হনুমানের তান্ডব 

Murshidabad News: ভগবানগোলায় হনুমানের তান্ডব! আহত ২০জনের বেশি

মুর্শিদাবাদ:  হনুমানের তাণ্ডবে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। দিনভর দাপাদাপিতে তুমুল আতঙ্ক ছড়িয়েছে মুর্শিদাবাদের ভগবানগোলায়। মানুষকে আক্রমণের পাশাপাশি ফসলের ক্ষেত তছনছ করে বেড়াচ্ছে হনুমানের দল। চাষের জমিতে গিয়ে ফুলকপি, বাঁধাকপি নষ্ট করছে। বাদ যাচ্ছে না গৃহস্থের ছাদে রাখা ফুলের টব। হনুমানের কামড়ে আহত প্রায় কুড়িজন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার মহিষাস্থলী পালপাড়া, পুরাতনপাড়া কাশিয়াডাঙা,নতুনপাড়া কাশিয়াডাঙা সহ আরো বেশ কয়েকটি গ্রামে।

জানা যায়, বেশ কয়েকদিন থেকেই একটি পাগলা হনুমান বিভিন্ন গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে। হঠাৎই এসে মানুষকে আক্রমণ করছে। যে কোনও মানুষকে দেখলেই গাছ থেকে নেমে তাড়া করছে। এর ফলে ভীষণভাবে আতঙ্কিত হয়ে পরেছে গ্রামবাসীরা। গ্রামের শিশু, বৃদ্ধ সহ বেশ কয়েকজনকে কামড়ে দিয়েছে ওই হনুমানটি।

হনুমানের তান্ডবে আহতদের প্রথমে কানাপুকুর হাসপাতালে নিয়ে আসা হলেও এদের মধ্যে অনেককে লালবাগ মহকুমা হাসপাতাল ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ইতিমধ্যে বন দফতরকে খবর দেওয়া হয়েছে। যদিও এখনও তারা ওই হনুমানটিকে ধরতে পারে নি।

আরও পড়ুনঃ India vs Bangladesh: সমস্যায় পড়বে বাংলাদেশ! নতুন ‘অস্ত্র’ তৈরি করছেন রোহিত-গম্ভীর জুটি

গ্রামের বাসিন্দারা জানান, হনুমানের আক্রমণে এ পর্যন্ত ২০ জনেরও বেশি জখম হয়েছেন। ফলে ঘর থেকে বেরোতে গিয়ে রীতিমত আতঙ্কে থাকছেন বাসিন্দারা। হনুমানের ভয়ে বিকেলে ছেলেমেয়েরা খেলতেও বেরোচ্ছে না। বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি বন দফতরে বার বার জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

কৌশিক অধিকারী