দুর্গাপুজোর অনুমতি এবার অনলাইনে! কিউ আর কোড স্ক্যান করে দিতে হবে তথ্য

Durga Puja 2024: দুর্গাপুজোর অনুমতি এবার অনলাইনে! কীভাবে করা যাবে আবেদন? জেনে নিন

আলিপুরদুয়ার:  আর একমাস বাদেই বাঙালিরা মেতে উঠবেন দুর্গোৎসবে। তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ক্লাবগুলিতে। আলিপুরদুয়ার জেলা প্রশাসনের তরফে শুরু হল পুজো প্রস্তুতি। এবার কিউ আর কোডের মাধ্যমে দুর্গা পুজোর অনুমতি পাবে ক্লাবগুলি।

আলিপুরদুয়ার জেলা প্রশাসনের তরফে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুরু হয়েছে ক্লাবগুলিকে পুজোর অনুমতি দেওয়ার কাজ। ডুয়ার্স কন্যাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন জেলাশাসক আর বিমলা।

আরও পড়ুন: এগিয়ে আসছে অতিগভীর নিম্নচাপ, এখন কতদূর? ঝোড়ো হাওয়ায় উত্তাল হবে সমুদ্র, ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের কোন কোন জেলায়?

প্রতিবারের মত এবারেও সরকারি পোর্টালের মাধ্যমে এই কাজ করা হবে।তবে এবারে এই নিয়মের সরলিকরণ করা হয়েছে। বের করা হয়েছে একটি লিফলেট। যেখানে রয়েছে কিউ আর কোড। যা স্ক্যান করলেই নেওয়া যাবে অনুমতি।

এই বিষয়ে জেলা শাসক আর বিমলা জানান, “আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুমতি দেওয়া হবে। ওই সময়ের মধ্যে যাতে সকলেই অনুমতি নিতে পারে তার জন্য কিউ আর কোড রাখা।” কিউ আর কোড ছাড়াও রয়েছে হোয়াটস্যাপ নম্বর।

আরও পড়ুন: ‘আপেল খেলে দূরে থাকবে ডাক্তার’! প্রবাদ মেনেই রোজ খাচ্ছেন ‘উপকারী ফল’? বড় ভুল, কাদের, কখন খেতে নেই আপেল? জেনে নিন

জেলার মহকুমা, ব্লকগুলিতে কিউ আর কোড-এর লিফলেট দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের মতে এটি সবচেয়ে সহজ মাধ্যম। পুজোর অনুমতি দেবেন মহকুমা শাসক, বিডিও।কিউ আর কোড স্ক্যান করে অনুমতি নিলে কাজটি তাড়াতাড়ি হবে বলে জানা যায়।

Annanya Dey