Love you Zindagi: হাল ছেড়ো না, জীবনকে ভালোবাসো…, হাসপাতালে ভর্তি করোনা রোগীর বার্তা, ভিডিও ভাইরাল

নয়াদিল্লি: করোনায় বিপর্যস্ত দেশ ৷ দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ অক্সিজেন সমস্যা, হাসপাতালে বেডের অভাব ৷ নানা সমস্যায় জর্জরিত করোনা রোগী এবং তাদের পরিবাররা ৷ রাজধানী দিল্লির অবস্থা আরও শোচনীয় ৷ তীব্র অক্সিজেন সঙ্কট আর উঁচু পাঁচিল তোলা শ্মশানে দাউ-দাউ গণচিতার এ শহরেরই ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি ৷ তবে এর মধ্যেও একটা দারুণ ছবি দেখা গিয়েছে দিল্লির এক হাসপাতালে ৷ যা দেখে নতুন করে বাঁচার স্বপ্ন দেখা যেতেই পারে ৷

করোনায় আক্রান্ত এই ৩০ বছরের তরুণী হাসপাতালে প্রথমে আইসিইউ-র বেড পাননি ৷ এরপর তাঁর জন্য অন্য ব্যবস্থা করা হয় ৷ গত ১০ দিন ধরে চিকিৎসা চলছে ৷ রেমডেসিভির, প্লাজমাথেরাপি সবই দেওয়া হয়েছে তাঁকে ৷ শনিবার নিজের ফোন-ক্যামেরায় তোলা এই ভিডিও ট্যুইটারে আপলোড করেন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাঃ মণিকা লঙ্ঘে। সঙ্গে ক্যাপশন- ‘মেয়েটা আজ গান শুনতে চাইছিল। অনুমতি দিলাম। ও-ই শেখাল- হাল ছেড়ো না’। শাহরুখ খানের ডিয়ার জিন্দেগি ছবির ‘লাভ ইউ জিন্দেগি’ গানটি চালিয়ে ৩০ বছরের ওই তরুণীর বার্তা- কখনও হাল ছেড়োনা বন্ধু… ৷ হতাশা পেরিয়ে জীবনকে ভালোবাসো ৷