লাগাতার হাতির হামলা মাদারিহাটে

Alipurduar News: সন্ধ্যে হলেই এলাকায় নেমে আসে আতঙ্ক! তেড়েফুঁড়ে আসে ওরা, নিশ্চিন্তে ঘুমানোও দায়!

আলিপুরদুয়ার: হাতিদের আগমন লাগাতার চলে মাদারিহাটের মেঘনাদ সাহা নগর এলাকায়। জনবসতি সম্পন্ন এলাকায় হাতির আগমনের পাশাপাশি হাতির হানার ঘটনায় অতিষ্ট এলাকার বাসিন্দারা।

বছরের প্রতি সময় এলাকায় দেখা যায় হাতির হানা। লাগাতার হাতির আক্রমণে ক্ষুদ্ধ জনতা। ইতিমধ্যে বনকর্মী ও রেঞ্জারকে ঘেরাও করে ক্ষোভ জাহির করেছেন এলাকার বাসিন্দারা। তাতেও কোনও লাভ হচ্ছে না। রোজ বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই এলাকায় চলে আসছে হাতি। সম্প্রতি হাতির হানায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে এলাকায়। রোজ এলাকায় কখনও একটি হাতি আবার কখনও দল বেঁধে হাতি আসছে। এলাকার বাসিন্দাদের ঘর, বাড়ি ক্ষতিগ্রস্ত করছে।

আরও পড়ুন: রাম মন্দির এবার আলিপুরদুয়ারে, কালীপুজোর রাতে ঢল নামল দর্শনার্থীদের! দেখুন

আরও পড়ুন: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়ল কাঁটা’ কোনভাবে সাজাবেন ভাইফোঁটার থালা, যাতে ভাইয়ের সব বিপদ টলে যাবে

এলাকার বাসিন্দা উত্তম শর্মা জানান, “কোনও কিছুতেই কোনও উপায় মিলছে না হাতির হানা রোধ করার। বিকেল হলে আমাদের ভয় শুরু হয়। খুব হিংস্র হয়ে যাচ্ছে হাতিগুলি। এসেই ঘরবাড়ি ভেঙে দেয়। তেড়ে আসে।” মাদারিহাট রেঞ্জ অফিসের তরফে জানা গিয়েছে, এই বিষয়ে তারা জলদাপাড়া বনবিভাগের ডিএফওকে জানিয়েছেন।

Annanya Dey