দক্ষিণ ২৪ পরগনা: এবার কলকাতার থিমকে টেক্কা দিয়ে ফেলেছে শহরতলির একাধিক পুজো মণ্ডপ। তারই মধ্যে একটা তরুণ মহল।
দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর কামরাবাদের এ বছরের থিম এক টুকরো আফ্রিকা। উদ্বোধন করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ।
কীভাবে মাথায় এল এমন অভিনব ভাবনা? পুজা মণ্ডপের সহ-সভাপতি বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘মে মাস থেকে আমাদের ভাবনা শুরু হয়। তা যে এত সুন্দর ফুটে উঠবে আমরা কল্পনা করতে পারিনি। পূর্ব আফ্রিকায় মশাই বলে এক উপজাতি আছে। মশাই জনজাতি প্রকৃতির উপর নির্ভরশীল। প্রকৃতিকে ভালবাসে বলেই প্রকৃতি তাঁদের দু-হাত তুলে আশীর্বাদ করেন। তাই প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে তাদের এই অভিনব থিমটি তুলে ধরা হয়েছে।’
পুজোকমিটির সম্পাদক শেখর রায় বলেন, ‘সোনারপুরে বুকে এটা আমাদের ছোট্ট একটা মহড়া। আগামী দিনে আরও ভাল কিছু করব। দর্শনার্থীর উপচে পড়া ভিড় সেই সকাল থেকে। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন পুজোকমিটির উদ্যোক্তারা। সিকিউরিটি দিয়েও এত ভিড় সামলানো মুশকিল হচ্ছে। মানুষ ভালবাসছে। আগামী দিনে এক টুকরো আফ্রিকা দেখতে আপনারা আসুন।’