তাঁত শিল্পীর সঙ্গে কলকাতার দল 

Purba Bardhaman News: পুজোর থিমে এবার জামদানি শাড়ি! দেখানো হবে তথ্যচিত্র! দৃশ্যগ্রহণ শেষ হল বর্ধমানে

পূর্ব বর্ধমান:  বাংলায় জামদানি শাড়ির এক আলাদা কদর রয়েছে। সে কথা মাথায় রেখেই এবার দুর্গাপুজোয় কলকাতার পুজো মন্ডপে প্রদর্শিত হবে বাংলার জামদানি।  তবে পুরনো দিনের বাংলার তাঁতশিল্পীদের হাতে তৈরি জামদানি হারিয়ে যেতে বসেছিল। কিন্তু ,আবারও কদর বাড়ছে সেই হারিয়ে যেতে বসা জামদানির।

আর এবার দুর্গাপুজোয় সকলের সামনে উপস্থাপন করা হবে জামদানির বিস্তারিত  । দমদম পার্কের ভারতচক্র ক্লাবে এবার বাংলার জামদানি নিয়েই থিম গড়ে তোলা হচ্ছে। থিমের পাশাপাশি তৈরি হচ্ছে একটি তথ্যচিত্র।

আর এই তথ্যচিত্রের দৃশ্যগ্রহণের জন্য, পূর্ব বর্ধমানে এসেছিলেন কলকাতার একটি দল। জামদানি শাড়ি কীভাবে তৈরি হয়। সূতো কীভাবে রঙ করা হয়৷ এককথায় তাঁতশিল্পীদের সেকাল ও একাল নিয়েই তথ্যচিত্র তৈরি করা হবে।

তথ্যচিত্রের দায়িত্বে থাকা সৌমাদিত্য মুখোপাধ্যায় জানিয়েছেন, “জামদানি শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য, কলকাতার দুর্গা মন্ডপে নিয়ে আসা হচ্ছে জামদানি শিল্পকে। জামদানি কীভাবে তৈরি হয়। বর্তমানে জামদানির চাহিদা কেমন। তাঁতিরা কেমন রয়েছেন। এই সমস্ত বিষয়ে একটি তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হবে।”

আরও পড়ুন: নির্বাচনের মুখে কাশ্মীরে দুর্ঘটনা! খাদে পড়ল জওয়ানদের বাস, মৃত ৪!

পূর্ব বর্ধমানের কাটোয়ার ঘোড়ানাশ, কালনা মহকুমার তাঁতশিল্পীদের বোনা জামদানি কলকাতার পুজো মণ্ডপে প্রদর্শিত হবে৷ সেই সব তাঁতশিল্পীদের হাতে কিভাবে জামদানিতে নকশা ফুটিয়ে তোলা হচ্ছে তাও মণ্ডপে মানুষ দেখতে পাবেন৷ পূর্ব বর্ধমানের ঘোড়ানাশ গ্রামের তাঁতশিল্পী সুশান্ত দে এর কাজ দেখতে এসেছিলেন, কলকাতার পুজো মণ্ডপের থিমের তথ্যচিত্রের দ্বায়িত্বে থাকা বেশ কয়েকজন৷ তাঁরা কালনা এবং কাটোয়ায় তাঁতশিল্পীদের পাড়ায় ঘুরে ঘুরে তথ্যচিত্রের জন্য দৃশ্যগ্রহণও করেন৷

আরও পড়ুন: কিছুক্ষণেই বন্ধ হয়ে যাচ্ছে পুরীর জগন্নাথ মন্দির! কী কারণে,কতদিন বন্ধ থাকবে দরজা?

ঘোড়ানাশ গ্রামের তাঁতশিল্পী সুশান্ত দে এই বিষয়ে জানিয়েছেন, “আমাদের হাতে বোনা জামদানি কলকাতার পুজো মণ্ডপে প্রর্দশিত হবে৷ এর থেকে আনন্দের আর কি হতে পারে৷ দুর্গাপুজোর মণ্ডপে জামদানি শাড়ির কথা তুলে ধরা হবে৷ জামদানির প্রথম থেকে একদম শেষ পর্যন্ত তুলে ধরা হবে।\”

কলকাতার দমদম পার্কের ভারতচক্র ক্লাবে এবার বাংলার জামদানি নিয়েই থিম গড়ে তোলা হচ্ছে। শিল্পী অদিতি চক্রবর্তী সেই কাজ করছেন৷ পুজো মণ্ডপে তথ্যচিত্রের মাধ্যমেও দর্শনার্থীদের দেখানো হবে জামদানির বিস্তারিত। হারিয়ে যেতে বসা এবং ঐতিহ্যবাহী এই জামদানিকে, সকলের সামনে তুলে ধরার এ যেন এক অভিনব প্রচেষ্টা।

বনোয়ারীলাল চৌধুরী