মা দুর্গা 

Durga Puja 2024: ‘বটল আর্ট’-এ ফুটে উঠল দেবী দুর্গার প্রতিকৃতি! তাক লাগালেন শিল্পী

বাঁকুড়া: বোতলের মধ্যে মা দুর্গার অবয়ব। বোতলটি খুব বেশি হলে সাত ইঞ্চি লম্বা। তার মুখ একটি এক টাকার কয়েনের থেকেও ছোট। সেই বোতলের ভিতরে সুন্দর করে তৈরি করা মা দুর্গার মূর্তি কী ভাবে রাখা হল? শুধু মা দুর্গাই নন, বোতলের ভিতরে রাখা হয়েছে কার্তিক-গণেশ এবং একটি শিশুকে। শিল্পী বাঁকুড়ার ইন্দ্রনীল চট্টোপাধ্যায়।

অতীতে সেই শিল্পী বোতলবন্দি করেছেন বিরাট কোহলি, শচীন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এবার বোতলের মধ্যে মা দুর্গার মূর্তি তৈরি করলেন তিনি। ‘বটল আর্ট’ এটি খুবই কঠিন শিল্প। বহু দিন যাবত চিত্রশিল্পের পাশাপাশি বোতল শিল্পে কাজ করে আসছেন বাঁকুড়ার এই শিল্পী। বোতলের ভিতরে মা দুর্গার একটি মাটির প্রতিকৃতি তৈরি করেছেন তিনি।

ছোট্ট বোতলের মুখ দিয়ে একটু একটু করে মাটি ঢুকিয়ে তৈরি করা হয় মূর্তিটি। পা থেকে মাথা পর্যন্ত মাপ বুঝে বুঝে শিল্পীকে মূর্তিটি তৈরি করতে হয়েছে ধৈর্য ধরে। শুধু মায়ের মূর্তি নয়, রয়েছেন কার্তিক-গণেশ শিশুরূপে। মায়ের কোলে রয়েছে একটি শিশু। শুধু তৈরি করাই নয়। ভিতরের মূর্তিকে শুকিয়ে সরু তুলি ঢুকিয়ে রং করতে হয়েছে। বাঁকুড়ার জুনবেদিয়ার বাসিন্দা ইন্দ্রনীল জানান, “প্রায় ২০-২৫ দিন ধরে একটু একটু করে কাজটা করছি। অনেক ক্ষণ বসে করা যায় না। চোখে কষ্ট হয়।”

আকাশে কালো মেঘ হলেও শিল্পীর মনে ফুটে উঠেছে মৌলিক চিন্তা ভাবনা। চলতি মাসেই বাঁকুড়াতে দেখা গিয়েছে আখের ছিবড়ে দিয়ে  এবং লাউ দিয়ে তৈরি করা মা দুর্গার মূর্তি।

নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়