আলিপুরদুয়ার: নেপালি রীতি মেনে দেবী দুর্গা পুজিত হয়ে আসছেন এই মণ্ডপে। বিশেষ কোনও থিম নেই এই পুজোয়। তবে নেপালি রীতির এই পুজো দেখতে ভিড় জমে বিপুল। আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত এলাকা দলসিংপাড়া নেপালি দুর্গা মণ্ডপ কমিটির পক্ষ থেকে এই পুজোর আয়োজন করা হয়।এবছর ৪২ তম বর্ষে পদার্পণ করল পুজো।
মহালয়ার পর থেকে শুরু হয় এই পুজো, চলে দশমী পর্যন্ত। এই পুজোর বিশেষত্ব হল এখানে নেপালি রীতি মেনে পুজো হয়। নেপালি মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পুরোহিত দেবী দুর্গার পুজো করেন। সপ্তমীতে ফুলপাতি শোভাযাত্রা হয়, যেখানে মা দুর্গার ছবিটিকে কন্যারূপে পালকিতে বসিয়ে পুরো এলাকা ঘোরানো হয়। অষ্টমী সকালে অঞ্জলি হয়। নবমীতে মা দুর্গাকে লাল ওড়না, শৃঙ্গার উপহার দিয়ে থাকেন পুণ্যার্থীরা। প্রায় হাজারেরও বেশি ভক্তবৃন্দের সমাগম হয় এখানে।
পুজো কমিটির পক্ষ থেকে দিলীপ থাপা বলেন, “নেপালি সম্প্রদায়ের কাছে এই পুজো প্রাণের পুজো। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই পুজোর জন্য। এলাকার ছেলেমেয়েরা যেখানেই থাকুক আবার এখানেই ফিরে আসে পুজোর দিনগুলিতে।” পুজোর আরেক উদ্যোক্তা ভানু শর্মা জানান, “আমরা পুরুষেরা ধাকো টুপি পরি পুজোতে। মেয়েরা যে শাড়ি পরে তাকে বলা হয় চৌবন্দী চোলা। এমনি সময় তো আর এসব পোশাক পরা হয়না।পুজোর কটা দিন ঐতিহ্য রক্ষার চেষ্টা করি।”