তৈরি হচ্ছে নতুন সাব স্টেশন 

Malda News: আর নয় বিদ্যুৎবিভ্রাট, পুজোর আগেই বিপুল বদলে যাচ্ছে বিদ্যুৎ পরিষেবা

মালদহ: নিরাপদ হচ্ছে বিদ্যুৎ লাইন। বিদ্যুতের তার থেকে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটাই কমে যেতে পারে, সঙ্গে লোডশেডিং বা ভোল্টেজের সমস্যাও দূর হবে। দু’টি তারের ঘর্ষণে বিদ্যুৎবিভ্রাট একেবারেই হবে না, এমনই দাবি বিদ্যুৎ দফতরের। কারণ সমস্ত বিদ্যুৎ লাইন ফাইবারে তারের করা হচ্ছে।

মালদহ জেলায় জোরকদমে চলছে তার পরিবর্তনের কাজ। দুর্গাপুজোর আগেই বদলে যাবে মালদহ জেলার সামগ্রিক বিদ্যুৎ পরিসেবা। এছাড়াও বিদ্যুতের ঘাটতি পূরণের জন্য মালদহ জেলায় অতিরিক্ত বিদ্যুতের সাব স্টেশন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে মালদহের মানিকচকে নতুন একটি সাব-স্টেশনের কাজ প্রায় শেষের দিকে। এই সাব স্টেশনটি তৈরি হলে এলাকার বিদ্যুতের ঘাটতি অনেকটাই পূরণ হবে। পুজোর আগেই কাজ শেষ হবে এই সাব স্টেশন তৈরির। বিদ্যুৎ দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমেন দাস বলেন, “পুজোর আগে বেশ কিছু পরিবর্তন হচ্ছে। নতুন সাব স্টেশন থেকে জেলা জুড়ে নতুন ফাইবার অপটিক কেবল লাগানো হচ্ছে। আশা করা যায় এতে অনেকটাই পরিষেবার পরিবর্তন হবে”।

আরও পড়ুন: কিছুক্ষণের মধ্যেই আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! রাজ্যের বহু জেলায় জারি সতর্কতা

মালদহ জেলা বিদ্যুৎ দফতর সূত্রে জানা গিয়েছে, জেলায় প্রায় ১০লক্ষ বিদ্যুৎ গ্রাহক রয়েছে, প্রত্যেক গ্রাহককে ১০০ শতাংশ বিদ্যুৎ পরিষেবা দেওয়ার চেষ্টা করা হয়, তবে পরিকাঠামো অভাবের ফলে অনেক সময় পরিষেবা ব্যহত হয়। মালদহের মানিকচক ব্লকের গ্রাহকের দীর্ঘ দিন ধরে এই সমস্যার সম্মুখীন। তাই পুজোতেই মানিকচক ব্লকে ১৩২ কিলো ভোল্টের নতুন সাবস্টেশন চালু করা হচ্ছে। পাশাপাশি জেলাতে আরও ১০টি সাবস্টেশন তৈরীর প্রস্তাব করা হয়েছে। শুধু তাই নয় যে কোনও দুর্যোগ অর্থাৎ ঝড়বৃষ্টি হলে বিদ্যুৎ পরিষেবা ব্যহত হয়, প্রাণহানিও ঘটে।

আগামী দিনে কোনও দুর্যোগে সহজে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হবে না এমন দাবী করেন বিদ্যুৎ দফতরের কর্তারা। কারণ জেলা জুড়ে ১০ হাজার কিলোমিটার বিদ্যুৎ সরবরাহের জন্য তার রয়েছে, যা পরিবর্তন করা হচ্ছে। প্রায় সাত হাজার কিলোমিটারের মতন ফাইবার অপটিক কেবল বসানোর কাজ শুরু হয়েছে। যা দ্রুততার সঙ্গে করার চেষ্টা চলছে। এর ফলে দূঘটনা যেমন কমবে। তেমন পরিষেবারও উন্নতি হবে।