ক্যারাটে প্রতিযোগিতায় পদক জয়

East Medinipur News: ওড়িশায় ক্যারাটে প্রতিযোগিতায় জয়জয়কার পূর্ব মেদিনীপুরের

পূর্ব মেদিনীপুর : ওড়িশায় ক্যারাটে প্রতিযোগিতায় নিজেদের প্রতিভার ছাপ রাখল পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়েরা। বিএসএফ আয়োজিত ক্যারাটে প্রতিযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলার ভূপতি নগর থানার অন্তর্গত মুগবেড়িয়া গ্রামের ২৫ জন ছেলে-মেয়ে বিভিন্ন বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে। গ্রামের ছেলেদের এই অভাবনীয় সাফল্যে খুশি এলাকাবাসী। পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার অন্তরগত মুগবেড়িয়াতে বেসরকারি সংস্থা পরিচালিত একটি ক্যারাটে স্কুল কিছু বছর আগে চালু হয়। এই স্কুলের মূল উদ্দেশ্য বর্তমান সময়ে ছেলে মেয়েদের বিনা খরচে আত্মরক্ষার পাঠ দেওয়া।

আত্মরক্ষার পাঠ দিতেই ওই স্কুলে ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হয়। বর্তমানে বহু ছাত্র-ছাত্রী ওই স্কুলে আত্মরক্ষার কৌশল হিসেবে ক্যারাটে শিখছে। কিন্তু শুধুমাত্র আত্মরক্ষার কৌশল হিসাবে ক্যারাটে শিক্ষা গ্রহণ নয়। বরং এই শিক্ষাকে কাজে লাগিয়ে রাজ্য ও জাতীয়  স্তরে ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে ওই স্কুলের ছাত্র-ছাত্রীরা। এই স্কুলে গ্রামের সাধারণ পরিবারের ছেলে মেয়েদের বিনা মূল্যে আত্মরক্ষার কৌশল হিসাবে শেখানো হয় ক্যারাটে। আর সেখানেই ক্যারাটেশিখে দেশ বিদেশে ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এই স্কুলের ছাত্রছাত্রীরা। সম্প্রতি BSF এর আয়োজনে ক্যারাটেপ্রতিযোগিতায় এই স্কুল থেকে অংশগ্রহণ করেছিল ২৫ জন ছাত্র ছাত্রী।তাদের সবাই কোনও না কোনও বিভাগেজিতছে সোনা রুপো ও ব্রোঞ্জ এর পদক। এই ক্যারাটে প্রশিক্ষণ স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীরাও এর আগেও বিভিন্ন ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেছিল। এবার তাদের স্কুলের ২৫ জন ছাত্রছাত্রী ক্যারাটে প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করেছে।

আরও পড়ুন : তমলুকে আন্তর্জাতিক দাবার আসর

প্রসঙ্গত ওই ক্যারাটে প্রশিক্ষণ স্কুলটি চালায় স্থানীয় ব্যক্তি সন্দীপ মাইতি ও তার স্ত্রী। তাদের নিজেদের খরচে এই ক্যারাটে স্কুল পরিচালনা করেন। সন্দীপ মাইতি জানান, করোনা লকডাইন থেকেই তাদের এই স্কুল শুরু হয়। গ্রামের ছেলেমেয়েদের কথা চিন্তা করে ক্যারাটে স্কুলটি শুরু হয়েছিল। আগামী দিনে এই স্কুলকে আর বড় করার চিন্তাভাবনা রয়েছে।

সন্দীপ মাইতির এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ থেকে অভিভাবক অভিভাবিকারা।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

আত্মরক্ষার কৌশল হিসাবে ক্যারাটে প্রশিক্ষণ নেওয়া ছাত্রছাত্রীরা গ্রামের মুখ উজ্জ্বল করেছে।

সৈকত শী