mirror

Durga Puja Interior:পুজোর আলো ঠিকরে পড়বে, অন্দরমহলের সাজবদলে এইভাবে ব্যবহার করুন আয়না

রবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, 'মায়াময় কনক দর্পণ'...। রূপকথার জাদু আমাদের জীবনে লহমায় ছড়িয়ে দিতে পারে স্রেফ একটা আয়না। এদিকে পুজো কড়া নাড়ছে দোরে, অতএব, ঘরই যদি সাজাতে হয়, আয়না নিয়ে কারিকুরি বাদ পড়ে কেন!
রবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, ‘মায়াময় কনক দর্পণ’…। রূপকথার জাদু আমাদের জীবনে লহমায় ছড়িয়ে দিতে পারে স্রেফ একটা আয়না। এদিকে পুজো কড়া নাড়ছে দোরে, অতএব, ঘরই যদি সাজাতে হয়, আয়না নিয়ে কারিকুরি বাদ পড়ে কেন!
আলোর খেলা-- শরৎ মানে আলোর আগমনী। সেই উজ্জ্বলতা ঘরে আনতে আয়নার চেয়ে ভালো বিকল্প কিছু আর হতে পারে না। কাঁচে সহজেই আলো প্রতিফলিত হয়। অতএব, দিনে যেমন, রাতেও তেমন ঘর ঝলমল করবে।
আলোর খেলা
— শরৎ মানে আলোর আগমনী। সেই উজ্জ্বলতা ঘরে আনতে আয়নার চেয়ে ভালো বিকল্প কিছু আর হতে পারে না। কাঁচে সহজেই আলো প্রতিফলিত হয়। অতএব, দিনে যেমন, রাতেও তেমন ঘর ঝলমল করবে।
মুখ্য আকর্ষণ-- মানুষের স্বভাবই এই- তার চোখ বার বার আয়নার দিকে যায়। ফলে, ঘরে একটা আয়না রাখলে ঘর যেমন আলোতে ঝলমল করবে, বড়সড় দেখাবে, তেমনই কাড়বে অভ্যাগতদের নজর। এক লহমায় সবার চেয়ে আলাদা হয়ে উঠবে ঘরের সাজ।
মুখ্য আকর্ষণ
— মানুষের স্বভাবই এই- তার চোখ বার বার আয়নার দিকে যায়। ফলে, ঘরে একটা আয়না রাখলে ঘর যেমন আলোতে ঝলমল করবে, বড়সড় দেখাবে, তেমনই কাড়বে অভ্যাগতদের নজর। এক লহমায় সবার চেয়ে আলাদা হয়ে উঠবে ঘরের সাজ।
নিজেকে দেখা-- এটা একেবারে ব্যবহারিক দিক। তবে, এর জন্য সাধারণত আয়না লাগানো হয় শোওয়ার ঘরে আর বাথরুমে। বসার ঘরে, ঢোকার দরজার মুখে লাগালে যেমন ঘরের সাজ বাড়বে, তেমনই যেতে-আসতে নিজেকে একঝলক দেখে নেওয়াও যাবে।
নিজেকে দেখা–
এটা একেবারে ব্যবহারিক দিক। তবে, এর জন্য সাধারণত আয়না লাগানো হয় শোওয়ার ঘরে আর বাথরুমে। বসার ঘরে, ঢোকার দরজার মুখে লাগালে যেমন ঘরের সাজ বাড়বে, তেমনই যেতে-আসতে নিজেকে একঝলক দেখে নেওয়াও যাবে।
ডিজাইনের বাহার-- কথা যখন হচ্ছে ঘর সাজানো নিয়ে, তখন আয়নার ডিজাইনের ব্যাপারটাও মাথায় রাখতে হবে। একটা বড় গোল আয়নাই হোক বা ছোট ছোট অনেকগুলো ফটোফ্রেমের মতো সাজানো- দেওয়ালে থাকলে দেখতে অপূর্ব লাগবে। দেওয়ালের একটা অংশও কাঠের ফ্রেমে চৌকো বড় আয়না দিয়ে ঢেকে দেওয়া যায়।
ডিজাইনের বাহার
— কথা যখন হচ্ছে ঘর সাজানো নিয়ে, তখন আয়নার ডিজাইনের ব্যাপারটাও মাথায় রাখতে হবে। একটা বড় গোল আয়নাই হোক বা ছোট ছোট অনেকগুলো ফটোফ্রেমের মতো সাজানো- দেওয়ালে থাকলে দেখতে অপূর্ব লাগবে। দেওয়ালের একটা অংশও কাঠের ফ্রেমে চৌকো বড় আয়না দিয়ে ঢেকে দেওয়া যায়।