২০ ইঞ্চি  সাবেকি প্রতিমা

Durga Puja 2024: মা চললেন বিদেশ! মাত্র ২০ ইঞ্চি সাবেকি প্রতিমা পাড়ি দিল আমেরিকায়

হাওড়া: মা চললেন বিদেশে! পিছিয়ে নেই জেলার শিল্পীরাও, সরস্বতীর পর দুর্গা প্রতিমা পাড়ি দিল সুদূর আমেরিকায়, বানালেন হাওড়া শিল্পী জয়ন্ত হাজরা! হৃদয়জুড়ে বাজছে মায়ের আগমনী ধ্বনি। এখন শুধু দিন গোনার পালা। হাতে আর মাত্র কটা দিন। তারপরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় মাতবে মানুষ। বাংলা ছাড়িয়ে দেশ-বিদেশে মা দুর্গার আরাধনায়। বিশ্বের প্রায় প্রতিটি কোণায় রয়েছে বাঙালি। আর বাঙালি যেখানে দুর্গাপুজো তো হবেই। আর ভিন দেশে দুর্গা প্রতিমার অধিকাংশ যায় এই পশ্চিমবঙ্গ থেকেই ।

আরও পড়ুনঃ ডায়াবেটিসে ‘মোক্ষম’ দাওয়াই! প্রেসারে ‘ম্যাজিক’! ক‍্যানসার ঘেঁষবে না! সকালে ১ গ্লাস জলে শুধু মেশান ‘এই’ ছোট্ট জিনিস

কলকাতার কুমোরটুলিতে এখন চূড়ান্ত ব্যস্ততা। কলকাতা থেকে প্রচুর দুর্গা প্রতিমা পাড়ি দেয় বিদেশে। তবে, এক্ষেত্রে পিছিয়ে নেই জেলার শিল্পীরাও । সেই তালিকায় যুক্ত হয়েছে হাওড়া জেলার প্রতিমা শিল্পীরাও। ২০ ইঞ্চি উচ্চতার এই সাবেকি দুর্গা প্রতিমাটি তৈরি করেছেন হাওড়ার শিল্পী জয়ন্ত হাজরা। তাঁর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি দিল বিদেশে। শিল্পী জানান, আমেরিকার এক দিদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করে ঠাকুরটি অর্ডার দেন |

প্রতিমা শিল্পী জয়ন্ত হাজরা জানান, মার্চ মাসের শেষের দিকে আমাকে প্রতিমার অর্ডার দেন। তিনি জানান এই প্রতিমাটির বাজেট ৫০০০ টাকা, ঠাকুরটির ওজন চালচিত্র নিয়ে সাড়ে ৩ থেকে ৪ কেজি | কাঁচের ঘরে রাখলে ঠাকুরটি অনেকদিন ভাল থাকবে বলেও জানান শিল্পী। তবে এই প্রথম নয়, এর আগেও নেদারল্যান্ড, ব্যাঙ্গালোর-সহ বিভিন্ন জায়গায় পাড়ি দিয়েছিল জয়ন্ত-র হাতের তৈরি দুর্গা প্রতিমা। শুধু দুর্গা নয়, তাঁর তৈরি সরস্বতী প্রতিমাও এর আগে বিদেশ পাড়ি দিয়েছে। এই দুর্গার সঙ্গে লক্ষ্মী ও কালীও যাচ্ছে আমেরিকা। বিদেশে প্রতিমা পাঠানোর মূল বিষয় প্রতিমা তৈরি করে অক্ষত অবস্থায় বিদেশে পাঠানো। আগামী দিনে বিদেশের পুজোগুলিতে আরও বেশি করে জেলার শিল্পীদের হাতে তৈরি ঠাকুর যাক, সেটাই আশা রাখেন শিল্পী।

রাকেশ মাইতি