ঋত্বিকা মাইতি

South 24 Parganas News: ইন্টারন্যাশনাল এয়ার এন্ড স্পেস প্রোগ্রামে সুযোগ! আমেরিকায় পাড়ি কাকদ্বীপের ঋত্বিকার

কাকদ্বীপ: ইন্টারন্যাশনাল এয়ার এন্ড স্পেস প্রোগ্রামে সুযোগ পেল কাকদ্বীপের সুভাষনগরের ঋত্বিকা মাইতি। তার কাছে সুযোগ রয়েছে নাসার বিজ্ঞানীদের সামনে নিজের মতবাদ তুলে ধরার। আর সেইজন্য আমেরিকায় পাড়ি দেবেন সে। ঋত্বিকা সেন্ট জেভিয়ার্স কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। রসায়নবিদ্যা নিয়ে তিনি সেখানে স্নাতক করছেন।

আরও পড়ুনঃ ইনস্টিটিউট অফ ম্যাথমেটিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশন পরীক্ষায় সফল জেলার এক কৃতি ছাত্রী!

ফেব্রুয়ারি মাসে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর আলোচনা সভাতে ডাক পেয়েছিলেন। সেখানে তিনি বিজ্ঞানীদের সামনে মহাকাশ গবেষণার বিভিন্ন বিষয় নিয়ে তার মৌলিক ভাবনা তুলে ধরেছিলেন। আর তারপর আবারও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডাক এল তাঁর। মার্কিন সংস্থা এক্সা এয়ারোস্পেস আয়োজিত এই অনুষ্ঠানে নাসার বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা সম্পর্কে ছাত্র-ছাত্রীদের মৌলিক ভাবনার কথা শুনবে।

মহাকাশ গবেষণা নিয়ে ঋত্বিকা একটি প্রবন্ধ লিখেছে। সেই প্রবন্ধ মার্কিন সংস্থার কাছে পাঠিয়েছেন তিনি। এরপরই তার নাম মনোনীত হয় সেখানে। ইতিমধ্যে তার একটি অনলাইনে ইন্টারভিউ নিয়েছে সংস্থাটি। এই পোগ্রাম নিয়ে ঋত্বিকা মন্ডল জানিয়েছেন, অনুষ্ঠানে যোগ দিতে নিজেকে দিনরাত খেটে তৈরি করছি। ভবিষ্যতে মহাকাশ গবেষণায় আত্মনিয়োগ করার ইচ্ছা রয়েছে। ঋত্বিকার এই সাফল্যে খুশি কাকদ্বীপের বাসিন্দারা।

নবাব মল্লিক