পুরুলিয়া : মা উমার আগমনের সুর বেজে উঠেছে। শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল হপিং। মাঝেমধ্যে বাদ সাঁঝছে বৃষ্টি। তবুও হালকা বৃষ্টি মাথায় করেই চলছে পুজো দেখা। আর তা হবে নাই বা কেন বাঙালির কাছে দূর্গা পুজো মানে এক অন্যরকম আবেগ। পুরুলিয়া শহরে বেশ কিছু জনপ্রিয় পুজো রয়েছে তার মধ্যে অন্যতম রেণিরোড দেবীমেলা সার্বজনীন দুর্গাপুজো কমিটি। বহু মানুষ দূর দূরান্ত থেকে এই পুজো দেখতে আসেন। প্রতিবছরই নতুন কিছু চমক থাকে এই পুজোয়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। রজত জয়ন্তী বর্ষে এই পুজোর থিম হয়েছে গ্রাম্য আদলে। যা মানুষের মন কেড়েছে।
এ বিষয়ে পুজো পুজো কমিটির সেক্রেটারি কাজল কুন্ডু বলেন , ২৫ বছরে তারা ২৫ ফুটের দুর্গা করে তাক লাগিয়ে দিয়েছেন। এত বড় দুর্গা মূর্তি এ-বছর পুরুলিয়ায় কোথাও হয়নি। বহু মানুষ ভিড় করে আসছে তাদের মন্ডপে। প্রায় ১৫ লক্ষ টাকারও বেশি বাজেট রয়েছে তাদের পুজোর।
আরও পড়ুন : পুজোর মরশুমেও দেখা নেই পর্যটকদের, বিরাট চিন্তায় পুরুলিয়ার বাসিন্দারা
পুজো মণ্ডপে আসা দর্শনার্থীরা বলেন , প্রতিবছরই কিছু না কিছু নতুনত্ব থাকে এই মন্ডপে। এ বছরও খুব সুন্দর থিমের প্যান্ডেল হয়েছে। এই মন্ডপ দেখে তাদের ভীষণই ভালো লাগছে।
আরও পড়ুন : উৎসবের মরশুমে এ কী কাণ্ড পুরুলিয়ায়! এই প্রথমবার এমনটা ঘটল, জানলে চমকে যাবেন আপনিও
শহরের ব্যস্ততম জীবনের মাঝে এক টুকরো গ্রাম্য পরিবেশের ছোঁয়া রয়েছে এই পুজোয়। গ্রামের মানুষের জীবনযাত্রাকে তুলে ধরা হয়েছে এই মন্ডপে। যা মন কেড়েছে জেলাবাসীর।
শর্মিষ্ঠা ব্যানার্জি