খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু পুজো প্রস্তুতি।

Durga Puja 2024: দুর্গাপুরে বড় পুজোর তালিকায় চমক! কোন কোন থিমে মণ্ডপ হবে, সবটা জেনে নিন

দুর্গাপুর: দুর্গাপুরের দুর্গাপুজোয় থাকছে নতুন চমক। শহরের বড় পুজোর তালিকায় এবার উঠে আসছে নতুন নাম। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। একেবারে মার্কিন মুলুক থেকে থিম উঠে আসছে দুর্গাপুজোর মণ্ডপে। একদিকে যখন শহরের একাধিক পুজো কমিটি রাজস্থান কেন্দ্রিক বিভিন্ন থিমের লড়াইয়ে নেমেছে। তখন এই পুজো কমিটি নিয়েছে অন্য উদ্যোগ।

দুর্গাপুরের শংকরপুর সার্বজনীন পুজো কমিটি। এই বছর তারা একদম নতুন থিমের লড়াইয়ে নেমেছে। চলতি বছরে তারা দুর্গা পুজোর থিম হিসাবে বেছে নিয়েছে আমেরিকার স্বামী নারায়ণ মন্দির। পুজো মণ্ডপ এই মন্দিরের ধাঁচে তৈরি করা হবে। একই সঙ্গে প্রতিমায় থাকবে চমক। চমক থাকবে মণ্ডপের আলোকসজ্জায়। সব মিলিয়ে ২৫তম বর্ষে শংকরপুর সার্বজনীন পুজো কমিটি শহরবাসীকে তাক লাগিয়ে দিতে চাইছে।

পুজো কমিটির এক সদস্য স্বাধীন ঘোষ জানিয়েছেন, এবছর তারা দুর্গাপুরবাসীকে নতুন চমক দিতে চান। শহরবাসীর প্যান্ডেল হপিং এর তালিকায় যোগ করতে চান একটি নতুন নাম। তিনি আশা প্রকাশ করেছেন, এখানে এসে কোনও দর্শক হতাশ হবেন না শুধুমাত্র মণ্ডপ নয়, সবদিক থেকেই চমক দিতে চাইছেন তারা।

প্রসঙ্গত, দুর্গাপুরে একাধিক বিগ বাজেটের দুর্গাপুজো হয়। তবে বেশ কয়েকটি পুজো কমিটির থিমের দিকে তাকিয়ে থাকেন সকলেই। যেগুলি আট থেকে আশি, সকলের মাস্ট ভিজিটের তালিকায় থাকে শংকরপুর সার্বজনীন পুজো কমিটিও চলতি বছরে সেই তালিকায় উঠে আসতে চাইছে। এছাড়াও উদ্যোক্তারা দুর্গাপুরের পুজো কার্নিভালেও বিশাল চমক দিতে তৎপর হয়েছেন।

নয়ন ঘোষ