সাধারণ মানুষকে ভোট দানের উৎসাহ দিতে পথে স্বেচ্ছাসেবী সংস্থা

Lok Sabha election 2024 : সাধারণ মানুষকে ভোটে উৎসাহ দিতে অভিনব পন্থা! দেখে নিন বিস্তারিত

কোলাঘাট : শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের ভোট উৎসব। তীব্র দাবদাহ উপেক্ষা করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ব্যস্ততা চোখে পড়ার মত। সাধারণ মানুষের কাছে ভোট চাইতে তীব্র রোদ উপেক্ষা করে জনসংযোগ প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থী ও নেতাকর্মীরা। সকলকে লোকসভার ভোট উৎসবে সামিল হওয়ার আহ্বান জানিয়ে রাস্তায় রাস্তায় গান বাজনা করে বেড়াচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট এলাকার একটি সংস্থা। প্রতিদিন বিকেলের পর কোলাঘাটের বিভিন্ন এলাকায় নাচ গান কবিতার মাধ্যমে সাধারণ মানুষকে ভোট দানের উৎসাহ দিয়ে চলেছে।

ভোটদানে ভোটারদের উদ্বুদ্ধ করতে গানে কথায় কবিতায় পথসভার মাধ্যমে পৌঁছে যাচ্ছেন পাড়ায়, হাটে-বাজারে, মন্দির প্রাঙ্গণ থেকে মানুষের দ্বারে দ্বারে। অবাধ ও শান্তিপূর্ণ ভোটদানের বার্তা এবং বিশ্বের মধ্যে বৃহত্তম গনতান্ত্রিক দেশে সরকার গঠনের গুরুত্ব তুলে ধরছেন সর্বস্তরের ভোটারদের মধ্যে। নিজেরা গান লিখে সুর দিয়ে তৈরি করেছেন গানের দল। পুরুষ এবং মহিলা মিলে প্রায় তিরিশ জনের মধ্যে থেকে দুটি দল তৈরি করা হয়েছে। যে যার নিজের মত স্বাধীন ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের স্বপক্ষে হাতে হাতে প্লাকার্ড, ব্যানার, ফেস্টুন, প্রচারপত্র, হারমোনিয়াম, খোল-করতাল নিয়ে বিভিন্ন স্থানে ভোটার সচেতনতার কাজ করছেন।

আরও পড়ুন : সলমনের এই নায়িকা ভিলেন হতে চান বাবার মতোই! সুপারহিট পরিচালকের হাত ধরে ফিরবে কি তাঁর ভাগ্য

আরও পড়ুন : ভারতের এই শহরগুলিতে আরও তিনটি এক্সক্লুসিভ স্টোর খুলতে চলেছে Apple; সাম্প্রতিক রিপোর্টে মিলল ইঙ্গিত

সংস্থার পক্ষে অসীম দাস জানান, “দেশে সাধারণ নির্বাচন নিয়ে যে কোনও রাজনৈতিক দলের কর্মসূচীর সঙ্গে যে কোনও সচেতনশীল সংস্থা থেকে প্রতিটি নাগরিকের এই বিষয়ে বক্তব্য বা অনেক কিছু বলার থাকতে পারে। সেই ভাবনা থেকেই এই সচেতনতা কর্মসূচি নেওয়া হয়েছে। দেশ পরিচালন ও দেশ গঠনের ক্ষেত্রে এই ভোটাধিকার প্রয়োগই হল প্রথম ধাপ। সেই গুরুত্ব বোঝাতে জনসচেতনতার জন্য তারা আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই কর্মসূচির মাধ্যমে নিজেদের দায়িত্ব পালন করছে।”

গান, কবিতায়, নাচে, প্রদর্শনীতে প্লাকার্ড-পোস্টার এবং প্রচার পত্র বিতরণের মাধ্যমে এই প্রজন্মের নতুন ভোটার থেকে সর্বস্তরের মানুষকে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরছেন কোলাঘাট নতুন বাজারের ওই সংস্থা। রেল স্টেশন থেকে, ফুল বাজার, ট্রেকার স্ট্যান্ড, হাট-বাজারে, বিভিন্ন দেবালয় প্রাঙ্গন থেকে পাড়ায়-পাড়ায়, পথসভার মধ্য দিয়ে এনারা গানে কথায় কবিতায় এটাই বোঝাতে চাইছেন। এই স্বেচ্ছাসেবী সংস্থার মূল উদ্দেশ্য হল ভোট কেবলমাত্র রাজনৈতিক দলগুলির কর্মসূচি নয়। ভোট দেওয়াটা ভারতীয় নাগরিকদের কর্তব্য তাই অরাজনৈতিকভাবে সাধারণ মানুষকে ভোট দিতে উৎসাহ প্রদানে এই পন্থা তারা অবলম্বন করেছে।

সৈকত শী