লাফিয়ে লাফিয়ে কমবে বিদ্যুতের বিল!

Electricity Bill: লাফিয়ে লাফিয়ে কমবে বিদ্যুতের বিল! ছোট্ট কাজের অসম্ভব বড় ফল, বাঁচবে মোটা টাকা প্রতি মাসে

বর্তমানে, বিদ্যুতের দাম আগের চেয়ে অনেক বেশি হয়ে গেছে। বিদ্যুৎ বিল নিয়ে অনেকেই বিপাকে পড়েছেন। দিন দিন বেড়েই যাচ্ছে বিদ্যুৎ বিল।

বর্তমানে, বিদ্যুতের দাম আগের চেয়ে অনেক বেশি হয়ে গেছে। বিদ্যুৎ বিল নিয়ে অনেকেই বিপাকে পড়েছেন। দিন দিন বেড়েই যাচ্ছে বিদ্যুৎ বিল।
এখন সকলের বাড়িতে ইলেকট্রনিক জিনিসপত্র বেড়ে গেছে। এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ফ‍্যান সবই থাকে। তাই, আগের থেকে বিলও অনেক বেশি হয়।
এখন সকলের বাড়িতে ইলেকট্রনিক জিনিসপত্র বেড়ে গেছে। এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ফ‍্যান সবই থাকে। তাই, আগের থেকে বিলও অনেক বেশি হয়।
শীতকালে একটু কম বিল এলেও গরমকালে এত বেশি বিল আসে যে মাথায় হাত পরে মধ‍্যবিত্তদের। তবে, দুটি সহজ উপায়ে বাড়ির বিল অর্ধেক হয়ে যাবে।
শীতকালে একটু কম বিল এলেও গরমকালে এত বেশি বিল আসে যে মাথায় হাত পরে মধ‍্যবিত্তদের। তবে, দুটি সহজ উপায়ে বাড়ির বিল অর্ধেক হয়ে যাবে।
১- গরমে দিন-রাত ফ্রিজ চলে। সেটাই স্বাভাবিক। কিন্তু গরমেও ফ্রিজ বন্ধ রাখতে পারেন। তাহলে ইলেকট্রিক বিল কিন্তু কম আসবে। যখন দেখবেন ফ্রিজ অনেকক্ষণ ধরে চলছে, ঠাণ্ডা হয়ে গেছে তখন কিছুক্ষণের জন্য হলেও ফ্রিজ বন্ধ করে রাখুন।
১- গরমে দিন-রাত ফ্রিজ চলে। সেটাই স্বাভাবিক। কিন্তু গরমেও ফ্রিজ বন্ধ রাখতে পারেন। তাহলে ইলেকট্রিক বিল কিন্তু কম আসবে। যখন দেখবেন ফ্রিজ অনেকক্ষণ ধরে চলছে, ঠাণ্ডা হয়ে গেছে তখন কিছুক্ষণের জন্য হলেও ফ্রিজ বন্ধ করে রাখুন।
২- গবেষণায় প্রকাশ রাতে AC চালানোর সময় সঠিক তাপমাত্রা সেট করলে বিল অনেক কম আসে। তাপমাত্রা যত কমাবেন, কম্প্রেসর তত বেশি চলবে, ফলে তত বেশি বিদ্যুৎও খরচ হবে। তাই আপনি যত বেশি তাপমাত্রা সেট করবেন তত বিল কম আসবে।
২- গবেষণায় প্রকাশ রাতে AC চালানোর সময় সঠিক তাপমাত্রা সেট করলে বিল অনেক কম আসে। তাপমাত্রা যত কমাবেন, কম্প্রেসর তত বেশি চলবে, ফলে তত বেশি বিদ্যুৎও খরচ হবে। তাই আপনি যত বেশি তাপমাত্রা সেট করবেন তত বিল কম আসবে।
গবেষণায় এও দাবি করা হয়েছে, ২৪ ডিগ্রিতে এসি সেট করে রাখলে ইলেকট্রিক বিল অনেকটাই কম আসে। আরও একটি টিপস হল, এসি সারারাত চলার ফলে ঘর এমনিতেই ঠাণ্ডা হয়ে যায়। তাই ভোরের দিকে এসি বন্ধ করে দিন। তাহলে বিলের সাশ্রয় হবে। 
গবেষণায় এও দাবি করা হয়েছে, ২৪ ডিগ্রিতে এসি সেট করে রাখলে ইলেকট্রিক বিল অনেকটাই কম আসে। আরও একটি টিপস হল, এসি সারারাত চলার ফলে ঘর এমনিতেই ঠাণ্ডা হয়ে যায়। তাই ভোরের দিকে এসি বন্ধ করে দিন। তাহলে বিলের সাশ্রয় হবে।