গ্রাম্য রিসোর্ট

Durga Puja Tour: পুজোয় কোথাও টিকিট পাচ্ছেন না? দুর্গাপুজোয় যেতে পারেন পাহাড়ি রিসোর্টে

শুশুনিয়া পাহাড়ে এবার পুজোয় করুন এডভেঞ্চার। দিনের আলোয় পায়ে হেঁটে ঘুরে দেখুন পাহাড়, আর রাত্তিরে গ্রাম্য রিসর্ট এ বারবিকিউ।
এবার পুজোর গন্তব্য হোক শুশুনিয়া পাহাড়ে। দিনের আলোয় পায়ে হেঁটে ঘুরে দেখুন পাহাড়, আর রাতে গ্রাম্য রিসর্টে বারবিকিউ।
পুজোর দিনগুলোতে পাহাড়ে থাকবে মানুষের আনাগোনা। থাকবে না হারিয়ে যাওয়ার ভয়। খুঁজে পেলেই পেতে পারেন ঐতিহাসিক শিলালিপি (চন্দ্র বর্মনের শিলালিপি), ছোট চূড়ার দিকে।
পুজোর দিনগুলোতে পাহাড়ে থাকবে মানুষের আনাগোনা।  এখানে এলে খুঁজে পেতে পারেন ঐতিহাসিক শিলালিপি (চন্দ্র বর্মনের শিলালিপি)।
পাহাড়কে ঘিরে রয়েছে ছবির মত সুন্দর সব আদিবাসী গ্রাম। প্রত্যেকটি বাড়ির দেওয়ালে একটি করে নতুন গল্প খুঁজে পাবেন আপনারা।
পাহাড়কে ঘিরে রয়েছে ছবির মত সুন্দর সব আদিবাসী গ্রাম। প্রত্যেকটি বাড়ির দেওয়ালে একটি করে নতুন গল্প খুঁজে পাবেন আপনারা।
সারাদিন পর চলে আসুন, গ্রাম্য ধাঁচে তৈরি করা পাহাড়তলির একটি রিসোর্টে। থাকছে ছয়জনের থাকার ব্যবস্থা একই রুমে।
সারাদিন পর চলে আসুন, গ্রাম্য ধাঁচে তৈরি করা পাহাড়তলির একটি রিসোর্টে। সঙ্গী হোক বা বন্ধুরা, চলে আসতেই পারেন এই রিসোর্টে।
বৃষ্টি ভেজা সন্ধ্যা হলে তো কথাই নেই, করতে পারবেন বারবিকিউ। তবে পুজোর সময় অগ্রিম বুকিং করে রাখতে হবে।
বৃষ্টি ভেজা সন্ধ্যা হলে তো কথাই নেই, করতে পারবেন বারবিকিউ। তবে পুজোর সময় অগ্রিম বুকিং করে রাখতে হবে।
রিসোর্ট এর ম্যানেজার বিনয় টুডু বলেন, মাত্র ৭৫০ টাকা থেকে পেয়ে যাবেন রুম।
রিসর্টের ম্যানেজার বিনয় টুডু বলেন, মাত্র ৭৫০ টাকা থেকে পেয়ে যাবেন রুম।