ইতিহাস পড়ে যে সমস্ত পথে প্রতিষ্ঠিত হওয়া যায়

Education News: ইতিহাস নিয়ে পড়া মানে শুধুই শিক্ষকতা নয়, রয়েছে দারুণ বেতনের ২০-২৫ রকম কাজের সুযোগ! জানুন

ইতিহাস: ইতিহাস নিয়ে পড়া মানেই শুধু শিক্ষকতা? ছাত্রছাত্রীদের এমন ধারণা ভুল! অন্যান্য বিষয়ের থেকেও নিশ্চিত ভবিষ্যত গড়তে পারে নিখুঁত ইতিহাস শিক্ষা। ইতিহাস পড়ে শিক্ষকতা ছাড়াও বেশ কিছু উজ্জ্বল ভবিষ্যৎ পেশা বেছে নেওয়া যেতে পারে।

বহু বছর আগে সৃষ্টি বা ঘটে যাওয়া, গৌরব কাহিনি ও নিদর্শন বর্তমান সময়ের ইতিহাস। সময় বদলেছে, সেই দিক থেকে বর্তমান সময়ে ইতিহাস বিষয়ের সঠিক জ্ঞান অর্জন করতে। কমপক্ষে ২০টি পথ রয়েছে যেখানে নিজেকে প্রতিষ্ঠিত করা যেতে পারে। এ বিষয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে সঠিক ধারণা তৈরি করতে ইতিমধ্যেই হাওড়ার শোভারানি মেমোরিয়াল কলেজের ইতিহাস শিক্ষক মণ্ডলির দ্বারা কেরিয়ার কাউন্সিলিংয়ের উদ্যোগ নেওয়া হয়।

আরও পড়ুন: মাংস রান্নার সময় ঠিক কখন নুন দিতে হয় জানেন? যখন-তখন নুন দিলে রান্নার স্বাদ নষ্ট হতে পারে!

যেখানে কলেজ ও স্কুলের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে। ইতিহাস বিষয়ে পড়ে বিভিন্ন কর্মক্ষেত্রে আবেদন করা যেতে পারে। যেমন ট্যুরিজম, স্টোরি সাংবাদিকতা, এনজিও, অ্যান্থোপলজি, আর্ট হিস্ট্রি, মুদ্রাতত্ত্ব, লেখবিদ্যা, মিউজিয়াম কিউরেটর এমন গুরুত্বপূর্ণ প্রায় ২০টি বিষয়ে লক্ষ্যমাত্রা নিয়ে ইতিহাস পড়াতে পারে ছাত্রছাত্রীরা। সেই দিক থেকে এই বর্তমান সময় ইতিহাস পড়ার গুরুত্ব বেড়েছে। বর্তমান সময়ে দেশ ও বিশেষ করে বিদেশি পর্যটকের মধ্যে হেরিটেজ টুরিজমের ক্ষেত্রে দারুণ আগ্রহ।

আরও পড়ুন: চুল পড়ে পাতলা হয়ে যাওয়া আটকাতে কী করবেন? কী করলে চুলের ঘনত্ব বাড়ে? রইল সহজ টিপস

ছাত্রদের ট্যুরিজিমে দারুণ সুযোগ রয়েছে। পর্যটকদের দেখানো বোঝাতে ব্যক্তিগত উদ্যোগেও একদম নিজস্ব ভাবে কাজ করতে পারে। বর্তমান সময়ে ইউটিউবে ভাল সুযোগ রয়েছে। আঞ্চলিক ইতিহাস বিষয়ে নিখুঁত জ্ঞান থাকলে সেই সুবিধা পেতে পারে ছেলেমেয়েরা। এ প্রসঙ্গে ইতিহাস বিষয়ে অধ্যাপক, ডঃ সৌম্য পোড়েল জানান, ‘ভাল ভাবে ইতিহাস পড়তে পারলে, কমপক্ষে কুড়িটি সেক্টরে চাকরির সুযোগ থাকে ইতিহাস বিষয়ে পড়া ছেলেমেয়েদের কাছে।’

রাকেশ মাইতি