প্রতিকী ছবি।

Business Idea for Earning Profit: গ্রামীণ এলাকায় শুরু করে দিন এই ব্যবসা, সারা বছর হবে মোটা টাকার লাভ 

আপনি যদি কর্মসংস্থানের খোঁজে হন্যে হয়ে রয়েছেন, তাহলে শুরু করতে পারেন এই ব্যবসা। অল্প পুঁজিতে এই ব্যবসা শুরু করা যাবে লাভ আছে ভালই। চাহিদাও বাড়ছে আবার। আর ব্যবসা চালানোর জন্য মূল উপাদান আপনাকে বিনামূল্যে দেবে আমাদের প্রকৃতি।
আপনি যদি কর্মসংস্থানের খোঁজে হন্যে হয়ে রয়েছেন, তাহলে শুরু করতে পারেন এই ব্যবসা। অল্প পুঁজিতে এই ব্যবসা শুরু করা যাবে লাভ আছে ভালই। চাহিদাও বাড়ছে আবার। আর ব্যবসা চালানোর জন্য মূল উপাদান আপনাকে বিনামূল্যে দেবে আমাদের প্রকৃতি।
বর্তমানে বেশিরভাগ মানুষ স্বাস্থ্যের দিকে সচেতন হয়েছেন। সচেতন হয়েছেন পরিবেশ রক্ষার ক্ষেত্রেও। সেক্ষেত্রে চাহিদা বাড়ছে ইকোফ্রেন্ডলি জিনিস ব্যবহারের। তেমনি পরিবেশ বান্ধব শালপাতার থালা, বাটি।
বর্তমানে বেশিরভাগ মানুষ স্বাস্থ্যের দিকে সচেতন হয়েছেন। সচেতন হয়েছেন পরিবেশ রক্ষার ক্ষেত্রেও। সেক্ষেত্রে চাহিদা বাড়ছে ইকোফ্রেন্ডলি জিনিস ব্যবহারের। তেমনি পরিবেশ বান্ধব শালপাতার থালা, বাটি।
থালা বাটি তৈরীর ব্যবসায়ী খোকন দে বলছেন, থার্মোকলের থালা , বাটি ছেড়ে অনেকেই আবার শালপাতার থালা, বাটি ইত্যাদি ব্যবহারের দিকে ঝুঁকছেন। এটি ইকো ফ্রেন্ডলি, আবার স্বাস্থ্যকর। গ্রামাঞ্চলে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে মূলত এই শালপাতার থালা, বাটি তৈরি হয়। তবে আপনি গ্রামে এই ব্যবসা শুরু করতে পারেন খুব সহজে।
থালা বাটি তৈরীর ব্যবসায়ী খোকন দে বলছেন, থার্মোকলের থালা , বাটি ছেড়ে অনেকেই আবার শালপাতার থালা, বাটি ইত্যাদি ব্যবহারের দিকে ঝুঁকছেন। এটি ইকো ফ্রেন্ডলি, আবার স্বাস্থ্যকর। গ্রামাঞ্চলে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে মূলত এই শালপাতার থালা, বাটি তৈরি হয়। তবে আপনি গ্রামে এই ব্যবসা শুরু করতে পারেন খুব সহজে।
আপনি বড় আকারে এই ব্যবসা শুরু করতে চাইলে আপনাকে শালপাতার থালা, বাটি তৈরি একটি মেশিন কিনতে হবে। যা বিভিন্ন বড় বাজার এবং ই-কমার্স ওয়েবসাইটে পাবেন। দাম পড়বে এক লক্ষ টাকার মত। আর শা থালা, বাটি তৈরির অন্যতম মূল উপাদান শাল পাতা খুব সহজেই আপনি জঙ্গল এলাকা থেকে পেয়ে যাবেন।
আপনি বড় আকারে এই ব্যবসা শুরু করতে চাইলে আপনাকে শালপাতার থালা, বাটি তৈরি একটি মেশিন কিনতে হবে। যা বিভিন্ন বড় বাজার এবং ই-কমার্স ওয়েবসাইটে পাবেন। দাম পড়বে এক লক্ষ টাকার মত। আর শা থালা, বাটি তৈরির অন্যতম মূল উপাদান শাল পাতা খুব সহজেই আপনি জঙ্গল এলাকা থেকে পেয়ে যাবেন।
যেহেতু শালপাতার থালা, বাটির চাহিদা আবার বাড়ছে, ফলে বাজার নিয়ে চিন্তা করতে হবে না। বিভিন্ন অনুষ্ঠান বাড়িসহ নানা জায়গা থেকে আসবে বরাত। ফলে ব্যবসা চলতে থাকবে সারা বছর। আবার এই ব্যবসা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য মেশিন কেনার পর থেকে সেই অর্থে আর খুব বেশি খরচ হবে না ফলে মাসের শেষে মোটা টাকা লাভ করতে পারবেন আপনি।
যেহেতু শালপাতার থালা, বাটির চাহিদা আবার বাড়ছে, ফলে বাজার নিয়ে চিন্তা করতে হবে না। বিভিন্ন অনুষ্ঠান বাড়িসহ নানা জায়গা থেকে আসবে বরাত। ফলে ব্যবসা চলতে থাকবে সারা বছর। আবার এই ব্যবসা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য মেশিন কেনার পর থেকে সেই অর্থে আর খুব বেশি খরচ হবে না ফলে মাসের শেষে মোটা টাকা লাভ করতে পারবেন আপনি।