পানবুদাড়া

Durga Puja Travel: গ্রামের প্রতি কোনা থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন! তিস্তার অভূতপূর্ব দৃশ্য, কালিম্পংয়ের এই গ্রামই পুজোয় বেড়ানোর সেরা ঠিকানা

*কাঞ্চনজঙ্ঘার ৩৬০ ডিগ্রি দৃশ্য দেখতে আপনাকে একবার হলেও যেতে হবে পানবুদারা। বছরের সব সময়ই পানবুতে আসা যায়। এই সময়ে যেহেতু NH10 বন্ধ রয়েছে তাই সিকিম এবং কালিম্পংগামী সমস্ত গাড়ি এই রাস্তা হয়েই যাচ্ছে। ফলে এখন পর্যটকদের আনাগোনাও বেড়েছে এই জায়গাটিতে। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। সংগৃহীত ছবি। 
*কাঞ্চনজঙ্ঘার ৩৬০ ডিগ্রি দৃশ্য দেখতে আপনাকে একবার হলেও যেতে হবে পানবুদারা। বছরের সব সময়ই পানবুতে আসা যায়। এই সময়ে যেহেতু NH10 বন্ধ রয়েছে তাই সিকিম এবং কালিম্পংগামী সমস্ত গাড়ি এই রাস্তা হয়েই যাচ্ছে। ফলে এখন পর্যটকদের আনাগোনাও বেড়েছে এই জায়গাটিতে। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। সংগৃহীত ছবি।
*ধীরে ধীরে প্রিয় জায়গা হয়ে উঠছে পানবুদারা। পানবু ভিউ পয়েন্টের জন্যই মূলত পর্যটকদের কাছে জনপ্রিয় এই জায়গা। শিলিগুড়ি থেকে রম্ভিবাজার বা কালিঝোরা হয়ে পৌঁছাতে পারেন পানবুডারা। দূরত্ব প্রায় ৭০ কিমি। সংগৃহীত ছবি। 
*ধীরে ধীরে প্রিয় জায়গা হয়ে উঠছে পানবুদারা। পানবু ভিউ পয়েন্টের জন্যই মূলত পর্যটকদের কাছে জনপ্রিয় এই জায়গা। শিলিগুড়ি থেকে রম্ভিবাজার বা কালিঝোরা হয়ে পৌঁছাতে পারেন পানবুডারা। দূরত্ব প্রায় ৭০ কিমি। সংগৃহীত ছবি।
*তবে যারা ভিড় পছন্দ করেন না তাদের জন্য এই জায়গাটি দারুন একটি জায়গা। আসলে পাহাড় বা অন্যান্য জায়গা থেকে পানবুর ভিউ একটু অন্যরকম। বলা চলে, এখানকার সৌন্দর্য যেন আরও বেশি। এমন সুন্দর ৩৬০ ডিগ্রি ভিউ সত্যি বিরল। কারণ এই জায়গার একদিকে যেমন ডুয়ার্সের সৌন্দর্য দেখা যায়। ঠিক অন্য দিকে মনমুগ্ধকর কাঞ্চনজঙ্ঘা। সংগৃহীত ছবি। 
*তবে যারা ভিড় পছন্দ করেন না তাদের জন্য এই জায়গাটি দারুন একটি জায়গা। আসলে পাহাড় বা অন্যান্য জায়গা থেকে পানবুর ভিউ একটু অন্যরকম। বলা চলে, এখানকার সৌন্দর্য যেন আরও বেশি। এমন সুন্দর ৩৬০ ডিগ্রি ভিউ সত্যি বিরল। কারণ এই জায়গার একদিকে যেমন ডুয়ার্সের সৌন্দর্য দেখা যায়। ঠিক অন্য দিকে মনমুগ্ধকর কাঞ্চনজঙ্ঘা। সংগৃহীত ছবি।
*কালীঝোরা হয়ে আসার পথে রাস্তায় পড়বে তিস্তা। এক অপূর্ব সুন্দর ভিউ পাবেন আপনি। তার সঙ্গে দেখতে পাবেন, সেভকের রেল ব্রিজ আর ঐতিহ্যশালী করোনেশন ব্রিজ। সংগৃহীত ছবি। 
*কালীঝোরা হয়ে আসার পথে রাস্তায় পড়বে তিস্তা। এক অপূর্ব সুন্দর ভিউ পাবেন আপনি। তার সঙ্গে দেখতে পাবেন, সেভকের রেল ব্রিজ আর ঐতিহ্যশালী করোনেশন ব্রিজ। সংগৃহীত ছবি।
*পানবুতে দুই একটি হোমস্টে রয়েছে।এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব ভাল ভিউ পাওয়া যায়‌। এখানে থাকার ব্যবস্থাও খুব সুন্দর। রাস্তাঘাট ভাল হওয়ার সৌজন্যে হোমস্টের দোরগোড়া পর্যন্ত গাড়ি যেতে পারে, রয়েছে ক্যাম্পিংয়ের সুবিধাও। সংগৃহীত ছবি। 
*পানবুতে দুই একটি হোমস্টে রয়েছে।এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব ভাল ভিউ পাওয়া যায়‌। এখানে থাকার ব্যবস্থাও খুব সুন্দর। রাস্তাঘাট ভাল হওয়ার সৌজন্যে হোমস্টের দোরগোড়া পর্যন্ত গাড়ি যেতে পারে, রয়েছে ক্যাম্পিংয়ের সুবিধাও। সংগৃহীত ছবি।
*শিলিগুড়ি থেকে রম্ভিবাজার হয়ে পানবুর দূরত্ব প্রায় ৭৩ কিমি। তবে কালীঝোরা হয়ে গেলে এই দূরত্ব খানিকটা কম হয়। এখানে শুধু পানবুডারাই নয়, খুব কাছেই রয়েছে ইয়াং মাকুম আর সামথার। এখান থেকে মঞ্জুশ্রী ধাম, চারখোল, সিঞ্জিদারা, ঝান্ডিদারা, ডেলো, দুরপিনের সৌন্দর্যও চাক্ষুষ করে আসতে পারেন। তাই ছুটির দিনে ঘুরে আসুন মন ভাল করা এই জায়গায়। সংগৃহীত ছবি।
*শিলিগুড়ি থেকে রম্ভিবাজার হয়ে পানবুর দূরত্ব প্রায় ৭৩ কিমি। তবে কালীঝোরা হয়ে গেলে এই দূরত্ব খানিকটা কম হয়। এখানে শুধু পানবুডারাই নয়, খুব কাছেই রয়েছে ইয়াং মাকুম আর সামথার। এখান থেকে মঞ্জুশ্রী ধাম, চারখোল, সিঞ্জিদারা, ঝান্ডিদারা, ডেলো, দুরপিনের সৌন্দর্যও চাক্ষুষ করে আসতে পারেন। তাই ছুটির দিনে ঘুরে আসুন মন ভাল করা এই জায়গায়। সংগৃহীত ছবি।