রানাঘাট কামালপুরের দূর্গা মন্ডপে জমায়েত একাধিক স্থানীয় ব্যক্তিদের

Durga Puja 2024: ১১০ ফুট প্রতিমার চূড়ান্ত সিদ্ধান্তের আগেই উত্তেজনা রানাঘাটে, পুলিশ-সাংসদের বাক-বিতণ্ডা

রানাঘাট: বিশ্বের সবচেয়ে উঁচু দুর্গা প্রতিমা নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার ঘোষণা হওয়ার আগেই ঘটে গেল বিপত্তি! সাংসদকে ঘিরে পুলিশ আর পুলিশকে ঘিরে মানুষ ব্যাপক উত্তেজনা কামালপুরে। নদিয়ার রানাঘাট কামালপুরে সম্প্রতি বিশ্বের সর্বাধিক উঁচু দুর্গা প্রতিমা তৈরি নিয়ে বেশ কিছুদিন যাবৎ চলছে টাল মাটাল অবস্থা। পুজো উদ্যোক্তারা আদালতের দ্বারস্থ হলেও শেষমেষ আদালত জেলা প্রশাসনের ওপরেই দায়িত্বভার দিয়েছেন। তবে, রাত পোহালেই মহালয়া, পুজোর মাত্র আর পাঁচটা দিন বাকি এখনও পুজোর অনুমতি মেলেনি, তাই হতাশায় গোটা নদিয়াবাসী।

আরও পড়ুনঃ ঠেলতে হবে না ভিড়! শ্রীভূমির মণ্ডপ কেমন সেজে উঠল? ঘরে বসেই দেখে নিন ফার্স্ট লুক

সম্প্রতি কয়েকদিন আগে স্থানীয় বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস এ বিষয়ে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলেন, তবে আগামী বৃহস্পতিবার অর্থাৎ মহালয়ার পরের দিন এই রায়ের চূড়ান্ত সিদ্ধান্তর আগে কিছুই হবে না বলে মনে করছেন উদ্যোক্তারা। আজ রানাঘাট তপশিলি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ঘটনাস্থলে পৌঁছে এলাকার মানুষদের আশ্বস্ত করেন পুজো নিশ্চিতের ব্যাপারে।

সাংসদ আসার পরেই স্থানীয় গ্রামবাসীরা ভিড় জমায় পুজো মন্ডপের ওই স্থানে। স্থানীয় কর্তব্যরত পুলিশের মাধ্যমে জেলা প্রশাসনের কাছে খবর পৌঁছায়, তাঁরা আসেন ঘটনাস্থলে এবং সাংসদের সঙ্গে স্থানীয় পুজো উদ্যোক্তারা যোগ দেওয়ার ফলে পুলিশ প্রশাসনের সঙ্গে সাংসদের বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে জেলা প্রশাসন, অন্যদিকে পুজো না হওয়ার অভিমানে থাকা এলাকাবাসীরাও ক্রমশ সঙ্ঘবদ্ধ হচ্ছে।

Mainak Debnath