বিশেষ চমক আতসবাজিতে

পুজো আসতেই বাজারে আতশবাজি! বাজার কাঁপাচ্ছে এই হেলিকপ্টার আতশবাজি

জলপাইগুড়ি: মহালয়ার আগমনেই আতসবাজির বাজারে হুড়োহুড়ি।দীপাবলী নয়, মা দুর্গার আগমনে আতসবাজির দোকানে ভিড় সাধারণ মানুষের। কারণ রাত পোহালেই মহালয়া।

জলপাইগুড়ি দিনবাজারে আতসবাজির দোকানগুলিতে ভীড় লেগেছে এখন থেকেই। শিশু থেকে বৃদ্ধ, সকলেই মহালয়ার রাতে আকাশে রঙচঙে আলো ছড়াতে নানা ধরনের আতসবাজি কিনতে ব্যস্ত।

আরও পড়ুন- প্রথাগত শিক্ষা নেই! ২ ফুটের দুর্গা প্রতিমা বানিয়ে নজর কাড়লেন তরুণ শিল্পী

আধুনিক হেলিকপ্টার আতসবাজি, দড়ি টানাটানি, আরও নানা নতুন নতুন আতসবাজি এই বছরের বাজারে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এক সময় তিস্তার পাশে তর্পণ করতে যেত শহরবাসী। ঘন জঙ্গলের মধ্য দিয়ে তিস্তা নদীতে যাওয়ার সময় শেয়াল, চিতা বাঘ বা অন্যান্য বন্যপ্রাণীর ভয়ে আতসবাজি ফাটানো হত।

এই প্রথা এখনও জলপাইগুড়ি ও পার্শ্ববর্তী জেলাগুলিতে বজায় রয়েছে। আধুনিকতার ছোঁয়ায় কিছুটা বদল অবশ্যই ঘটেছে শহরে। আধুনিক যুগে আতসবাজির ধরণও বদলেছে অনেক।

আরও পড়ুন- নিজের গয়না বন্ধক দিয়েছেন অভাবে, দুর্গা প্রতিমার জন্য গয়না বানাচ্ছেন মায়া

মহালয়ার রাতে আতসবাজি ফাটানো উত্তরবঙ্গের একটি প্রাচীন রীতি। মহালয়ার রাতকে রঙিন করে তুলতেই আতসবাজির প্রচলন এখনও জীবন্ত।

সুরজিৎ দে