রেল ব্রিজের মাথায় যুবক

East Medinipur News: আইফোনের জন‍্য যা করল যুবক, হয়রানির স্বীকার হাওড়া খড়গপুর ডিভিশানের যাত্রীরা

কোলাঘাট: যুবকের অদ্ভুত দাবি। চলন্ত ট্রেনের চেন টেনে চড়ে বসল রেল ব্রিজের মাথায়। সাময়িকভাবে বন্ধ হয়ে দক্ষিণপূর্ব রেল শাখার হাওড়া খড়গপুর ডিভিশানে ট্রেন পরিষেবা। প্রায় তিন ঘণ্টার মতো বন্ধ থাকে দক্ষিণ-পূর্ব রেল শাখার খড়গপুর হাওড়া ডিভিশনের ট্রেন চলাচল। দীর্ঘ সময়ের পর ওই যুবককে রেল ব্রিজের মাথা থেকে নামিয়ে আনা হয়। তারপর ট্রেন চলাচল পরিষেবা স্বাভাবিক হয়। আর এই ঘটনায় কোলাঘাট-সহ পূর্ব মেদনীপুর জেলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ মানসিকভাবে বিপর্যস্ত! জিজ্ঞাসাবাদ করা গেল না দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির সহকারী চালককে

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের রেল স্টেশনে অদূরে রূপনারায়ণ নদের ওপর তিন নম্বর রেল ব্রিজের উপরে উঠে যায় এক যুবক। স্থানীয়রা দৃশ্যটি দেখার পরেই ওই যুবককে নামানোর কাজে হাত লাগান। প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় ওই যুবককে নামান সম্ভব হলেও, যে দড়িতে করে ওই যুবককে নামান হচ্ছিল সেই দড়ি ছিঁড়ে রূপনারায়ণ নদে পড়ে যায় ওই যুবক। রূপনারায়ণের জল থেকে দ্রুত উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে কোলাঘাটের পাইপপাড়ী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। তবে, এই কারণে বেশ প্রায় ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়।

দক্ষিণপূর্ব রেলের মেছাদা জিআরপিএফ থানা থেকে জানা যায়, ওই যুবক হাওড়া আদ্রা প্যাসেঞ্জার ট্রেনে চেপে আসছিল। হঠাৎই কোলাঘাট স্টেশন ঢোকার আগেই রূপনারায়ন নদের ওপর ট্রেনের চেন টেনে বসে। থেমে যায় ট্রেন। তারপরেই ওই যুবক ট্রেন থেকে নেমে সোজা রেল ব্রিজের মাথায় চড়ে বসে। আর এর ফলেই ট্রেন চলাচল পরিষেবা ব্যহত হয়। জিআরপিএফ সূত্রে জানা যায় ওই যুবক আইফোনের দাবিতে রেল ব্রিজের মাথায় চড়ে বসে। প্রায় তিন ঘণ্টা পর ওই যুবককে স্থানীয় বাসিন্দা এবং রেল পুলিশের সহায়তায় নামিয়ে আনতে সক্ষম হয়। যদিও নামিয়ে আনার সময় বিপত্তি ঘটে। দড়ি ছিঁড়ে ওই যুবক সোজা রূপনারায়ণ নদের জলে পড়ে যায়। সেখান থেকে তাঁকে উদ্ধার করে কোলাঘাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয়।

রেল পুলিশ সূত্রে জানা যায় ওই যুবক মানসিক ভারসাম্যহীন। কোথা থেকে ট্রেনে বসেছিল তা এখনও পর্যন্ত জানা যায়নি। রেল ব্রিজের মাথায় চড়ে ওই যুবকের আইফোনের দাবি শুনে কার যত হতবাক হয়ে যায় রেল পুলিশ সহ স্থানীয় বাসিন্দারা। আর এই মানসিক ভারসাম্যহীন যুবকের কারণে দক্ষিণ-পূর্ব রেল শাখার হাওড়া খড়গপুর ডিভিশনে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় রেল পরিষেবা। ওই যুবককে নামানোর পরই ট্রেন চলাচল সচল হয়।

সৈকত শী