উদ্ধার হ‌ওয়া কাঠ

Jalpaiguri News: এভাবেই কি ধ্বংস হয়ে যাবে ডুয়ার্স? লক্ষ লক্ষ টাকার কাঠ উদ্ধার! ঘুম উড়েছে পরিবেশবিদদের

জলপাইগুড়ি: ডুয়ার্সে ক্রমশই কমছে গাছের সংখ্যা! কিছু বছর পর ডুয়ার্সের ঐতিহ্য নিয়ে উঠবে প্রশ্ন। কী হবে ডুয়ার্সের ভবিষ্যৎ? ভবিষ্যতে ডুয়ার্সের পর্যটনের ওপরে ধাক্কা পড়তে পারে এই গাছ না থাকার কারণে। এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। প্রতিনিয়তই ডুয়ার্সের বিভিন্ন বনবস্তি থেকে বনদফতরের কর্মীরা উদ্ধার করছে বিপুল পরিমাণ কাঠ। গাছ কাটার ফলে কমছে গাছের সংখ্যা। ফলত ক্রমে বাড়ছে তাপমাত্রা। আগামী দিনের কথা ভেবেই ঘুম উড়েছে পরিবেশপ্রেমীদের।

রাতের অন্ধকারে উত্তরের ডুয়ার্সের জঙ্গল থেকে গাছ ধ্বংস করে কাঠ পাচারের ঘটনা হামেশাই উঠে আসে সংবাদের শিরোনামে। প্রশাসনের নজরদারি চললেও কার্যত চোখে ধুলো দিয়ে যে এই বেআইনি কর্মকাণ্ড চলতেই থাকে তা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা।

আরও পড়ুন: গভীর রাতে হাতির হানা! গ্রামবাসীদের বাঁচাতে গিয়ে প্রাণ গেল ব্যক্তির, এলাকায় শোকের ছায়া

এদিন গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে জঙ্গল থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ গাছের গুঁড়ি ও লক্ষাধিক টাকার কঠ। সোমবার সকালে গোপন সূত্রের ভিত্তিতে জলপাইগুড়ি বনবিভাগের মরাঘাট রেঞ্জের খট্টিমারি ও তোতাপাড়া বিট অফিসের কর্মীরা বানারহাট ব্লকের হলদিবাড়ি চা বাগানের মসজিদ লাইন এলাকায় তল্লাশি অভিযান চালায়। অভিযানে বনকর্মীদের সঙ্গে রাজ্য পুলিশের ১০ নম্বর ব্যাটেলিয়নের পুলিশ কর্মীরাও উপস্থিত ছিলেন। অভিযান চালিয়ে এখনও পর্যন্ত ৪টি শাল কাঠের গুঁড়ি এবং ৫০ সিএফটি চোরাই করা কাঠ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, এই কাঠ ও গাছের গুঁড়ি পাচারের জন্যেই নিয়ে যাওয়ার বন্দোবস্ত করছিল অজ্ঞাত পাচারকারীর দল। কিন্তু কোনওভাবে পাচারকার্যে সফল হতে না পেরে কাঠগুলিকে ফেলে রেখেই পালিয়ে যায়। এদিন সকাল হতেই অভিযানে নেমে মূল্যবান কাঠগুলিকে নিজেদের কব্জায় আনতে সক্ষম হয় বনদফতর ও পুলিশকর্মীরা। এদিনের ঘটনায় কেউ গ্রেফতার না হলেও বনদফতর কর্তৃপক্ষ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। দ্রুত অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বনদফতর।

সুরজিৎ দে