স্কুল

Alipurduar News: টানা বর্ষণে ফুলে ফেঁপে উঠেছে নদী! স্কুলে ‌যেতে পারেনা শিক্ষক থেকে পড়ুয়ারা! বন্ধ পড়াশুনা

আলিপুরদুয়ার: গেন্দ্রাপাড়া চা বাগান আলিপুরদুয়ার জেলার একটি প্রত‍্যন্ত এলাকা। প্রাথমিক শিক্ষা লাভের জন‍্য একটি স্কুল রয়েছে। কিন্তু বর্ষাকালে সেটিও বন্ধ। এটি এমন একটি চা বাগান এলাকা যেখানে শিশুরা ভবিষ্যতে তাদের প্রাথমিক শিক্ষা লাভ করতে পারবে কি না সেই বিষয়ে দেখা যাচ্ছে সন্দেহ। প্রাথমিক শিক্ষা লাভের পর উচ্চ শিক্ষা নিতে হলে বীরপাড়া যেতে হয় পড়ুয়াদের।

কিন্তু বর্ষাকালে বাধা হয়ে দাঁড়ায় এই নদী। এক পড়ুয়ার থেকে জানা যায়,বর্ষাকালে নদী পেড়িয়ে স্কুল যেতে না পারায় অনেক বকাঝকা সহ‍্য করতে হয় তাদের। বর্ষাকালে এই এলাকার নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে। যা ক্ষতিগ্রস্ত করছে গেন্দ্রাপাড়া ইস্ট লাইন প্রাথমিক বিদ‍্যালয়টিকে। নদীর ওপারে রয়েছে বসতি। নদী পার না করতে পারায় শিশুরা স্কুল যেতে পারে না। তারা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

আরও পড়ুন:প্রাচীন পন্থায় মৌমাছি প্রতিপালন, লাভের অঙ্ক বিরাট

স্কুলের তরফে এবিষয়ে জানা যায়,এই স্কুলে বীরপাড়া শহর থেকে শিক্ষকতা করতে আসেন শিক্ষক-শিক্ষিকারা তারাও এই নদীর জল পেড়িয়ে আসতে পারেন না যার ফলে স্কুল বন্ধ রাখতে হয়।ব র্তমানে দেখা যাচ্ছে নদীর জল বৃদ্ধির কারণে স্কুলের জমি ক্ষয় হচ্ছে। এরকম চলতে থাকলে স্কুলটি একসময় ভেসে যাবে। এই বিষয়টি নিয়ে জেলা শিক্ষা দফতরে অভিযোগ জানানো হয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Annanya Dey