিয়ে আছি।” পাশাপাশি অভিযোগকারী চিকিৎসকেরা বলেন, হাসপাতাল কতৃপক্ষের এই সিদ্ধান্ত তাদের নৈতিক জয়।