দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্র 

East Medinipur News: নিম্নচাপের কারণে অনুকূল পরিবেশ আশায় বুক বাঁধল মৎস্যজীবীরা 

দিঘা: নিম্নচাপের কারণে অনুকূল পরিবেশ আবারও আশায় বুক বাঁধল মৎস্যজীবীরা। পূর্ব মেদিনীপুর জেলার দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্র শুধু রাজ্যের না, পূর্ব ভারতের বৃহত্তম সামুদ্রিক মাছ উৎপাদনের কেন্দ্র। প্রতিবছর মাছ ধরার মরশুমে টন টন ইলিশ সহ নানান ধরনের সামুদ্রিক মাছ উৎপাদন হয়। কিন্তু বিগত কয়েক বছর সেই চিত্রটা আমূল বদলে গিয়েছে। বিগত কয়েক বছর জলের রূপালি শস্য ইলিশের দেখা নেই। এর পাশাপাশি শেষ মাছ ধরার মরশুম থেকে জোগান কমেছে অন্যান্য সামুদ্রিক মাছের। ফলে মৎস্যজীবীদের মাথায় হাত!

নিম্নচাপের ঝিরঝির বৃষ্টি ও পূবালী হাওয়ায় সমুদ্রে মাছ ধরার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। চলতি বছর বৃষ্টির দেখা নেই, অনুকূল পরিবেশের অভাব! ফলে মাছ ধরার মরশুমে ক্ষতির মুখদেখতে হচ্ছে ট্রলার মালিকদের। বিগত কয়েক বছর ইলিশের উৎপাদন অনেকটাই কমে গিয়েছে দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে। ইলিশ না উঠে আসায় ট্রলার মালিক থেকে মৎস্যজীবীদের বছরের পর বছর ক্ষতির মুখ দেখতে হচ্ছে।

আরও পড়ুন : ভরা বর্ষাতেও বাজারে কেন নেই সুস্বাদু ইলিশ? কারণ জানলে চমকে যাবেন ভোজনরসিকরা

চলতি বছর মৎস্যজীবীরা আশা করেছিলেন এ বছর ভালো পরিমান ইলিশ উঠে আসবে। শুধু ইলিশ নয় ইলিশের পাশাপাশি অন্যান্য সামুদ্রিক মাছ উঠে আসবে। কিন্তু মাছ ধরার মরশুম শুরু হওয়ার দু’মাস পরেও ইলিশের দেখা নেই। দিঘার মোহনা মৎস নিলাম কেন্দ্রের মৎস্যজীবীরা জানান। আগস্ট মাসের যেখানে প্রতিদিন প্রায় ৭ থেকে ১০ টন ইলিশ মাছ উঠে আসার কথা, সেখানে মেরে কেটে কয়েক কুইন্টাল ইলিশের দেখা মিলছে। প্রচুর পরিমাণ ইলিশের ঘাটতি দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে। শুধুই ইলিশ না ইলিশের পাশাপাশি পমফ্রেট, চিংড়ি, ভোলা সহ অন্যান্য ধরনের সামুদ্রিক মাছের যোগান চলতি বছর অনেকটাই কম।

আরও পড়ুন : আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার পথে আদিবাসী সংগঠন

বর্ষার শুরু থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি। জুন, জুলাই মাস পেরিয়ে আগস্ট মাসেও দক্ষিণবঙ্গ জুড়ে সেভাবে বৃষ্টির প্রভাব দেখা যায়নি। অবশেষে দক্ষিণবঙ্গ জুড়ে নিম্নচাপের প্রভাব পড়েছে। আর তাতেই আশায় বুক বেঁধেছে ট্রলার মালিক থেকে মৎস্যজীবীরা। এ বিষয়ে দিঘা মোহনা ফিশারম্যান এন্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যামসুন্দর দাস জানান, ‘মাছ ধরার মরশুম দু’মাস পেরিয়ে গেলেও ইলিশ দেখা নেই বললে চলে। এর পাশাপাশি অন্যান্য সামুদ্রিক মাছের যোগান অত্যন্ত কম। নিম্নচাপের কারণে আশা করা যায় অন্যান্য সামুদ্রিক মাছ সহ ইলিশ উঠে আসবে।’

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F 

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপ মৎস্যজীবীদের মধ্যে আশার সঞ্চার করেছে।

সৈকত শী