DVC: ডিভিসি-র ছাড়া জলে ভাসছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা, ফুঁসছে নদী, ভাঙছে বাঁধ

ঝাড়খণ্ডে বৃষ্টি, জল ছাড়ছে ডিভিসি। ডিভিসি-র জলে বঙ্গে বন্যা, ডিভিসি-র ছাড়া জলে ভাসছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা, ফুঁসছে নদী, ভাঙছে বাঁধ। ডিভিসির জলে প্লাবিত গোহাট-খানাকুল। জলমগ্ন গোঘাট, খানাকুল, ডেবরা। জল ছাড়ার পরিমাণ বাড়াল ডিভিসি। সোমবার সন্ধে থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ১,৪৯,০০০ কিউসেক জল ছাড়ল ডিভিসি। দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলমগ্ন হওয়ার আশঙ্কা। নিম্নচাপের বৃষ্টির জেরে ডিভিসির দুই জলাধারে জল বাড়ছে। তাই ডিভিসি এই দুই জলাধার মাইথন ও পঞ্চায়েত জল ছাড়া শুরু করে।সোমবার সন্ধ্যে থেকেই মাইথন জলাধার থেকেই জল ছাড়া শুরু হয়। সেটা বারতে বারতে ১ লাখ কিউসেকে দাঁড়ায়।অন্যদিকে, পাঞ্চেত জলাধার থেকে মঙ্গলবার ৪৯০০০ কিউসেক জল ছাড়ার কথা। এই দুই জলাধারের জল দামোদর নদী বেয়ে দুর্গাপুর ব্যরেজে পৌঁছায়। ফলে সেখান থেকেও জল ছাড়ার পরিমাণ বেড়েছে।ডিভিসি জানিয়েছে, নিম্নচাপের জন্য আসানসোল-দুর্গাপুরের পাশাপাশি ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে শানিবার থেকে অনবরত বৃষ্টি শুরু হয়েছে। তার জন্য জল ছাড়ার পরিমান বাড়ানো হয়েছে।