Tag Archives: paschim bardhaman news

Paschim Bardhaman News: তীব্র গরমে এ কী কাণ্ড যুবকের! পিচের রাস্তায় ডিম ঢেলে অমলেট, শেষমেশ তৈরি হল কি

দুর্গাপুর: তীব্র গরমে কাহিল হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দক্ষিণবঙ্গের সব জেলাতেই একই ছবি। তবে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলির অবস্থা যেন আরও করুণ। এমন অবস্থায় দুর্গাপুরের এক যুবক ঘটিয়ে বসলেন অবাক কাণ্ড। কতটা গরম শহরের মানুষকে সহ্য করতে হচ্ছে, কতটা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে জেলায়, তা বোঝাতে অবাক পরীক্ষা-নিরীক্ষা চালালেন তিনি।

দুর্গাপুরের ওই যুবক এমন কাণ্ডকারখানা ঘটিয়েছেন, যা দেখে অবাক হয়ে গিয়েছেন সাধারণ মানুষ। শহরে হইচই শুরু হয়েছে এই কাণ্ড দেখে। কারণ এই গরমে শহরের কালো পিচের ঝাঁ চকচকে রাস্তায় অমলেট তৈরির চেষ্টা চালিয়েছেন। তিনি আর যা ফল পেয়েছেন, তা চমকে দেওয়ার মতো। নিছকই মজার ছলে এই পরীক্ষানিরীক্ষা তিনি চালিয়েছিলেন। কিন্তু তার মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, সূর্যের কতটা চোখ রাঙানি সহ্য করতে হচ্ছে সাধারণ মানুষকে।

দুর্গাপুরের বাসিন্দা বিবেকানন্দ মাকুর। তিনি বিবেক নামেই বেশি পরিচিত। সেই যুবকই নিজের বন্ধুকে নিয়ে চালিয়েছেন এমন মজার পরীক্ষা। তীব্র গরম সহ্য করতে করতে এমন সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। যদিও গরম রাস্তায় অমলেট তৈরি হয়নি। কারণ অমলেট তৈরির জন্য প্রয়োজন আরও বেশি তাপমাত্রা। তবে তিনি মজার ছলে যে কাজ করেছেন, তা একেবারে ফেলে দেওয়ারও নয়।

আরও পড়ুন: দিলীপ ঘোষকে ‘গো ব্যাক’ স্লোগান! প্রচার শুরু করতেই বড় গোলমাল.. নেতা বললেন, ‘যব হাতি চলে বাজার..’

আরও পড়ুন: শিক্ষক ভাই দাদার সঙ্গে এমন কাজ করলেন! লুকিয়ে পালাতে গিয়ে পড়ল ধরা

প্রসঙ্গত, বিবেক বাবু যেমন মজার ছলে এই পরীক্ষা চালিয়েছেন, তেমনই দাঁড়িয়েছেন সাধারণ মানুষের পাশে। তীব্র এই গরম উপেক্ষা করেও বহু মানুষকে পেটের তাগিদে রাস্তায় বেরতে হয়। দু’পয়সা উপার্জনের জন্য গরমে করতে হয় প্রচুর পরিশ্রম। তেমন মানুষের পাশে দাঁড়িয়েছেন দুর্গাপুরের এই যুবক। গরমে রাস্তায় যাঁরা কাজ করেন, তাদের হাতে তুলে দিয়েছেন ঠান্ডা জল, ঠান্ডা পানীয়। সব মিলিয়ে তিনি বোঝাতে চেয়েছেন, বৃষ্টিহীন বৈশাখে জেলার মানুষের নাজেহাল অবস্থা।

নয়ন ঘোষ

Paschim Bardhaman News: চলছিল বিয়েবাড়ি, সবাই আনন্দে মশগুল! হঠাৎ কয়েক মিনিটেই লণ্ডভণ্ড হয়ে গেল সব

চলছিল বিয়ে বাড়ি। আনন্দ উৎসবে মশগুল সবাই। অন্যদিকে আকাশে জমতে শুরু করে মেঘ। খানিক স্বস্তির আশা করছিলেন মানুষ। তীব্র গরমে অল্প বৃষ্টিতে স্বস্তি পাওয়া যাবে বলেই অনুমান করেছিলেন অনেকে।

আসানসোলে সবজি বাজারে আগুন! সব কিছু পুড়ে ছাই

সবজি বাজারে আগুন। রায়গঞ্জে সবজি সবজিতে আগুন। পুড়ে ছাই সবজি মাণ্ডির একাধিক দোকান। দমকল পৌঁছনোর আগেই পুড়ে ছাই বাজার। ২ এঞ্জিনের তৎপরতায় নিয়ন্ত্রণে আগুন। সরেজমিনে গিয়ে বিক্ষোভের মুখে সিপিআইএম নেতা। বংশগোপালকে গো ব্যাক স্লোগান।

Paschim Bardhaman News: দুর্গাপুর ইস্পাত কারখানায় ফের দুর্ঘটনা! গ্যাস লিক হয়ে গুরুতর অসুস্থ ৫

দুর্গাপুর: ফের দুর্ঘটনার কবলে দুর্গাপুর ইস্পাত কারখানা। নতুন করে আবার দুর্ঘটনার শিকার সংস্থার ৫ শ্রমিক। সকলেই গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু কেন বারবার হচ্ছে দুর্ঘটনা? কেন জোর নেই শ্রমিক নিরাপত্তার দিকে? তা নিয়ে উঠছে প্রশ্ন নানা মহল থেকে। অন্য দিকে, অসুস্থ শ্রমিকদের পরিবারগুলির চিন্তায় রাতের ঘুম উড়েছে।

জানা গিয়েছে, শুক্রবার রাতের দিকে কাজ চলার সময় এই দুর্ঘটনা হয়েছে। ইস্পাত কারখানার ব্লাস্ট ফার্নেস ইউনিটে বিষাক্ত গ্যাস লিক হওয়ার ফলে অসুস্থ হয়ে পড়েছেন ৫ জন শ্রমিক। যাঁর মধ্যে ২ জন স্থায়ী কর্মচারী এবং ৩ জন ঠিকা শ্রমিক। সকলকেই উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা চলছে। পরিস্থিতি গুরুতর বুঝে তিনজনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

ঠিক কী হয়েছিল? এই বিষয়ে এক অসুস্থ শ্রমিক সুনীল হাজরা বলছেন, তাঁরা সে সময় ব্লাস্ট ফার্নেস ইউনিটে কাজ করছিলেন। হঠাৎ করেই তাঁরা অসুস্থ বোধ করতে শুরু করেন। গ্যাস মনিটরে দেখতে পান গ্যাসের মাত্রা বাড়ছে। তারপর তারা একটু জল খেয়ে বিশ্রাম নিতে যান। আর তারপরেই তাঁদের শরীর আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। তখন তাঁরা লক্ষ্য করেন গ্যাস মনিটারে গ্যাসের মাত্রা আরও অনেক বেড়ে গিয়েছে।

আরও পড়ুন: শিল্পনগরীতে গভীর রাতে ভয়াবহ আগুন! পুড়ে ছাই ১০-এর বেশি দোকান, লাখ টাকার ক্ষয়ক্ষতি 

আরও পড়ুন: হাওড়া-বর্ধমান লাইনে চলবে কাজ! ট্রেন যাত্রীদের কি দুর্ভোগ বাড়বে? সবটা জেনে নিন

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কার্বন-মনোক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে অসুস্থ হয়ে পড়েছেন ওই শ্রমিকরা। কিন্তু কেন বারবার হচ্ছে দুর্ঘটনা? তা নিয়ে প্রশ্ন উঠছে অনেকের মধ্যেই। শ্রমিক মহলে আতঙ্ক বাড়ছে। কারণ সম্প্রতি অতীতে বেশ কয়েকটি দুর্ঘটনা দেখা গিয়েছে দুর্গাপুর ইস্পাত কারখানায়। বেশ কয়েকজন শ্রমিক, কর্মীর মৃত্যু হয়েছে। তারপর আবার এই দুর্ঘটনা। যা খুব স্বভাবতই ইস্পাত কারখানা শ্রমিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। পাশাপাশি আতঙ্ক সৃষ্টি করছে শ্রমিক মহলে।

নয়ন ঘোষ

Man Missing: চারিদিকে খোঁজ, হই হই রব! চলে এল পুলিশ! শ্মশানে যেতেই রহস্যফাঁস

বুদবুদ: রহস্য জনকভাবে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল ছেলে। বাড়ির অদূরে উদ্ধার হয় তার জুতো এবং বাইক। রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিলেন পরিবারের সকল সদস্যরা। কিন্তু পরে যেভাবে ওই যুবককে উদ্ধার করা হয়েছে, তা জানলে আপনি অবাক হয়ে যাবেন।

যুবকের কাণ্ড কারখানা আপনার মাথা ঘুরিয়ে দেবে। সকাল থেকে যে খবরে গোটা বুদবুদ এলাকা সরগরম হয়েছিল, তাতে চিন্তায় পড়েছিলেন অনেকেই। তবে শেষমেশ ওই নিখোঁজ যুবকের হদিস পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: দোলপূর্ণিমায় চন্দ্রগ্রহণ, চাঁদের এমন রূপ ভারত থেকে দেখা যাবে?

জানা গিয়েছে, রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান বুরবুদের কোটা গ্রামের ওই যুবক। এদিন রবিবার সকালে বাড়ি থেকে বের হন তিনি। সকাল ৯’টা নাগাদ গ্রামের শেষ প্রান্তে শ্মশানের কাছ থেকে তার বাইক ও একজোড়া চটি উদ্ধার হয়। পরিবার সূত্রে খবর, ওই যুবকের নাম শেখ ইসরাক। বয়স ২৮ বছর। যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার পর স্থানীয়দের অনুমান ছিল, ওই যুবককে খুন করা হয়েছে। খুন করার পর কোনও ভাবে দেহ লোপাট করা হয়েছে।

আরও পড়ুন: লন্ডন স্কুল অফ ইকনমিক্সে PhD-র স্বপ্ন শেষ, সাইকেল দুর্ঘটনায় মৃত্যু ভারতীয় মেধাবী ছাত্রীর!

এই ঘটনার খবর চাউর হতেই, এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বুদবুদ থানার পুলিশ। পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে। ওই যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার পর তার পরিবারের এক সদস্য দাবি করেছিলেন, সকালে বাড়ি থেকে বেরিয়ে যান ইশরাক। তারপর তাকে অনেক খোঁজাখুঁজি করা হলেও কোনও হদিস পাওয়া যায়নি। কিন্তু গ্রামের কিছু মানুষ তার বাইক ও একজোড়া চটি গ্রামের শ্মশানের কাছে পরে থাকতে দেখতে পান। কিন্তু সেখানে ওই যুবকের দেখা পাওয়া যায়নি।

কিন্তু শেষমেশ ওই যুবকের হদিস পাওয়া গিয়েছে। আর তারপর থেকে পরিবারের সদস্যরা যে অভিযোগ তুলেছিলেন, তা রীতিমতো নস্যাৎ হয়ে গিয়েছে। একইসঙ্গে যুবককে যে অবস্থায় উদ্ধার করা হয়েছে, তা দেখে রীতিমতো সকলেই অবাক। কারণ ওই যুবক নেশাগ্রস্থ অবস্থায় ছিল। নেশাগ্রস্থ ওই যুবককে উদ্ধার করে পুলিশ। তারপর তাকে মানকর গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যুবকের প্রাথমিক চিকিৎসা করানো হয়। এরপর পুলিশ তাকে থানায় নিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

নয়ন ঘোষ

Paschim Bardhaman News: বেওয়ারিশের মতো রাস্তায় এ কী পড়ে! অবাক সকলেই, চাঞ্চল্য এলাকায়

দুর্গাপুর: সকাল সকাল রাস্তায় বেরিয়ে মাথা ঘুরে গেল সকলের। রাস্তায় যা পড়ে থাকতে দেখলেন, তাতে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ল দুর্গাপুরে। এমন গুরুত্বপূর্ণ নথি রাস্তায় ‘বেওয়ারিশ’-এর মতো পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়া স্বাভাবিক। খবর ছড়িয়ে পড়ে দাবানলের মতো। পুলিশের কাছে পৌঁছতেও বেশি সময় লাগেনি। কিন্তু কী ভাবে এল এই গুরুত্বপূর্ণ নথি? কেনই বা হাল এমন? সেই প্রশ্নই এখন ঘুরছে সকলের মনে।

দুর্গাপুরের সগরভাঙা কলোনি এলাকা। অনেকেই রোজকার মতো বেরিয়েছিলেন বাজার করতে। তখনই সকলের নজর পড়ে রাস্তার পাশে পড়ে থাকা নথির দিকে। সেখানে পড়ে রয়েছে একাধিক বই। সঙ্গে রয়েছে কার্ড। যেগুলির মেয়াদ এখনও পর্যন্ত উত্তীর্ণ হয়নি। এমন বিষয় নজরে পড়তেই গুঞ্জন শুরু হয় এলাকায়। সময় নষ্ট না করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে সব নথি উদ্ধার করে নিয়ে গিয়েছে।

কিন্তু আসলে হয়েছে কী? এত হইচই কী নিয়ে? দুর্গাপুর সগরভাঙ্গা কলোনি এলাকা। সেখানে সকাল সকাল উদ্ধার হয়েছে ব্যাঙ্কের একাধিক পাসবই এবং এটিএম কার্ড। যেগুলিকে রাস্তার পাশে স্তুপাকৃতি অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে। স্থানীয়দের দাবি, যে সমস্ত পাসবইগুলি উদ্ধার হয়েছে, সেগুলি চলতি বছর পর্যন্ত আপডেট করা হয়েছে। এমনকি, যে সব এটিএম কার্ডগুলি রয়েছে, সেগুলির ভ্যালিডিটিও রয়েছে এখনও পর্যন্ত। সমস্ত পাস বই এবং এটিএম কার্ডগুলি প্রধানমন্ত্রী জনধন যোজনার সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আরও পড়ুন: রাজ্যপালকে সন্দেশখালি যাওয়ার আবেদন শুভেন্দুর, মানবাধিকার কমিশনেরও দৃষ্টি আকর্ষণ

আরও পড়ুন: আইসিইউতে মিঠুন চক্রবর্তী! বর্ষীয়ান অভিনেতাকে তড়িঘড়ি স্থানান্তর… বাড়ছে চিন্তা

জানা গিয়েছে, দুর্গাপুরের ২৯ নং ওয়ার্ডের সগরভাঙ্গা হাউসিং কলোনীতে উদ্ধার হয়েছে পাসবই এবং এটিএম কার্ডের মতগুরুত্বপূর্ণ নথি। শনিবার সকালে সগরভাঙ্গা আবাসনের কে ব্লকের একটি মাঠের পাশেই কয়েকশো পাস বই আর এটিএম পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় কোকওভেন থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে পাসবই ও কার্ডগুলি উদ্ধার করে। নিয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বেশিরভাগ পাসবই স্থানীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এফসিআই ব্রাঞ্চের। উদ্ধার হওয়া নথিগুলি মূলত সগরভাঙ্গা ও আশেপাশের এলাকার পাসবই বই বলে জানা গিয়েছে। কিন্তু কীভাবে এই পাসবই ও এটিএম এখানে এল, তা কারোর জানা নেই।

নয়ন ঘোষ

Paschim Bardhaman News : বৃষ্টিতে স্কুলে ধস! অল্পের জন্য বাঁচল পড়ুয়ারা, সময় থাকতে পদক্ষেপ স্থানীয়দের

জামুরিয়া: নিম্নচাপের জেরে বিগত কয়েকদিন ধরেই খনি অঞ্চল জুড়ে চলছে বৃষ্টিপাত। বৃষ্টিপাত হলেই খনি অঞ্চলে প্রকট হয়ে ওঠে ধসের আতঙ্ক। কয়লা খনি অঞ্চল অন্ডাল, পাণ্ডবেশ্বর, লাউদোহার বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরই দেখা যায় ধসের ঘটনা। বিগত কয়েকদিনের বৃষ্টিপাতের জেরে এবারের ধসের ঘটনা পাণ্ডবেশ্বর থানার হরিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে।

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা সামনে আসে। স্কুলের মাঠে খেলতে আসা কিছু ছেলে এই ঘটনা দেখতে পায়। তারা খবর দেয় স্থানীয় পঞ্চায়েতকে। এরপর শুক্রবার সকালে দেখা যায়, স্কুল প্রাঙ্গণে ধস বড় আকারের একটা গর্তে পরিণত হয়েছে। স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান গোপীনাথ নাগ ঘটনাস্থলে পৌঁছন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছেন, সৌভাগ্যক্রমে স্কুল চলাকালীন এই ধরনের ঘটনা ঘটেনি। নাহলে আরও বড় বিপদ হতে পারত। তবে সময় থাকতে পদক্ষেপ করা হয়েছে।

পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, এক সময়ে এই এলাকায় পুরনো কোনও খনি ছিল। সঠিকভাবে সেখানে বালি ভরাট না করার কারণে বৃষ্টি হলেই ধসের আকার নেয়। তিনি বলেছেন, ইসিএল আধিকারিকদের খবর দেওয়া হয়েছে। কিন্তু শুক্রবার বেলা সাড়ে ন’টা পর্যন্ত কোনও আধিকারিক ঘটনাস্থলে পৌঁছননি। পঞ্চায়েত নিজস্ব উদ্যোগে এই ঘটনাস্থল ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলেছে। যাতে কোনও মানুষ বা পশু ওই ধস কবলিত এলাকা দিকে যেতে না পারে।

আরও পড়ুন: বাতিল হল একাধিক ট্রেন! বেড়াতে যাওয়ার আগে চরম ভোগান্তি সাধারণ মানুষের

আরও পড়ুন: লোক আদালতে বিচারকের ভূমিকায় রূপান্তরকামী মহিলা! মামলা উঠল ২১ হাজার

তবে এই ঘটনা চিন্তায় ফেলে দিয়েছে স্থানীয় মানুষজনকে পাশাপাশি এই বিদ্যালয়ে পড়াশোনা করা পড়ুয়ারা রীতিমত আতঙ্কে রয়েছে।আতঙ্কে রয়েছে তাদের অভিভাবকরাও সকলেই চাইছেন ওই ধস কবলিত এলাকায় যতক্ষণ না মেরামত হচ্ছে, ততক্ষণ ছেলে মেয়েদের স্কুলে পাঠাবেন না। কারণ যে কোনও সময় ওই ধসের কারণে বড় বিপদে নেমে আসতে পারে।দ্রুত এই ধসের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য ইসিএলের কাছে আরজি জানিয়েছেন সকলে।

নয়ন ঘোষ

চারদিকে তাণ্ডব! অত্যাচারে নাজেহাল সাধারণ মানুষ থেকে গবাদি পশু

ঘোড়ার উৎপাতে অতিষ্ঠ মানুষ। বাইরে থেকে একটি ঘোড়া এসে তাণ্ডব চালাচ্ছে এলাকায়। ওই ঘোড়াটির আশপাশেও যেতে চাইছেন না কেউ। মানুষ কাছে না গিয়ে হয়তো রক্ষা পাচ্ছে। কিন্তু অন্যান্য প্রাণীগুলি ঘোড়ার আঘাতে জর্জরিত হয়ে পড়েছে।

Paschim Bardhaman News: টোটোর যাত্রী হনুমান! হাত তুলে করে আশীর্বাদ যাত্রীদের

টোটোর যাত্রী স্বয়ং হনুমান! যাত্রীদের হাত তুলে করে আশীর্বাদ। টোটো চালকেরও ভালই লক্ষ্মীলাভ হচ্ছে।

Paschim Bardhaman News : টোটোয় থাকে বিশেষ অতিথি! যাত্রীদের হাত তুলে আশীর্বাদও করে, বসে থাকে শান্ত হয়ে

দুর্গাপুর: টোটোযাত্রী এক হনুমান। যাত্রীদের হাত তুলে করেন আশীর্বাদ। টোটো চালকেরও ভালই লক্ষ্মী লাভ হয়। এমনই বিরল দৃশ্যের দেখা পাওয়া যায় নিয়মিত। দুর্গাপুর ১ নম্বর ওয়ার্ড এলাকার রঘুনাথপুরে টোটোতে বসে ঘুরতে দেখা যায় তাকে। যাত্রীরা কেউ কেউ আদর করে খাবার খাওয়ান। যাত্রীদের সঙ্গে বসে ঘুরতে ভালবাসে সে। তবে টোটো থেমে গেলে মেজাজ হারিয়ে ফেলে।

টোটো চালক মুকেশ দত্ত বলছেন, “একটা সময় হঠাৎ করেই এই হনুমানটি এসে টোটোতে বসে পড়ে। আর কিছুতেই তাকে নামানো যায়নি।” তখন তিনি ভেবেছিলেন, হয়তো টোটোতে আর যাত্রী পাওয়া যাবে না। কিন্তু তিনি দেখেন বিপরীত। টোটো নিয়ে বেরনো মাত্রই একের পর এক যাত্রী পেতে থাকেন তিনি। তারপর থেকে সেই হনুমানকে সঙ্গে নিয়েই তিনি যাত্রা শুরু করেন। সেই চালক বলছেন, এখন তাঁর প্রত্যেকটা দিন বেশ ভালই যাচ্ছে। ভাল উপার্জনও হচ্ছে। কার্যত এই হনুমানটিকে তিনি ভগবানের মতো শ্রদ্ধা করছেন। অবাক করার বিষয়, টোটোতে এসে বসা অন্য যাত্রীদেরও কোনওরকম ভাবে বিরক্ত করে না এই হনুমানটি।

আরও পড়ুন: দিঘার পা রাখলেই অবাক হবেন এবার! সমুদ্রে অপেক্ষা করছে সবথেকে বড় চমক, জেনে নিন

আরও পড়ুন: বীরভূম যাচ্ছেন? নিরিবিলিতে এই মঠে কাটাতে পারেন কিছুটা সময়

বিষয়টি দেখে হতবাক হয়ে যাচ্ছেন স্থানীয় মানুষজনও। তাঁরা বলছেন, টোটোতে বসে থাকা এই হনুমানটি কাউকে বিরক্ত করেনা। যাত্রীরা কেউ এসে যখন তাকে খাবার তুলে দেন, সে দু’হাত তুলে যাত্রীদের মাথায় আশীর্বাদ করে। আবার টোটো দূরে কোথাও গেলে হনুমান নিজে থেকেই নেমে পড়েন।

ঘুরে বেড়ানোইতার পছন্দ। আবার হঠাৎ করে টোটো থেমে গেলেও তা পছন্দ হয় না হনুমানজির। হঠাৎ করেই যেন হনুমানটি সঙ্গে অদৃশ্য বন্ধন তৈরি হয়েছে টোটো চালক মুকেশ দত্তের। এই অস্বাভাবিক দৃশ্য তাড়িয়ে তাড়িয়ে অনুভব করেন যাত্রী থেকে সাধারণ মানুষও।

নয়ন ঘোষ