Category Archives: কালিম্পং

Ramdhura-Travel: কাঞ্চনজঙ্ঘা ঘরে এসে উঁকি দেবে! ঘুরে আসুন মেঘের দেশ ‘রামধুরা’! খুব সস্তায় থাকা-খাওয়া! কোথায় থাকবেন, কীভাবে যাবেন? জানুন

মেঘেদের দেশে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলে আসুন রামধুরায়। ৫৮০০ ফুট উচ্চতায় অবস্থিত এই রামধুরায় প্রকৃতির সঙ্গে বাস করেন দেবতাও। বলা হয় ভগবান রামচন্দ্রের নামে এই গ্রামের নাম। ধুরা অর্থে গ্রাম।
মেঘেদের দেশে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলে আসুন রামধুরায়। ৫৮০০ ফুট উচ্চতায় অবস্থিত এই রামধুরায় প্রকৃতির সঙ্গে বাস করেন দেবতাও। বলা হয় ভগবান রামচন্দ্রের নামে এই গ্রামের নাম। ধুরা অর্থে গ্রাম।
সকালে ঘুম থেকে উঠে হোমস্টের জানলা খুললেই এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা অন্য অনেক জায়গা থেকেই দেখতে পাবেন না। দেখবেন অপূর্ব সেই রূপ। যে রূপের জন্য বছরের পর বছর অপেক্ষা করেন ভ্রমণ পিপাসু মানুষ। তাদের জন্য রামধুরা একেবারে আদর্শ জায়গা।
সকালে ঘুম থেকে উঠে হোমস্টের জানালা খুললেই এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা অন্য অনেক জায়গা থেকেই দেখতে পাবেন না। দেখবেন অপূর্ব সেই রূপ। যে রূপের জন্য বছরের পর বছর অপেক্ষা করেন ভ্রমণ পিপাসু মানুষ। তাদের জন্য রামধুরা একেবারে আদর্শ জায়গা।
এখানের শিবের শ্বেতশুভ্র মন্দিরে জল ঢালার জন্য জল আনতে যেতে হয় তিস্তায়। যদিও এই শিব মন্দিরে যেতে রামধুরা থেকে একটু ছোট্ট ট্রেক করে নিতে হয়। পাহাড়ি পথ ভেঙে উঠতে হয় উপরে।
এখানের শিবের শ্বেতশুভ্র মন্দিরে জল ঢালার জন্য জল আনতে যেতে হয় তিস্তায়। যদিও এই শিব মন্দিরে যেতে রামধুরা থেকে একটু ছোট্ট ট্রেক করে নিতে হয়। পাহাড়ি পথ ভেঙে উঠতে হয় উপরে।
রামধুরা থেকে একাধিক ট্রেকিং রুট আছে। জঙ্গলের মধ্য দিয়ে পায়ে চলা পথ। চারপাশে কুয়াশার রহস্যময়তা। দূরের জিনিস ভাল করে বোঝা যায় না। আর এটাই ম্যাজিক রামধুরার।
রামধুরা থেকে একাধিক ট্রেকিং রুট আছে। জঙ্গলের মধ্য দিয়ে পায়ে চলা পথ। চারপাশে কুয়াশার রহস্যময়তা। দূরের জিনিস ভাল করে বোঝা যায় না। আর এটাই ম্যাজিক রামধুরার।
এনজেপি থেকে সরাসরি গাড়ি নিয়ে চলে আসতে পারেন রামধুরা। তবে শেয়ার গাড়িতে কালিম্পং হয়ে এলে খরচ অনেকটাই কম পড়বে। কম খরচে ঘুরে আসতে পারেন রামধুরা।
এনজেপি থেকে সরাসরি গাড়ি নিয়ে চলে আসতে পারেন রামধুরা। তবে শেয়ার গাড়িতে কালিম্পং হয়ে এলে খরচ অনেকটাই কম পড়বে। কম খরচে ঘুরে আসতে পারেন রামধুরা।
এখান থেকে কাছেই এই জলসা ভিউ পয়েন্ট। একবার দেখে আসতে পারেন। ১৯৩০ সালের সেই জলসা বাংলো আজও আছে। কাঠের বাংলো যেন অতীত দিনের ফেলে আসা কথা বলে পর্যটকদের।
এখান থেকে কাছেই এই জলসা ভিউ পয়েন্ট। একবার দেখে আসতে পারেন।১৯৩০ সালের সেই জলসা বাংলো আজও আছে। কাঠের বাংলো যেন অতীত দিনের ফেলে আসা কথা বলে পর্যটকদের।

Summer Holiday Travel Destination: পাহাড়-নদীর অনবদ্য সংযোগ, উত্তরের একেবারে ভার্জিন ডেস্টিনেশন, গরমের ছুটিতে যোগীঘাট যাওয়ার রুটম্যাপ রইল

পাহাড়ের কোলে প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটানোর অন্যতম জায়গা হতে পারে যোগীঘাট। দেরী না করে এ বারের গরমের ছুটিতে ঘুরে আসুন।পাখির কলতান,নদীর জলের স্রোতের শব্দ, চোখ জুড়ানো সবুজে মন ভরে যায় এই জায়গায়। (অনির্বাণ রায়)
পাহাড়ের কোলে প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটানোর অন্যতম জায়গা হতে পারে যোগীঘাট। দেরী না করে এ বারের গরমের ছুটিতে ঘুরে আসুন।পাখির কলতান,নদীর জলের স্রোতের শব্দ, চোখ জুড়ানো সবুজে মন ভরে যায় এই জায়গায়। (অনির্বাণ রায়)
ঝাড়ু ও শরবনের আড়ালে সূর্য অস্ত যায় এখানে। রিয়াং নদীর পাশের এই যোগীঘাটের নাম এখনও সেভাবে কেউ জানে না । এখানে এসে নিজের চোখে রিয়াংয়ের ব্যতিক্রমী চলন ও দু’পারের মন ভাল করা প্রকৃতি দেখে প্রেমে পড়ে যাবেন সকলে।
ঝাড়ু ও শরবনের আড়ালে সূর্য অস্ত যায় এখানে। রিয়াং নদীর পাশের এই যোগীঘাটের নাম এখনও সেভাবে কেউ জানে না । এখানে এসে নিজের চোখে রিয়াংয়ের ব্যতিক্রমী চলন ও দু’পারের মন ভাল করা প্রকৃতি দেখে প্রেমে পড়ে যাবেন সকলে।
ধাপে ধাপে রিয়াংয়ের বেডে নেমে যাওয়া নদীর জলকেলির শব্দ মন জুড়িয়ে দেয়। এই সময় নতুন সবুজ পাতার রং জায়গাটিকে আরও সুন্দর করে তোলে। সকাল থেকে বিকেল সেই রঙের অদলবদল যোগীঘাটের প্রকৃতিকে আরও বৈচিত্রময় ও উপভোগ্য বিষয়।
ধাপে ধাপে রিয়াংয়ের বেডে নেমে যাওয়া নদীর জলকেলির শব্দ মন জুড়িয়ে দেয়। এই সময় নতুন সবুজ পাতার রং জায়গাটিকে আরও সুন্দর করে তোলে। সকাল থেকে বিকেল সেই রঙের অদলবদল যোগীঘাটের প্রকৃতিকে আরও বৈচিত্রময় ও উপভোগ্য বিষয়।
বছরের যে কোনও সময়ে ছোট ছুটি সম্বল করে রিয়াং নদীর গান শোনার জন্য যাওয়া যেতে পারে যোগীঘাট। উচ্চতা সাড়ে তিন হাজার ফুটের কাছাকাছি হওয়ায় শীত-গ্রীষ্ম, কোনওটারই তীব্রতা সেরকম পীড়াদায়ক নয়। সেরা মানের কমলালেবুর জন্য বিখ্যাত সিটংয়ের নিম্নবর্তী অংশে সব দিক থেকে (সিটং-২ খাসমহল) ব্যতিক্রমী প্রাকৃতিক সৌন্দর্যের আধার যোগীঘাট।
বছরের যে কোনও সময়ে ছোট ছুটি সম্বল করে রিয়াং নদীর গান শোনার জন্য যাওয়া যেতে পারে যোগীঘাট। উচ্চতা সাড়ে তিন হাজার ফুটের কাছাকাছি হওয়ায় শীত-গ্রীষ্ম, কোনওটারই তীব্রতা সেরকম পীড়াদায়ক নয়। সেরা মানের কমলালেবুর জন্য বিখ্যাত সিটংয়ের নিম্নবর্তী অংশে সব দিক থেকে (সিটং-২ খাসমহল) ব্যতিক্রমী প্রাকৃতিক সৌন্দর্যের আধার যোগীঘাট।
কী ভাবে যাবেন: নিউ জলপাইগুড়ি ও শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করে দু’টি রাস্তায় যোগীঘাট যাওয়া যায়। ১) রোহিনী রোড, কার্শিয়াং, দিলারাম হয়ে। ২) সেবক রোড, রম্ভি, মংপু, লাবদা হয়ে। দুই রাস্তাতেই দূরত্ব শিলিগুড়ি থেকে ৭০-৭৫ কিমি। কার্শিয়াং থেকে ৩০-৩২ কিমি।কোথায় থাকবেন: রিয়াং নদীর সেতুতে ওঠার মুখেই মুখিয়া হোম স্টে যোগীঘাটে থাকার একমাত্র জায়গা। জনপ্রতি দিনপ্রতি থাকা ও খাওয়ার খরচ ১২০০-১৫০০ টাকা। কিংবা নিজের টেন্ট লাগিয়ে নদীর পাশে থাকাতেই পারেন।
কী ভাবে যাবেন: নিউ জলপাইগুড়ি ও শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করে দু’টি রাস্তায় যোগীঘাট যাওয়া যায়। ১) রোহিনী রোড, কার্শিয়াং, দিলারাম হয়ে। ২) সেবক রোড, রম্ভি, মংপু, লাবদা হয়ে। দুই রাস্তাতেই দূরত্ব শিলিগুড়ি থেকে ৭০-৭৫ কিমি। কার্শিয়াং থেকে ৩০-৩২ কিমি।
কোথায় থাকবেন: রিয়াং নদীর সেতুতে ওঠার মুখেই মুখিয়া হোম স্টে যোগীঘাটে থাকার একমাত্র জায়গা। জনপ্রতি দিনপ্রতি থাকা ও খাওয়ার খরচ ১২০০-১৫০০ টাকা। কিংবা নিজের টেন্ট লাগিয়ে নদীর পাশে থাকাতেই পারেন।
আশে পাশের ঘোরার জায়গা: স্যালামান্ডারের বাসভূমি নামথিং পোখরি এখান থেকে বেশি দূরে নয়। বস্তুত, কমলার দেশ সিটং ও সিঙ্কোনার দেশ লাটপাঞ্চারের সব দর্শনীয় স্থান একই দিনে গাড়িতে ঘোরা সম্ভব যোগীঘাটকে কেন্দ্র করে। বাগোড়া, চিমনি হয়ে ওল্ড মিলিটারি রোডের অনবদ্য বন্য সৌন্দর্যের ভেতর দিয়ে কার্শিয়ং ঘুরে আসতে পারবেন কয়েক ঘণ্টায়। অন্য দিকে, মংপুতে রবীন্দ্রতীর্থ যাওয়া বা আসার পথে ঘোরা হয়ে যাবে।
আশে পাশের ঘোরার জায়গা: স্যালামান্ডারের বাসভূমি নামথিং পোখরি এখান থেকে বেশি দূরে নয়। বস্তুত, কমলার দেশ সিটং ও সিঙ্কোনার দেশ লাটপাঞ্চারের সব দর্শনীয় স্থান একই দিনে গাড়িতে ঘোরা সম্ভব যোগীঘাটকে কেন্দ্র করে। বাগোড়া, চিমনি হয়ে ওল্ড মিলিটারি রোডের অনবদ্য বন্য সৌন্দর্যের ভেতর দিয়ে কার্শিয়ং ঘুরে আসতে পারবেন কয়েক ঘণ্টায়। অন্য দিকে, মংপুতে রবীন্দ্রতীর্থ যাওয়া বা আসার পথে ঘোরা হয়ে যাবে।

IMD Weather Update: আগামী সপ্তাহ থেকে আবহাওয়ার আমূল বদল! উত্তরবঙ্গের আবহাওয়া পাল্টে যাবে চোখের সামনে

উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার।
উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার।
বৃষ্টি হবে পাহাড়েও। শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে মেঘ রোদের খেলা চলবে। রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে।
বৃষ্টি হবে পাহাড়েও। শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে মেঘ রোদের খেলা চলবে। রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে।
শনিবার উত্তরে স্বস্তির আবহাওয়া বজায় থাকবে। মেঘলা থাকবে আকাশ। তবে আগামী সপ্তাহ থেকে আবহাওয়ার রদবদল হবে।
শনিবার উত্তরে স্বস্তির আবহাওয়া বজায় থাকবে। মেঘলা থাকবে আকাশ। তবে আগামী সপ্তাহ থেকে আবহাওয়ার রদবদল হবে।
বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ারয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ারয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দার্জিলিং-এর সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস থাকবে।
দার্জিলিং-এর সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস থাকবে।

Weather Updates: দক্ষিণ ও উত্তর দুই বঙ্গেই টানা চলবে তুমুল ঝড়-বৃষ্টি! কোথায় জারি হল কমলা সতর্কতা? জানুন

উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার। উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা।
পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার। উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা।
আগামী কয়েকদিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়ের পূর্বাভাস রয়েছে। তবে ঝড়ের তীব্রতা স্থানভেদে আলাদা হতে পারে।
আগামী কয়েকদিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়ের পূর্বাভাস রয়েছে। তবে ঝড়ের তীব্রতা স্থানভেদে আলাদা হতে পারে।
হওয়া অফিস সূত্রে জানা গিয়েছে,আগামী সাতদিন পশ্চিমবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷ সর্বোচ্চ তাপমাত্রার বড় কোনও পরিবর্তন নেই ৷ সব জেলাতে বৃষ্টি হবে ৷
হওয়া অফিস সূত্রে জানা গিয়েছে,আগামী সাতদিন পশ্চিমবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷ সর্বোচ্চ তাপমাত্রার বড় কোনও পরিবর্তন নেই ৷ সব জেলাতে বৃষ্টি হবে ৷
শুক্রবার সবক'টি জেলায় বৃষ্টির পরিস্থিতির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে ৷উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টি এবং দমকা হাওয়া বইবে ৷
শুক্রবার সবকটি জেলায় বৃষ্টির পরিস্থিতির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে ৷উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টি এবং দমকা হাওয়া বইবে ৷

IMD Weather Update: ৩০-৪০ কিমি বেগে ঝড়ের দাপট, আকাশ কালো করে বৃষ্টি! সপ্তাহ জুড়ে কোথায় হবে তাণ্ডব

গরমের ছুটিতে অনেকেই রয়েছেন যারা উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন অথবা ঘুরতে গিয়েছেন।ঘুরতে যাওয়ার আগে দেখে নিন শুক্রবার পর্যন্ত কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া।
গরমের ছুটিতে অনেকেই রয়েছেন যারা উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন অথবা ঘুরতে গিয়েছেন।ঘুরতে যাওয়ার আগে দেখে নিন শুক্রবার পর্যন্ত কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া।
মঙ্গলবার বিকেলে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টি না হলেও শিলিগুড়িতে এক পশলা বৃষ্টি হয়েছে। বুধবার সকাল থেকে সূর্যের দেখা মেলেনি।
মঙ্গলবার বিকেলে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টি না হলেও শিলিগুড়িতে এক পশলা বৃষ্টি হয়েছে। বুধবার সকাল থেকে সূর্যের দেখা মেলেনি।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকায় সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হওয়ার কারণে বিপুল পরিমাণে জলীয়বাষ্প রাজ্যের পরিমণ্ডলে ঢুকছে। আর এর ফলে দক্ষিণবঙ্গ তো বটেই উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকায় সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হওয়ার কারণে বিপুল পরিমাণে জলীয়বাষ্প রাজ্যের পরিমণ্ডলে ঢুকছে। আর এর ফলে দক্ষিণবঙ্গ তো বটেই উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতি বেগে ঝড় বইতে পারে। দু'দিন উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।
বৃহস্পতিবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতি বেগে ঝড় বইতে পারে। দু’দিন উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।

Travel: এই সময়েই আপনি দার্জিলিং-কালিম্পং যাচ্ছেন না তো? বন্ধ থাকছে জাতীয় সড়ক! জানুন পাহাড়ে ‌যাওয়ার বিকল্প রুট

পর্যটনের ভরা মরশুমে বন্ধ থাকছে ১০ নম্বর জাতীয় সড়ক। সড়ক সম্প্রসারণের কাজের স্বার্থে সমস্ত ধরণের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা লাগু করা হয়েছে। photo source collected 
পর্যটনের ভরা মরশুমে বন্ধ থাকছে ১০ নম্বর জাতীয় সড়ক। সড়ক সম্প্রসারণের কাজের স্বার্থে সমস্ত ধরণের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা লাগু করা হয়েছে। photo source collected
১০ নম্বর জাতীয় সড়কের রবিঝোরা থেকে ২৯ মাইল পর্যন্ত সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকছে টানা ৭২ ঘণ্টা। শুক্রবার কালিম্পং জেলা প্রশাসনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।photo source collected
১০ নম্বর জাতীয় সড়কের রবিঝোরা থেকে ২৯ মাইল পর্যন্ত সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকছে টানা ৭২ ঘণ্টা। শুক্রবার কালিম্পং জেলা প্রশাসনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।photo source collected
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৬ মে সকাল ৬টা থেকে ৯ মে সকাল ৬টা পর্যন্ত এই পথে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকবে। ধসের মাটি-পাথর সরিয়ে মেরামতির জন্য রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।photo source collected
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৬ মে সকাল ৬টা থেকে ৯ মে সকাল ৬টা পর্যন্ত এই পথে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকবে। ধসের মাটি-পাথর সরিয়ে মেরামতির জন্য রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।photo source collected
শুধুমাত্র ছোট যানবাহন রংপো থেকে মুনসং, ১৭ মাইল, গরুবাথান, আলগারাহ, লাভা হয়ে শিলিগুড়ির দিকে যাবে এবং এর বদলে উল্টোপথে শিলিগুড়ি থেকে কালিম্পং যাবে।চিত্রে থেকে ছোট ছোট যানবাহন চলাচল করবে।photo source collected
শুধুমাত্র ছোট যানবাহন রংপো থেকে মুনসং, ১৭ মাইল, গরুবাথান, আলগারাহ, লাভা হয়ে শিলিগুড়ির দিকে যাবে এবং এর বদলে উল্টোপথে শিলিগুড়ি থেকে কালিম্পং যাবে।চিত্রে থেকে ছোট ছোট যানবাহন চলাচল করবে।photo source collected
কালিম্পং শহর আলগারাহ লাভা গোরুবাথান এবং শিলিগুড়ি এবং এর বদলে পণ্যবাহী গাড়ি চিত্রে হয়ে কালিম্পং শহরে যাবে। সেখান থেকে আলগাড়া, লাভা, গরুবাথান এবং শিলিগুড়িতে যাবে একইভাবে উল্টোপথে ফেরত আসবে।photo source collected
কালিম্পং শহর আলগারাহ লাভা গোরুবাথান এবং শিলিগুড়ি এবং এর বদলে পণ্যবাহী গাড়ি চিত্রে হয়ে কালিম্পং শহরে যাবে। সেখান থেকে আলগাড়া, লাভা, গরুবাথান এবং শিলিগুড়িতে যাবে একইভাবে উল্টোপথে ফেরত আসবে।photo source collected
এই রাস্তায় পণ্যবাহী গাড়ি রাত ৯ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত চলাচল করবে। পণ্যবাহী গাড়ি এবং ছোট যানবাহন রেসি, পেডং আলগারাহ লাভা গোরুবাথান রুটে, শিলিগুড়ি এবং এর বিপরীতে চব্বিশ ঘণ্টা চলাচল করবে। (তথ্য:  অনির্বাণ রায়)
এই রাস্তায় পণ্যবাহী গাড়ি রাত ৯ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত চলাচল করবে। পণ্যবাহী গাড়ি এবং ছোট যানবাহন রেসি, পেডং আলগারাহ লাভা গোরুবাথান রুটে, শিলিগুড়ি এবং এর বিপরীতে চব্বিশ ঘণ্টা চলাচল করবে। (তথ্য:  অনির্বাণ রায়)

Lok Sabha Election 2024: দ্বিতীয় দফায় পাহাড়ে ভোট! দেখে নিন খুঁটিনাটি! ‘নজরে দার্জিলিং’

দার্জিলিং: রাজ্যে দ্বিতীয় দফার ভোট শুরু হতে চলেছে আগামী ২৬ শে এপ্রিল। পাহাড়ে তৃণমূল, বিজেপি, কংগ্রেস জোট প্রার্থী নিজেদের প্রচারে সবটুকু দিয়েছেন। পাহাড়-জঙ্গল-চা বাগানে ঘেরা দার্জিলিং লোকসভা কেন্দ্র৷দার্জিলিং লোকসভা কেন্দ্রের মধ্যে মোট সাতটি বিধানসভা রয়েছে। এর মধ্যে উত্তর দিনাজপুর জেলার চোপড়া এবং কালিম্পং জেলার কালিম্পং বিধানসভা রয়েছে। বাকি চারটি বিধানসভা দার্জিলিং জেলায় পড়ছে।

আরও পড়ুনঃ ৪ ফ্ল্যাট, ৩০ লক্ষের গাড়ি, কোটি কোটি টাকার গয়না… তৃণমূলের তারকা প্রার্থী শতাব্দী রায়ের সম্পত্তি অবাক করবে

দার্জিলিং লোকসভা কেন্দ্রে এবার মোট ভোটার সংখ্যা ১৭ লক্ষ ৬৫ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৭৮ হাজার ১৪৮ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৭৫ হাজার ৫০৯ জন।তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪২ জন।মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ১৯৯৯টি। এর মধ্যে ৪০০টি শহরাঞ্চলে। দার্জিলিং-এর পুলবাজার ব্লকের অধীনে দুর্গম এলাকার তিনটি ভোটগ্রহণ কেন্দ্রের ভোটকর্মীরা ২৪ এপ্রিল রওনা হবেন। সেই তিনটি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা রয়েছে ৩৫০০ জন।

লোকসভা ভোটে দার্জিলিং লোকসভা আসনে ৮২ কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন থাকছে। এই লোকসভা আসনের মোট ১৯৯৯টি বুথের প্রত্যেকটিতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।দার্জিলিংয়ের জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক প্রীতি গোয়েল জানিয়েছেন, প্রতিটি বুথে সিসিটিভি বসিয়ে ওয়েব কাস্টিং বাধ্যতামূলক থাকছে। লোকসভার অধীনে মোট ৫৪টি মহিলা পরিচালিত অর্থাৎ মডেল বুথ রয়েছে।মহিলা পরিচালিত মোট ৫৪টি মডেল বুথের মধ্যে সবচেয়ে বেশি কালিম্পংয়ে ২৫টি বুথ রয়েছে। এছাড়া কার্শিয়াংয়ে সাতটি, দার্জিলিং, মাটিগাড়া- নকশালবাড়ি , শিলিগুড়ি এবং ফাঁসিদেওয়ায় পাঁচটি করে এবং চোপড়ায় দুটি বুথ রয়েছে।

অনির্বাণ রায়

Lok Sabha Election 2024: এবার লোকসভা ভোটে চাই সবুজ এবং পরিষ্কার দার্জিলিং! দাবি তুললেন হোম স্টে-র মালিকেরা

দার্জিলিং: পাহাড়ের নিরিবিলি সৌন্দর্য্যের স্বাদ নিতে হোমস্টে-র জুড়ি মেলা ভার। অনেকেই বিলাসবহুল হোটেল ছেড়ে প্রত্যন্ত পাহাড়ি গ্রামের কোণায় সুসজ্জিত হোম স্টে গুলোকেই বেছে নিচ্ছেন উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে। হোমস্টে হল একটি বিকল্প পর্যটন। যেখানে পর্যটকরা হোম স্টে’র পরিবারের সঙ্গে একই বাড়িতে থাকবেন এবং পরিবার এবং স্থানীয় সম্প্রদায়ের দৈনন্দিন জীবনযাত্রার অভিজ্ঞতা পাবেন। একই সঙ্গে পর্যটকরা স্থানীয় জীবনধারা, সংস্কৃতি, প্রকৃতি ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন। এই জন্যই পাহাড়ে লোকে হোম স্টে তে থাকতে বেশি পছন্দ করেন।

তবে আসন্ন লোকসভা ভোটে এই হোম স্টে মালিকদের কী দাবি? তারা কী চান। দার্জিলিং-এর হোম স্টের মালিক অনুপ মুখিয়া বলেন, ‘‘এখন পাহাড়ে মানুষ ঘুরতে এলে হোমস্টেতে থাকতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করেন। কারণ একটা ঘরোয়া পরিবেশের মধ্যে তারা থাকতে পারে। যেটা হোটেল বা লজে কখনো সম্ভব না। এছাড়াও ঘরোয়া খাবার-দাবারের ব্যবস্থা রয়েছে।’’

আরও পড়ুন: কপালে গেরুয়া তিলক, হাতে ডমরু! মনোনয়ন জমা দেওয়ার শোভাযাত্রাতেও তাক লাগালেন দিলীপ ঘোষ

তিনি আরও বলেন, “সব মিলিয়ে একেক দিনের প্রতি জন হিসেবে ১২০০-১৩০০ টাকা করে নেওয়া হয়। দার্জিলিং এই মুহূর্তে অনেক হোমস্টে রয়েছে। তবে লোকসভা ভোটে আমাদের দাবি দার্জিলিং পরিষ্কার পরিচ্ছন্ন গড়ে তোলা যাতে পর্যটকরা আরও দার্জিলিং মুখী হয়ে ওঠেন।”

উল্লেখ্য, উত্তরবঙ্গ এবং সিকিম জুড়ে মোট ১২ হাজার হোমস্টে রয়েছে এবং সবটাই সরকারি অনুমোদিত। দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এখন প্রচুর হোম স্টে রয়েছে। গোটা ভারতের মধ্যে সবথেকে বেশি হোমস্টে রয়েছে কালিম্পং জেলায়। এই জেলায় মোট হোমস্টের সংখ্যা ৩,৩৩৮। তবে দার্জিলিং কালিম্পং মিলে সরকার অনুমোদিত হোমস্টের সংখ্যা ১৮০০।

আরও পড়ুন: ‘দু’দিন আগে আমাকে মারার চক্রান্ত হয়েছে..,’ জঙ্গিপুরের সভায় দাঁড়িয়ে বিস্ফোরক অভিষেক! INDIA প্রশ্নে বিঁধলেন অধীরকেও

ইকো ট্যুরিজম চেয়ারম্যান রাজ বসু বলেন, ‘‘পাহাড়ের পর্যটনের ক্ষেত্রে হোম স্টে একটা বিশেষ অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এই হোমস্টের মাধ্যমে পাহাড়ি গ্রামের মহিলারা স্বনির্ভর হচ্ছেন। অরুণাচল স্থিতি ভ্যালি থেকে প্রচুর মানুষ এখন দার্জিলিং কালিম্পং হোমস্টে কাভাবে পরিচালনা করা হয় সেগুলি শিখতেও আসছেন।’’

অনির্বাণ রায়

Summer Travel Destination: রোদের তেজে পুড়ছে দক্ষিণবঙ্গ! বাঁচতে ভরসা পাহাড়! রইল দার্জিলিংয়ে ঘুরতে ‌যাওয়ার সেরা ৫ ঠিকানা

বাগোরা: সমুদ্রপৃষ্ঠ থেকে ৭ হাজার ফুটের বেশি উঁচু এই গ্রামটি। নিশ্চিন্তে ছুটি কাটানোর আদর্শ ঠিকানা। মোবাইল নেটওয়ার্ক ঠিকমতো লাগবে না। চারদিকের সবুজ প্রকৃতি বাগোরা গ্রামের বৈশিষ্ট্য। বছরের যে কোনও সময়ই বাগোরা গ্রামে যেতে পারেন।
বাগোরা: সমুদ্রপৃষ্ঠ থেকে ৭ হাজার ফুটের বেশি উঁচু এই গ্রামটি। নিশ্চিন্তে ছুটি কাটানোর আদর্শ ঠিকানা। মোবাইল নেটওয়ার্ক ঠিকমতো লাগবে না। চারদিকের সবুজ প্রকৃতি বাগোরা গ্রামের বৈশিষ্ট্য। বছরের যে কোনও সময়ই বাগোরা গ্রামে যেতে পারেন।
রঙ্গীত মাজোয়া : খুব বেশি পর্যটকে রঙ্গিত মাজোয়া গ্রামে যেতে দেখা যায় না। বর্ষাকাল বাদে বছরের যে কোনও সময়ই এখানে বেড়াতে আসা যায়। এখান থেকে পর্বত, জঙ্গল ঘুরে পাখি, ফুল দেখে নিরিবিলিতে সময় কাটানো যায়। সারাটা দিন আলস্যে কাটানোর জন্য এই ছোট্টো গ্রামটি একেবারে আদর্শ।
রঙ্গীত মাজোয়া : খুব বেশি পর্যটকে রঙ্গিত মাজোয়া গ্রামে যেতে দেখা যায় না। বর্ষাকাল বাদে বছরের যে কোনও সময়ই এখানে বেড়াতে আসা যায়। এখান থেকে পর্বত, জঙ্গল ঘুরে পাখি, ফুল দেখে নিরিবিলিতে সময় কাটানো যায়। সারাটা দিন আলস্যে কাটানোর জন্য এই ছোট্টো গ্রামটি একেবারে আদর্শ।
ভালুকহোপ : কালিম্পং এর কাছে শহুরে কোলাহল থেকে দূরে ঘুরতে যেতে চাইলে কটা দিন ডেরা বাঁধতে পারেন ভালুকহোপে। এই গ্রাম থেকে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য অবর্ণনীয়। কালিম্পংয়ের কাছে হলেও অত্যন্ত নির্জন। বছরের যে কোনও সময়ই ঘুরে আসতে পারেন। এখানেও হোম স্টেগুলি খুব ভাল।
ভালুকহোপ : কালিম্পং এর কাছে শহুরে কোলাহল থেকে দূরে ঘুরতে যেতে চাইলে কটা দিন ডেরা বাঁধতে পারেন ভালুকহোপে। এই গ্রাম থেকে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য অবর্ণনীয়। কালিম্পংয়ের কাছে হলেও অত্যন্ত নির্জন। বছরের যে কোনও সময়ই ঘুরে আসতে পারেন। এখানেও হোম স্টেগুলি খুব ভাল।
ইয়েলবং: ইয়েলবং গ্রামের নাম এখনও ভার্জিন ডেস্টিনেশনের তালিকাতেই রয়েছে। আগের চেয়ে কিছু লোক বেশি গেলেও ভিড় যাকে বলে, একদম নেই এই গ্রামে। পাহাড়িয়া ছোট্ট গ্রামটিতে প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার। হোমস্টে-র ব্যবস্থা রয়েছে। পাহাড়ের কোলে এই ছোট্ট গ্রামে দিন দুই তিন আরামসে কাটিয়ে আসুন, ভালো লাগবেই।
ইয়েলবং: ইয়েলবং গ্রামের নাম এখনও ভার্জিন ডেস্টিনেশনের তালিকাতেই রয়েছে। আগের চেয়ে কিছু লোক বেশি গেলেও ভিড় যাকে বলে, একদম নেই এই গ্রামে। পাহাড়িয়া ছোট্ট গ্রামটিতে প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার। হোমস্টে-র ব্যবস্থা রয়েছে। পাহাড়ের কোলে এই ছোট্ট গ্রামে দিন দুই তিন আরামসে কাটিয়ে আসুন, ভালো লাগবেই।
লিংসে: উত্তরবঙ্গের আরেকটি অফবিট পর্যটনকেন্দ্র হল লিংসে। কালিম্পং এর কাছে এই গ্রামে ইকো ট্যুরিজমের ব্যবস্থা আছে। শহুরে জীবন থেকে পালাতে দুদণ্ড শান্তি পেতে লিংসে পালিয়ে যাওয়া যায়। লিংসে গ্রামের নাম না শুনলেও অনেকেই মুলখারকা হ্রদ চেনেন। সেখান থেকে হাঁটা পথে লিংসে গ্রাম।
লিংসে: উত্তরবঙ্গের আরেকটি অফবিট পর্যটনকেন্দ্র হল লিংসে। কালিম্পং এর কাছে এই গ্রামে ইকো ট্যুরিজমের ব্যবস্থা আছে। শহুরে জীবন থেকে পালাতে দুদণ্ড শান্তি পেতে লিংসে পালিয়ে যাওয়া যায়। লিংসে গ্রামের নাম না শুনলেও অনেকেই মুলখারকা হ্রদ চেনেন। সেখান থেকে হাঁটা পথে লিংসে গ্রাম।

IMD Weather Update: দক্ষিণে গরম, পাহাড়ের তিন জেলার বৃষ্টি কতদিন? বেড়াতে যাওয়ার আগে দেখে নিন

উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা।তবে দুইদিন পর থেকে ফের আবহাওয়া বদলের সম্ভাবনা। বাড়বে তাপমাত্রা। শুরু হবে তাপপ্রবাহ।
উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা।তবে দুইদিন পর থেকে ফের আবহাওয়া বদলের সম্ভাবনা। বাড়বে তাপমাত্রা। শুরু হবে তাপপ্রবাহ।
আজ সোমবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
আজ সোমবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
আজ দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে।
আজ দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে।
বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনাও কমবে উত্তরে ।বুধবার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনাও কমবে উত্তরে ।বুধবার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
উত্তরের উপরের তিনজেলাতে বৃষ্টির হলেও বাকি অংশে শুকনো আবহাওয়া থাকবে। তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে বেশ উত্তরবঙ্গের নিচের দিকের তিন জেলায়।
উত্তরের উপরের তিনজেলাতে বৃষ্টির হলেও বাকি অংশে শুকনো আবহাওয়া থাকবে। তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে বেশ উত্তরবঙ্গের নিচের দিকের তিন জেলায়।