শহরের কোলাহল ছেড়ে শান্তিনিকেতনে এসে থাকুন এই জায়গায়

Dol Utsav Cheap Holiday Destination: খুবই কম খরচে দোল উৎসবে শান্তিনিকেতনে বেড়িয়ে আসুন, মনের শান্তি পাবেন

বীরভূম: আর হাতে গোনা মাত্র কয়েক দিনের অপেক্ষা।আর এর পরেই লাল মাটির শহর বোলপুর শান্তিনিকেতনে কবিগুরুর মাটিতে দোল উৎসব আয়োজিত হবে সাড়ম্বরে। প্রত্যেক বছর এই দোল উৎসব উপলক্ষ্যে দেশ-বিদেশ থেকে হাজার হাজার পর্যটকের ভিড় জমে শান্তিনিকেতনে। মূলত জানুয়ারি মাসের প্রথম দিক থেকেই প্রত্যেকটা হোটেল বুকিং হয়ে যায়। তবে বোলপুর এসে বিভিন্ন হোটেলে তো থেকেছেন তবে আজকের ঠিকানা একদম অন্যরকম, হোটেল নয় বরং রিসোর্টের।

কর্মব্যস্ত জীবন থেকে আর শহরের কোলাহল থেকে মানসিক শান্তির জন্য মানুষ ছুটে আসে বিভিন্ন পর্যটক কেন্দ্রে। হাতে এক থেকে দু’দিনের ছুটি পেলেই কেউ ছুটে যায় দিঘা,কেউ পুরী,আবার অনেকেই চলে আসেন কবিগুরুর লাল মাটির শহর বোলপুর শান্তিনিকেতন ঘুরতে। তবে শান্তিনিকেতন ঘুরতে এসে কি সমস্ত হোটেলে সেই নিরিবিলি পরিবেশ পাবেন? তা কিন্তু একেবারেই নয়। তবে একদম নিরিবিলি এবং শান্ত পরিবেশে থাকার জন্য সঠিক ঠিকানাও রয়েছে।

আরও পড়ুনIVF in Pregnancy: গর্ভধারণে কতটা সঠিকভাবে আইভিএফ কার্যকর? বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত জানুন

বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নেমে টোটো অথবা অটো করে মাত্র কয়েক মিনিটের দূরত্বে অবস্থিত পঞ্চাবোন আর্ট রিসোর্ট। চারিদিকে সুন্দর সবুজ গাছে ঘেরা এই রিসোর্ট শান্তিনিকেতন ভ্রমণের পাশাপাশি হয়ে উঠবে আপনার কাছে সেরা রিসোর্ট ডেস্টিনেশন। বিভিন্ন ধরনের ফলের গাছ থেকে শুরু করে ফুলের গাছ,পাখিদের কোলাহল, ফুলের মধুর গন্ধ মুগ্ধ করবে আপনাকে। এই রিসোর্টে প্রবেশ করার পরেই আপনার মন বলে উঠবে শহরের কোলাহল ছেড়ে কোনও যেন এক গ্রাম্য পরিবেশে শান্ত নিরিবিলি জায়গায় প্রবেশ করেছেন আপনি। রিসোর্টে প্রবেশ করার পরেই পুরো একটি মাস থেকে শুরু করে পুরো একটি বছরের অক্লান্ত পরিশ্রম নিমেষেই মন থেকে দূর হয়ে যাবে এটা বলা যেতেই পারে।

রিসোর্ট ম্যানেজার লিপি আমাদের জানান “৩ হাজার থেকে এই রিসোর্টের ভাড়া রয়েছে।একটি রুমের মধ্যে ২ জন খুব সুন্দর ভাবে থাকতে পারবেন।এর পাশাপাশি ৩০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত বিভিন্ন রুমের ভাড়া রয়েছে। এখানে রয়েছে মোট ২০ টি রুম। তার মধ্যে বেশ কয়েকটি রুম ইতিমধ্যেই বুকিং হয়ে গেছে আর যদি আপনি দোল উৎসবে আসতে চান তাহলে অগ্রিম বুকিং করুন। তবে কীভাবে করবেন বুকিং প্রশ্ন মনে জাগতেই পারে।এই হোটেল বুকিং করতে গেলে Make My Trip থেকে হোটেল বুকিং করতে পারবেন। এছাড়াও হোটেল বুকিং এর জন্য তাদের একটি নিজস্ব নম্বর রয়েছে সেটি হল ৯৫৯৩০০০১২৩ ।

আরও পড়ুন Parenting Tips: বাচ্চা কোলে নিলেই চুপ, নামিয়ে দিলেই শুরু কান্না! সন্তানের মন বুঝুন বাবা-মায়েরা

হোটেল ম্যানেজারআরও জানান প্রত্যেক শনিবার কলকাতা থেকে একটি বিশেষ দল এসে এই রিসোর্টে বিভিন্ন নাটক করে থাকেন রিসোর্টে আগত পর্যটকদের মনোরঞ্জনের জন্য। আর তাছাড়াও দোল উৎসবে এই রিসোর্টে এলে রিসোর্টে আগত পর্যটকদের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তারা এসে এই অনুষ্ঠানের আনন্দ উপভোগ করতে পারবেন।

সৌভিক রায়