Eggshell Craft: ফেলনা ডিমের খোসা দিয়েই কী আশ্চর্যজনক জিনিস! জানলে আর ফেলে দিতে পারবেন না

হাওড়া: ডিম খেয়ে খোসা ফেলে দিচ্ছেন? কিন্তু জানেন কি, ফেলনা ডিমের খোসা দিয়েই তৈরি হতে পারে আকর্ষণীয় জিনিস? ডিমের খোসা দিয়েই তৈরি শৌখিন শিল্পকর্ম। সামান্য এই কাজে ডিমের খোসার আবর্জনার বদলে স্থান হতে পারে আর্ট গ্যালারিতে।
হাওড়া: ডিম খেয়ে খোসা ফেলে দিচ্ছেন? কিন্তু জানেন কি, ফেলনা ডিমের খোসা দিয়েই তৈরি হতে পারে আকর্ষণীয় জিনিস? ডিমের খোসা দিয়েই তৈরি শৌখিন শিল্পকর্ম। সামান্য এই কাজে ডিমের খোসার আবর্জনার বদলে স্থান হতে পারে আর্ট গ্যালারিতে।
ডিমের খোসার এই শৌখিন শিল্পকর্ম মুগ্ধ করছে মানুষকে। ডিমের খোসার উপর নানা রকম নকশা, কাটিং।
ডিমের খোসার এই শৌখিন শিল্পকর্ম মুগ্ধ করছে মানুষকে। ডিমের খোসার উপর নানা রকম নকশা, কাটিং।
লম্বালম্বি ডিমের একাংশের ছোট ছিদ্র করে ভিতরের অংশ বার করে নেওয়া। এরপর পেন্সিলের সাহায্যে নকশা করে নেওয়া। তারপর ইলেকট্রিক যন্ত্রের সাহায্যে শৌখিন কাটার দিয়ে কাটিং।
লম্বালম্বি ডিমের একাংশের ছোট ছিদ্র করে ভিতরের অংশ বার করে নেওয়া। এরপর পেন্সিলের সাহায্যে নকশা করে নেওয়া। তারপর ইলেকট্রিক যন্ত্রের সাহায্যে শৌখিন কাটার দিয়ে কাটিং।
ডিমের সূক্ষ্ম খোলার উপর শিল্পীর দক্ষ হাতে খোদাই। যত কাজ শেষের দিকে এগয় তত সতর্কতা বাড়ে। এভাবেই একের পর এক ডিমের খোসার উপর তৈরি হচ্ছে নকশা।
ডিমের সূক্ষ্ম খোলার উপর শিল্পীর দক্ষ হাতে খোদাই। যত কাজ শেষের দিকে এগয় তত সতর্কতা বাড়ে। এভাবেই একের পর এক ডিমের খোসার উপর তৈরি হচ্ছে নকশা।
যা কল্পনা করতেও সাহস লাগে। তবে এই বিষয়টি নিজে রপ্ত করে নিয়েছে শিল্পী গোবিন্দ হাজরা।
যা কল্পনা করতেও সাহস লাগে। তবে এই বিষয়টি নিজে রপ্ত করে নিয়েছে শিল্পী গোবিন্দ হাজরা।
ধৈর্য, এবং নিখুঁত শৈল্পিক দক্ষতায় শিল্পী গোবিন্দ হাজরা তাঁর অসামান্য দক্ষতার বলে, এমন আকর্ষণীয় হাতের কাজ করে, সকলকে তাক লাগিয়েছেন।
ধৈর্য, এবং নিখুঁত শৈল্পিক দক্ষতায় শিল্পী গোবিন্দ হাজরা তাঁর অসামান্য দক্ষতার বলে, এমন আকর্ষণীয় হাতের কাজ করে, সকলকে তাক লাগিয়েছেন।