লোকনৃত‍্য

Alipurduar News: হলং অগ্নিকাণ্ডের জেরে বন্ধ হচ্ছে ডুর্য়াসের সাফারি? ভবিষ‍্যত নিয়ে চিন্তিত একাধিক মানুষ

আলিপুরদুয়ার: বন্ধ রয়েছে জঙ্গল, তার ওপর হলং বন বাংলোর অগ্নিকান্ডের ঘটনা। বন্ধ হয়ে যেতে পারে হলং এলাকার সাফারি রুট। আর তা হলে সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবেন রাভা নৃত্য শিল্পীরা।

আরও পড়ুনঃ সুখবর! টাকা বাড়ল ভিলেজ পুলিশদের! কারা পাবেন কত বেশি? বিজ্ঞপ্তি জারি রাজ‍্য সরকারের

গত ১৫ জুন বন্ধ হয়েছে ডুয়ার্সের জঙ্গল। তবে জঙ্গল বন্ধের মুখে পর্যটকদের দেখা মিলছিল না জলদাপাড়া জঙ্গল ঘেরা আলিপুরদুয়ারের কোদালবস্তি, চিলাপাতা সহ অন্যান্য পর্যটন কেন্দ্রে। যদিও বর্তমানে জঙ্গল সংলগ্ন রাস্তার ধারে বন্য প্রাণী দেখতে ভিড় জমান পর্যটকরা।

হলং রুট বন্ধের চিন্তার ভাঁজ লোকশিল্পীদের কপালেও। আলিপুরদুয়ারের জলদাপাড়া জঙ্গলে সাফারির পর পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্র বিন্দু রাভা, মেচ, আদিবাসী সম্প্রদায়ের মানুষদের লোকনৃত্য ও লোক সংগীত।এই নৃত্যের আয়োজন হয় হলং সেন্ট্রাল পিলখানা এলাকায়।এই রুট বন্ধ হলে পেটে টান পড়বে রাভা নৃত্য শিল্পীদের।

লোকশিল্পীদের অভিযোগ, “পর্যটকদের ওপরই নির্ভর আমরা।পর্যটকেরা এলে আমাদের আয় হয়। সেটাই আমাদের রোজগারের মূল উৎস।সাফারি রুট বন্ধ থাকলে আমরা শেষ হয়ে যাব।” ২০১৬ সাল থেকে নৃত্য করছেন তাঁরা। নেই কোনও সরকারি ভাতা। সরকারি ভাতার জন্য ফের আবেদন করবেন তাঁরা।
Annanya Dey