পেট ঠান্ডা করতে মৌরি ভিজানো জলের থেকে প্রায় ১০ গুণ কার্যকরী এই মসলা সুগন্ধি দান

Durga Puja Health Tips: পুজোয় অতিরিক্ত গুরুপাক খাওয়া? অ্যান্টাসিড নয়,মৌরি মিছরি-ও নয়, পেট ঠান্ডা করবে এই একটা মশলা

পুজোয় অতিরিক্ত গুরুপাক খাওয়া? অ্যান্টাসিড নয়,মৌরি মিছরি-ও নয়, পেট ঠান্ডা করবে এই একটা মশলা। পেট ঠান্ডা রাখতে এই মশলা মৌরি-মিছরির থেকে ১০ গুণ বেশি কার্যকরি।
পুজোয় অতিরিক্ত গুরুপাক খাওয়া? অ্যান্টাসিড নয়,মৌরি মিছরি-ও নয়, পেট ঠান্ডা করবে এই একটা মশলা। পেট ঠান্ডা রাখতে এই মশলা মৌরি-মিছরির থেকে ১০ গুণ বেশি কার্যকরি।
শরীর ঠান্ডা রাখতে ঘরোয়া টোটকায় বেশিরভাগ মানুষ ভুল জিনিস ব্যবহার করেন। যে কারণে চট জলদি উপকার পাওয়া যায় না।
শরীর ঠান্ডা রাখতে ঘরোয়া টোটকায় বেশিরভাগ মানুষ ভুল জিনিস ব্যবহার করেন। যে কারণে চট জলদি উপকার পাওয়া যায় না।
 মুঠোমুঠো অ্যান্টাসিড নয়। রান্নাঘরের এই মশলার সুগন্ধি কয়েকটা দানা পেট ঠান্ডা রাখবে।
মুঠোমুঠো অ্যান্টাসিড নয়। রান্নাঘরের এই মশলার সুগন্ধি কয়েকটা দানা পেট ঠান্ডা রাখবে।
পেট ঠান্ডা রাখতে অনেকেই সকালে মৌরি মিছরি ভেজানো জল খেয়ে থাকেন। ডাঃ মনোসিজ জানা জানাচ্ছেন, মৌরি মিছরির থেকেও ১০ গুন বেশি উপকার পাওয়া যাবে অল্প ধনে ভেজানো জল খেলে।
পেট ঠান্ডা রাখতে অনেকেই সকালে মৌরি মিছরি ভেজানো জল খেয়ে থাকেন। ডাঃ মনোসিজ জানা জানাচ্ছেন, মৌরি মিছরির থেকেও ১০ গুন বেশি উপকার পাওয়া যাবে অল্প ধনে ভেজানো জল খেলে।
বেশি উপকার পেতে ধনে সারারাত জলে ভিজিয়ে তার সঙ্গে অল্প আঁখের গুড় মিশিয়ে নিন। সপ্তাহে ২-৩ দিন এই জল খেলে উপকার পাবেন।
বেশি উপকার পেতে ধনে সারারাত জলে ভিজিয়ে তার সঙ্গে অল্প আঁখের গুড় মিশিয়ে নিন। সপ্তাহে ২-৩ দিন এই জল খেলে উপকার পাবেন।