জল কাদায় পূর্ণ ডোডেয়ার হাট

Cooch Behar News: উন্নয়নের টাকার কী হল কেউ জানেনা! জল কাদায় ধুঁকছে প্রাচীন ডোডেয়ার হাট

কোচবিহার: একটা সময় রাজ আমলে জেলার বেশকিছু এলাকায় বড় হাট বসত। আজও সেই এলাকাগুলিতে হাট বসে সপ্তাহের দুইদিন। ব্যবসায়ীরা নিজেদের ব্যবসার পসরা সাজিয়ে বসে হাটের দিন গুলিতে। জেলা শহর কোচবিহারের এমনই একটি প্রাচীন হাটের নাম ডোডেয়ার হাট। রাজ আমলের প্রাচীন হাট হলেও দীর্ঘ সময় ধরে এই হাটের অবস্থা একেবারেই জরাজীর্ণ।

তবে একটা সময় উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের আর্থিক সহায়তায় হাটের সংস্কারের কাজ শুরু করা হয়েছিল। তারপর অতিক্রম হয়ে গিয়েছে সাতটা বছর। উন্নয়ন তহবিলের টাকায় কিছু কাজ হয়েছে। তবে বেশিরভাগ টাকা তছরুপ করা হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। ব্যবসায়ী অঙ্কুর দাস জানান,”হাটের এই সমস্যা বর্তমানে অনেকটাই তীব্র হয়ে উঠেছে। বহুবার ব্যবসায়ীদের ও ক্রেতাদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। তবে আখেরে কোন‌ও লাভ হয়নি।”

আরও পড়ুন:ফুটফুটে হবে আপনার মুখ! ত্বকের পরিচর্যায় ব্যবহার করুন লাল এই গুঁড়ো, স্কিনে ম্যাজিক হবে

হাটে আসা এক প্রবীণ ক্রেতা জগদীশ বর্মন জানান,”নানা সমস্যার কারণে হাটে ক্রেতার অনেক কমে গিয়েছে। দ্রুত সমস্যা সমাধান না করলে আগামী দিনে ক্রেতারা হয়তো আর হাটে আসতে চাইবেন না।” বর্তমানে ব্যাপক ভোগান্তির পরেও সপ্তাহে দু’দিন হাট বসেছে এখানে। সকলে বর্তমানে দ্রুত এই রাজ আমলের পুরনো হাটের সংস্কার চান।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Sarthak Pandit