দক্ষিণপাড়া দুর্গা পুজো কমিটির দুর্গা মূর্তি

Durga Puja 2024: যেন এক টুকরো অক্ষরধাম! জেলার এই মণ্ডপ নজর কাড়ছে দর্শনার্থীদের

মাথাভাঙা: মাথাভাঙা মহকুমা এলাকায় দক্ষিণপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো প্রতিবছর আকর্ষণীয় ভাবে করা হয়। যেই বিষয়টি প্রতিটি দর্শনার্থী ও পুণ্যার্থীদের নজর আকর্ষণ করে। বিগত বেশ কয়েক বছর ধরে বেশ অনেকটাই বিগ বাজেটের এই পুজো কমিটি আয়োজন করছে। চলতি বছরেও বিগ বাজেটের পুজোর আয়োজন করা হয়েছে এই পুজো কমিটির পক্ষ থেকে। আকর্ষণীয় থিম, সুন্দর আলোকসজ্জা সব মিলিয়ে একেবারে অসাধারণ অনুভূতি তৈরি করা হয়েছে সকল দর্শনার্থীদের জন্য।

আরও পড়ুন: সাগরে ফুঁসছে জোড়া ঘূর্ণাবর্ত! কাঁপিয়ে ঝড়-বৃষ্টি আসছে, কবে কাটবে দুর্যোগ?

তাই তো দূর- দূরান্তের বহু মানুষ এই পুজো মন্ডপের পুজো দেখতে ভিড় জমাচ্ছেন মাথাভাঙা মহকুমায়। দক্ষিণপাড়া সর্বজনীন দুর্গা পুজো কমিটির চেয়ারম্যান চন্দ্রশেখর রায় বসুনিয়া জানান,  “আনুমানিক প্রায় মোট ৪৪ লক্ষ টাকার বাজেটে তৈরি করা হয়েছে এবারের এই গোটা পুজো মন্ডপ। চলতি বছরে গোটা পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে। এছাড়াও থীমের দুর্গা মূর্তির মধ্যে রয়েছে বিশ্ব উষ্ণায়নের বিষয় নিয়ে বিশেষ বার্তা।”

আরও পড়ুন: চা বলয়ের বাসিন্দাদের বড় পুজো উপহার দিল অগ্রগামী সংঘ

এলাকার এক স্থানীয় বাসিন্দা সঞ্চিতা দত্ত রায় জানান,  “বিগত বেশ কয়েক বছর ধরে এই ক্লাবের পুজো বেশ অনেকটাই জমজমাট ভাবে করা হয়। দূর-দূরান্তের বহু মানুষেরা মাথাভাঙা মহকুমায় এসে থাকেন এই ক্লাবের পুজো দেখতে। সন্ধ্যে নামতেই এই ক্লাবের পুজো মণ্ডপ চত্বরে প্রচুর মাত্রায় ভিড় জমতে শুরু করে। সব মিলিয়ে চলতি বছরে দুর্গা পুজোয় মাথাভাঙা মহকুমা এলাকায় এক অসাধারণ দুর্গা পুজো আয়োজন করেছে এই ক্লাব।

Sarthak Pandit