হাতির তাণ্ডব

Jalpaiguri News: ধান ক্ষেতে তাণ্ডব দাঁতালের! পুজোর মুখে ফসলের ক্ষতিতে দুশ্চিন্তায় কৃষকরা

জলপাইগুড়ি: ডুয়ার্সের মেটিলি ব্লকের চালসা মহাবাড়ি এলাকায় হাতির আতঙ্ক ক্রমশ বাড়ছে। সোমবার রাতে একটি হাতি পার্শ্ববর্তী পানঝোড়া জঙ্গল থেকে বেরিয়ে এসে এলাকার ধান ক্ষেতে ব্যাপক ক্ষতি করেছে। সবেমাত্র সবুজ ধানের শীষ বের হওয়ায় হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা।

গ্রামবাসীরা বাজি-পটকা ফাটিয়ে হাতিটিকে জঙ্গলে ফেরাতে সক্ষম হলেও, এই ধরনের ঘটনা মাঝে মধ্যেই ঘটছে। হাতির উপদ্রবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: পুজোর আগে হেয়ার স্ট্রেটনিং? এতে চুলের কী কী ক্ষতি হচ্ছে? জানলে শিউরে উঠবেন

সেখানকার স্থানীয় কৃষক রমেশ মুন্ডা জানান যে মাঝেমধ্যেই তাদের ক্ষেত বাড়ির উপরে আক্রমণ হয় হাতির। এতেই যেমন একদিকে সমস্যা অন্যদিকে এই হাতি তাড়াতে গিয়ে মৃত্যু হয় অনেক কৃষকের। ফসল নষ্ট হয় এই হাতির আক্রমণে। চাপরামারী জঙ্গল থেকে বেরিয়ে আসে এই হাতির দল।

সুরজিৎ দে