ট্রাম্পকে হত্যার চেষ্টা! সন্দেহভাজনকে গ্রেফতারির মুহূর্তের বডিক্যাম ভিডিও প্রকাশ, দেখুন বিস্তারিত

Donald Trump Assassination Attempt: ট্রাম্পকে হত্যার চেষ্টা! সন্দেহভাজনকে গ্রেফতারির মুহূর্তের বডিক্যাম ভিডিও প্রকাশ, দেখুন বিস্তারিত

ওয়াশিংটন ডিসি: ডোনাল্ড ট্রাম্পকে খুনের চেষ্টায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ। গ্রেফতারির মুহূর্ত ধরা পড়েছে মার্কিন সিকিউরিটি অফিসিয়ালের বডিক্যামে। সোমবার বিকালে সেই ভিডিও তুলে দেওয়া হল সংবাদমাধ্যমের হাতে।

মার্টিন কাউন্টি শেরিফ উইল স্নাইডার জানিয়েছেন, রবিবার ৫৮ বছর বয়সী রায়ান রাউথকে গ্রেফতার করা হয়। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, প্রথমে রায়ানের গাড়ি ঘিরে ফেলে মার্কিন সিকিউরিটি অফিসাররা। সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করেন রাউথ। তাঁকে মাথার পিছনে হাত রেখে গাড়ি থেকে বেরিয়ে আসার নির্দেশ দেওয়া হয়। এমনটাই জানিয়েছে ফক্স নিউজ।

আরও পড়ুন- ‘১৮ থেকে ২৩…ওরা তো আবেগপ্রবণ, ওদের রক্ষা করা আমাদের কর্তব্য’ রাজ্যকে পরামর্শ বিচারপতির

ওয়েস্ট পাম বিচের ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে এসকেএস স্টাইলের রাইফেল নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতিকে খুনের উদ্দেশ্যে প্রায় ১২ ঘণ্টা অপেক্ষা করার অভিযোগ রয়েছে রাউথের বিরুদ্ধে। রবিবার ওই ক্লাবেই গলফ খেলতে যান ট্রাম্প। বেড়ার ফাঁক দিয়ে রাইফেল বেরিয়ে থাকতে দেখে গুলি চালান সিক্রেট সার্ভিসের এজেন্টরা। তখনই ঘটনাস্থল থেকে পালান রাউথ।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী রাউথের গাড়ির ছবি দেখান সিকিউরিটি অফিসারদের। তা দেখেই পিছু নেন তাঁরা। শেরিফ স্নাইডার জানিয়েছেন, রাউথের গাড়ির পিছু নিয়ে প্রায় দুই মাইল যান সিকিউরিটি অফিসাররা। তারপর অভিযুক্তের গাড়ি ঘিরে ফেলা সম্ভব হয়। স্নাইডারের কথায়, “খুব স্মার্ট। ট্র্যাফিকের সঙ্গে গাড়ি চালাচ্ছিলেন।’’

আরও পড়ুন- ‘আপনার শুনানির দিকে তাকিয়ে দেশ! এখানে কী করছেন?’ চন্দ্রচূড়কে অনুষ্ঠানে দেখে চমকালেন ঊষা

গ্রেফতারি এড়াতেই রাউথ এভাবে গাড়ি চালাচ্ছিলেন বলে ইঙ্গিত দেন শেরিফ। পরে গলফ ক্লাবের বেড়ার পাশ থেকে একটি গুলি ভরা এসকেএস স্টাইলের রাইফেল, ডিজিটাল ক্যামেরা এবং খাবারের ব্যাগ উদ্ধার করে পুলিশ।

সোমবার ওয়েস্ট পাম বিচের ফেডারেল আদালতে তোলা হয় রায়ান রাউথকে। তাঁর বিরুদ্ধে সিরিয়াল নম্বর হীন আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। কিন্তু ট্রাম্পকে খুনের চেষ্টার অভিযোগ এ থেকে স্পষ্ট হয়নি। রাউথের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘেঁটে দেখা যাচ্ছে, তিনি ২০১৬ সালে রিপাবলিকান পার্টিকেই ভোট দিয়েছিলেন। তবে পরে ট্রাম্পের সমালোচনা শুরু করেন। যাইহোক, আপাতত অভিযুক্তকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি অতিরিক্ত চার্জও যোগ করা হচ্ছে। প্রাথমিক অভিযোগগুলির তদন্ত শুরু করেছে পুলিশ।